আর্জেন্টিনা: ক্লারিন মিডিয়া গ্রুপ বাধ্য করছে ভিডিও অপসারনে

মিডিয়া গ্রুপ ক্লারিনকে [স্প্যানিশ ভাষায়] আজের্ন্টিনার সবচেয়ে গুরুত্বপুর্ণ মিডিয়া গ্রুপ বলে বিবেচনা করা হয় এবং তারা যার অংশীদার তার মধ্যে রয়েছে দৈনিক সংবাদপত্র ক্লারিন। সাম্প্রতিক মাসগুলোতে প্রতিষ্ঠানটি সে সমস্ত ইউটিউব ব্যবহারকারীর এ্যাকাউন্ট বন্ধ করার দাবী করছে যারা এই কোম্পানীর তৈরী করা কোন অনুষ্ঠান ব্যবহার করছে, যেমন বুয়েন্স আয়ার্সের চ্যানেল ১৩ অথবা কেবল নিউজ চ্যানেল টিএন-এর অনুষ্ঠান। এখন এই নীতি আরো উত্তেজনার কারন সৃষ্টি করেছে যখন ক্লারিন ব্লগারদের ইউটিউব এ্যাকাউন্ট বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করতে শুরু করেছে। তারা নতুন কোন অনু্ষ্ঠান বা উপাদানের অংশ বিশেষ ব্যবহার করে তাদের তারা চাপ দিচ্ছে, এমনকি যদিও তারা লাভজনক কাজের উদ্দেশ্য ছাড়া অথবা তাদের নিজস্ব সংগ্রহের জন্য তা করে, তারপরেও।

ব্লগ মুন্ড পারভার্সো [স্প্যানিশ ভাষায়] হিসেব করে দেখাচ্ছে কিভাবে ক্লারিন তার দুইবার ইউটিউব এ্যাকাউন্ট বন্ধ করতে বাধ্য করে এবং এখন তারা তার তৃতীয় এ্যাকাউন্টও বন্ধ করার হুমকি দিচ্ছে। এই এ্যাকাউন্ট এখনও চালু রয়েছে কিন্তু দিয়োগো এফ কে বাধ্য করা হয়েছে যে ভিডিও নিয়ে প্রশ্ন উঠেছে তা মুছে ফেলতে। তিনি লিখছেন:

Este blog no tiene fines de lucro, no hay publicidad ni uso monetario del material que se publica, el cual tiene como finalidad informar a la ciudadanía de cuestiones estrictamente políticas. Ninguna empresa privada tiene el derecho a censurar declaraciones de funcionarios públicos, y esto que está pasando debería preocuparnos a todos porque a todos nos afecta: nos están tratando de robar la voz.

এই ব্লগ লাভ জনক কোন ব্লগ নয়। এখানে কোন বিজ্ঞাপন নেই, নেই কোন টাকা আয় করা যায় এমন কোন উপাদান, এর উদ্দেশ্য নাগরিকদের এমন বিষয় সমন্ধে জানানো যা পুরোপুরি রাজনৈতিক। জনতার উদ্দেশ্য যা লেখা হয় তা সেন্সর বা বন্ধ করার অধিকার কোন ব্যক্তিগত ব্যবসার নেই, এবং যা ঘটছে সে সমন্ধে তাদের সচেতন থাকা উচিত, যারা এর দ্বারা প্রভাবিত হয়: তারা আমাদের কণ্ঠস্বর চুরি করার চেষ্টা করছে।

অন্য ব্লগ যেমন রেজিস্ট্রো মুন্ডো [স্প্যানিশ ভাষায়] এবং বানইয়া০৮ [স্প্যানিশ ভাষায়] এদেরকে যথারীতি সর্তকবার্তা হিসেব ইমেইল পাঠানো হয়েছে, তারা যেন যে সমস্ত ভিডিও নিয়ে প্রশ্ন রয়েছে সেগুলো সরিয়ে ফেলে।

এর পরবর্তী কয়েকদিন আর্জেন্টিনার একদল ব্লগার এর বিরুদ্ধে নিন্দা জানিয়ে এক বিবৃতি প্রকাশ করবে যে তাদের এই নীতি আর্টেয়ার এসএ কর্তৃক ইউটিউব একাউন্ট বন্ধ করার অনুরোধ জানানোর বিরুদ্ধে। আর্টেয়ার এসএ এই মিডিয়া গ্রুপের অডিও ভিজুয়াল অংশ এবং বাক স্বাধীনতা এবং জনতার বিষয়ে সকল তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে।

মুন্ড পারভার্সো [স্প্যানিশ ভাষায়] ব্লগারদের এক তালিকা একত্র করেছে যারা তার সাথে একাত্বতা ঘোষণা করেছেব্লগ লা বার্বারিয়া [স্প্যানিশ ভাষায়] একমত যে ক্লারিন গ্রুপের এই কাজ ঠিক হয়নি। সাবের ডেরেচো ব্লগের[স্প্যানিশ ভাষায়] লেখক আইনজীবি এবং আইনের অধ্যাপক গুস্তাভো আরবাল্লোর একই মত, যিনি লিখছেন:

Mas alla del tema hay que ponerlo en su real dimensión: es censura. Estamos acostumbrados a identificar la “censura” con algo que hace el Estado contra un gran medio. Pero la naturaleza de la censura es más amplia y en este caso estamos ante una censura de un particular grande (que abusa de su posición dominante) a un particular chico.

এটি বিষয়ের বাইরে চলে যাওয়া। এটা অবশ্যই তার সত্যিকারের বাস্তবতায় রাখতে হবে: এটা কোন কিছু সেন্সরশীপ বা বন্ধ করা। আমাদের সেন্সরশীপকে চিহ্নিত করতে হবে এমন একটা বিষয় হিসেবে যা রাষ্ট্র একটা বিশাল মিডিয়া প্রতিষ্ঠানের জন্য করে। কিন্তু সেন্সরশীপের প্রকৃতি আরো অনেক বড় এবং এই ক্ষেত্রে আমরা সেন্সরশীপকে এক বিশাল অংশ বা সত্বা হিসেবে দেখছি (যা অপব্যবহার করা হচ্ছে) একটি ক্ষুদ্র অংশের বিরুদ্ধে।

এই দুই ব্লগার আইন১১৭২৩ [স্প্যানিশ ভাষায়] -এর অনুচ্ছেদ ২৮ এর দিকে নির্দেশ করছে যা প্রতিষ্ঠিত করেছে যে সাধারণ কৌতুহলজনক সংবাদ ব্যবহার, পরিবেশন বা পুনরায় পরিবেশন করা যেতে পারে; কিন্তু যখন তাদের মুল সংস্করণ প্রকাশ করা হবে তখন অবশ্যই তাদের সাইট বা উৎসের নাম উল্লেখ করতে হবে। এটাই হলো মুল বিষয় ইউটিউবে যে সমস্ত ভিডিও প্রকাশ করে তার ক্ষেত্রে শ্রদ্ধা প্রকাশ করা হয় এবং ক্লারিন গ্রুপের যে কারণটিতে আপত্তি রয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .