- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

বাহরাইন: ভারতীয়দের আমাদের প্রয়োজন যেমন শ্বাসের জন্যে দরকার বাতাস

বিষয়বস্তু: দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উ. আ., বাহরাইন, ভারত, দেশান্তর ও অভিবাসন, ব্যবসা ও অর্থনীতি, শ্রম

এই মাসের প্রথম দিকে, বাহরাইন ঘোষণা করে যে তারা বিদেশী শ্রমিকদের স্পন্সর করার নিয়ম শেষ করছে [1]। যার মানে আগামী আগস্ট থেকে শ্রমিকরা আর তাদের নিয়োগকর্তার উপরে নির্ভরশীল হবে না, বরং সরকারের শ্রম বাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ [2] দ্বারা সরাসরি তাদেরকে স্পন্সর করা হবে, আর নিয়োগকর্তার অনুমতি ছাড়া কাজ বদল করতে পারবে। এই পদক্ষেপ নেয়া হয়েছে বাহরাইনের বিভিন্ন নিয়োগকর্তা কর্তৃক সাধারণত: ভারতীয় উপমহাদেশ থেকে বিপুল পরিমানে শ্রমিকদের স্পন্সরের রীতি বন্ধ করানোর [3] জন্য। এই নিয়োগকর্তারা অন্য মালিকের সাথে কাজ করার জন্য তাদের কাছ থেকে একটা ‘ভিসা ফি’ দাবী করে থাকে।

তবে কিছু বাহরাইনির কাছে, যাদের মধ্যে জাতীয়তাবাদী সমস্যা [4] আর নিজের নাগরিকদের মধ্যে বেকারত্বের আশন্কা আছে, তাদের জন্য দেশে বিদেশীদের কাজ করার সুযোগ সহজ হওয়ার ধারণা চিন্তার উদ্রেক করছে।

ব্লগার মোহাম্মাদ মারহুন সাম্প্রতিক একটা অভিজ্ঞতার [5] কথা বলেছেন:

في صيف البحرين الحارق، وسط المنامة، بانتظار ضوء الإشارة الأخضر بعد مرور “الهوامير” تسند رأسك على زجاج السيارة لتهب نسمات مكيف السيارة البارد منعنشة غليل الإنتظار وجذوة الشمس عند آخرها، يقطع هذا الإكليل المنهك طرقات “هندي” على النافذة.. “طخ، طق، طق..”.
للوهلة الأولى افتكرت أنّه يريد ابتياعي “عبوة مياه”، إلا أني لم أرى أيّ عبوات بين يديه ونوضح هنا ما نقصده “ماي صحة”، بالهندي “بوني” وأولاد ميري يقولون “water” حتى لا نتعرض للمسائلة أو ننتمي للمنظمات الإرهابية على أي حال، فتحت النافذة، وإذا به يستجدي: “بابا.. فقيير أنا فلوس مافيي، الله يهرم واديك، فقييير بابا.. فقيير بابا”، أستغربت حينها، أكان صدفة أم أن هناك مثله مئات!؟ وهنا لن أسلّط الضوء على الفقر والعوز فمثله من جاليات أخرى قاطنون شوارع المنامة بطولها وعرضها وليس بغريب عليكم إلا أنّ هندي يشحذ، أول مرّة أشوف!

বাহরাইনের ভয়ঙ্কর গ্রীষ্মে, মানামার কেন্দ্রে সবুজ ট্রাফিক বাতির অপেক্ষা করছি কিছু হামুর মাছ [6] [হোমরা চোমরা ব্যক্তি [7]] চলে যাওয়ার পরে। আপনি গাড়ির জানালায় আপনার মাথা রাখলেন যাতে শীতাতপ যন্ত্রের বাতাস আপনাকে অপেক্ষার ক্ষোভ আর সূর্যের তাপের ক্ষোভ থেকে ঠান্ডা করতে পারে। এই ক্লান্তিতে বাধা দেবে একজন ভারতীয় কর্তৃক আপনার জানালা দেয়া টোকা… ঠক, ঠক, ঠক…

প্রথমে আমি ভাবলাম সে আমাকে এক বোতল পানি বিক্রি করতে চাচ্ছে, কিন্তু তার হাতে কোন পানির বোতল দেখলাম না। এখানে বলে রাখা ভালো যে পানি বলতে মিনারেল পানি যা হিন্দিতে ‘পানি’ আর যা মেরির সন্তানরা [যারা ইংরেজী বলে] ‘ওয়াটার’ বলে, যাতে আমরা কোন প্রশ্নের মুখোমুখি না হই বা আমাদেরকে কোন সন্ত্রাসী সংস্থার অংশ না বলা হয়। যাই হোক, আমি আমার জানালা খুললাম, আর জানলাম সে সাহায্য চাচ্ছে: “বাবা, আমি গরিব… আমার টাকা নেই… ইশ্বর আপনার পিতা মাতার উপরে করুণা করুক, গরিব বাবা, আমি গরিব, বাবা।“ আমি আশ্চর্যান্বিত হই। এটা কি হঠাৎ করে না এদের মতো আরো শত শত লোক আছে? আমি এখানে দারিদ্র আর চাহিদার উপরে জোর দেব না, যেহেতু মানামার সর্বত্র তার মতো আরো অনেক গোত্র আছে, আর তাদেরকে দেখতে পাওয়া অদ্ভুত কোন ব্যাপার না- কিন্তু এই প্রথম আমি একজন ভারতীয়কে ভিক্ষা করতে দেখেছি!

طقوس.. يوم الجمعة..

تستقطب منطقة المنامة يوم الجمعة من ساعات الصباح الأولى الهنود وهم “ضاربي دهن الراس”، “وثياب مكوية”، “وأذواق مختلفة” وتلاقح ثقافات وطقوس، فتجدهم يتبادلون التحايا ويتحاضنون “Hug’” ويصطفون لصلاة الظهر، يتدفقون من كل حدب وصوب.. لينتهي الحال الجلوس على عتبات باب البحرين عصرا.. وارتياد الكورنيشات.. يوم حافل لديهم..

শুক্রবারের রীতি…

শুক্রবারের ভোর মানামার সোউক [8] এলাকায় ভারতীয়দের আকৃষ্ট করে, তাদের তেল দেয়া চুল, ইস্ত্রী করা কাপড় আর বিভিন্ন খাবার। এটা বিভিন্ন সংস্কৃতি আর আচার-অনুষ্ঠানের সম্মিলন। আপনি দেখতে পারবেন তাদেরকে সম্ভাষণ করে আর আলিঙ্গন করে সারিবদ্ধ হয়ে দুপুরের প্রাথর্নার জন্য একত্র হতে। তারা সর্বত্র থেকে আসে, আর বিকালে তারা বাব আল বাহরাইনের [9] কাছে বসে থাকে, বা ঝর্নার সামনে যায়। তাদের জন্য এটা ব্যস্ত দিন…

حاجتنا للهنود.. حاجتنا للهواء

إذا ما نظرنا للأعمال المتعددة التي يقوم بها “الهنود” في خدمة الشعب من أصغرها حتى أكبرها، فمن غسيل السيارات، بيع الياسمين في الطرقات إلى بناء الشاهقات، المحلات التجارية، رياض الألعاب، وصولا لمدراء و”كبارية” أينما “قلبت” وجهتك فثمّة “هندي” ولا غرو في ذلك!

ভারতীয়দের আমাদের প্রয়োজন যেমন শ্বাসের জন্যে দরকার বাতাস

আমরা যদি ভারতীয়দের করা অগনিত কাজ দেখি যা মানুষের সেবায় তারা করে থাকে, সব থেকে ছোট থেকে বয়স্ক পর্যন্ত, এগুলোর মধ্যে আছে গাড়ি ধোয়া থেকে রাস্তায় জেসমিন বিক্রি করা, উচ্চ তলার ভবন, শপিং কম্প্লেক্স আর খেলার মাঠ নির্মান, ম্যানেজার থেকে টাইকুন হওয়া পর্যন্ত। যেদিকেই ফিরেন একজন ভারতীয় আছে, আর এটা অবাক হওয়ার মতো কোন ব্যাপার না!

A.T.M

تجدهم مصطفين بنتظام طابور طويل على آلة السحب الآلي “A.T.M” ذلك لأخذ كشف الحساب، على أرباب العمل أن يمنحوا الهنود شهادة راتب ليزيحوا بذلك العناء النفسي والهوس لدى عامليهم “يجي فلوس”،”ما يجي”، “ناقص موجود”،”أرباب كنجوز”.. ويخفوا علينا “شوي”.

الهنود هم أكبر الجاليات المنتشرة في العالم التي تقدر عدد أفرادها حوالي 25 مليون هندي يعيش حول العالم! شريحة واسعة في البحرين مع فتح باب “فري ويزا” راح يكون الوضع مرعب! أكرر أول مرّة أشوف هندي “بابا فقيير.. بيزات مافيي” يطلب في وضح النهار من السيارات المارّة هنا وهناك! اليوم متعقّد من الهنود صراحة..!!!

এটিএম
এটিএমের জন্য তাদেরকে লম্বা লাইনে নিয়মমতো দাঁড়াতে দেখবেন, তাদের আকাউন্টের ব্যালেন্স জানার জন্য। নিয়োগকর্তাদের ভারতীয়দের একটা বেতনের স্লিপ দিতে হয় কর্মীদের এই দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়ার জন্য যে “টাকা কি আসছে?” “আসছে না,” “কিছুটা নেই,” “আমার মনিব লোভী,” আর “এটা খুবই কম”।

বিশ্বব্যাপি ভারতীয়রা সব থেকে বেশী ছড়ানো। ধারনা করা হয় যে ২৫ মিলিয়ন ভারতীয় বিদেশে থাকে। অনেকে বাহরাইনে আছে আর এখন ভিসা মুক্ত কর্মী আনার ফলে, পরিস্থিতি ভীতিকর হবে! আমি যেমন বলেছি, এই প্রথম আমি একজন ভারতীয়কে বলতে শুনেছি “বাবা আমি গরিব, কোন টাকা নেই।“ দিনে দুপুরে সে এদিক ওদিক যাওয়া গাড়িকে জিজ্ঞাসা করছিল। সত্যি বলতে, আজকে ভারতীয় সম্পর্কে আমার মধ্যে একটা জটিলতা তৈরি হয়েছে।