- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

গ্লোবাল ভয়েসেস ট্রান্সলেশন এক্সচেঞ্জের জন্য একজন প্রজেক্ট ম্যানেজার খুঁজছে

বিষয়বস্তু: ঘোষণা

gv-logo-h-300x100-tag
গ্লোবাল ভয়েস একটি নতুন প্রকল্প চালু করতে যাচ্ছে! আমরা খন্ডকালিন হিসেবে এই প্রকল্পের জন্যে প্রজেক্ট ম্যানেজার খুঁজছি।

প্রকল্প সম্পর্কে তথ্য: গ্লোবাল ভয়েস একটি প্রকল্প [1] চালু করতে যাচ্ছে যা একটি অনুবাদ বিনিময় (ট্রান্সলেশন এক্সচেঞ্জ) এর জন্য গবেষণা, পরিকল্পনা বা ডিজাইন এবং ক্ষেত্র তৈরী করবে যাতে সারা বিশ্বের তথ্য প্রবাহের সুবিধা তৈরী হয়। এটি উন্নয়শীল বিশ্ব, সিটিজেন মিডিয়া বা নাগরিক মিডিয়া এবং এথনিক মিডিয়ার উপাদানকে গুরুত্ব দেবে।

এই প্রকল্পের লক্ষ্য সংবাদ প্রবাহে সুবিধা তৈরী করা এবং পলিগ্লট তথ্যের প্রবাহ বা বহুভাষিক ইন্টারনেটকে সমর্থন করা। এর পরিপ্রেক্ষিত জানার জন্য গ্লোবাল ভয়েসের অন্যতম সহযোগী প্রতিষ্ঠাতা ইথান জুকেরম্যানের এই পোস্টটি [2] পড়ুন। এর বিশেষ উদ্দেশ্য হল অনুবাদ বিনিময় প্রক্রিয়া নিয়ে গবেষণা ও উন্নয়ন যেন তা সংবাদ ও তথ্যের চাহিদা ও সরবরাহ বজায় রাখতে পারে। এটি এক নতুন পদ্ধতির অগ্রপথিক হবে যারা লেখা অনুবাদ করবে এবং সারা নেটওয়ার্ক সাইটে এর পুন:প্রচার করবে।

লিঙ্গুয়া ট্রান্সলেশন এক্সচেঞ্জ প্রথমে এক বছরের প্রকল্প হবে। এখানে উদ্যোগ নেওয়া হবে যেন চিহ্নিত করতে পারা যায় ট্রান্সলেশন এক্সচেঞ্জ এর সুযোগগুলো এবং চ্যালেঞ্জগুলো। এর আহবায়ক অংশীদার এবং অংশীদার পার্টি বা দল এবং নীতি নির্ধারকদের গ্রহণযোগ্যতাকে বুঝতে হবে। পরবর্তী ধাপ, এই ট্রান্সলেশন এক্সচেঞ্জ-এর জন্য একটা আদর্শ ডিজাইন তৈরী করা, এবং এক বছর তার তত্বাবধান করা, হয়তো এটা দাড় করতেও এক বছর সময় লাগবে।

কাজ: লিঙ্গুয়া এক্সচেঞ্জ ইনিশিয়েটিভ প্রজেক্ট ম্যানেজারের কাজ হবে শুরু থেকে শেষ পর্যন্ত প্রকল্প সামলানো, যার কাজের মধ্যে থাকবে নীচের বিষয়গুলো

যেহেতু গ্লোবাল ভয়েস ভার্চুয়াল বা ইন্টারনেটের জগত তাই প্রজেক্ট ম্যানেজারের কোন নির্দিষ্ট কর্মস্থল থাকবে না। তবে তার হাইস্পীড বা উচ্চ ক্ষমতাসম্পন্ন ইন্টারনেট সংযোগ থাকতে হবে এবং তাকে ভ্রমণ করার মানসিকতা রাখতে হবে। বেতন এবং অন্যান প্রদেয় ভাতা নির্ভর করবে প্রার্থীর অভিজ্ঞতার উপর। শুরুর তারিখ: যত তাড়াতাড়ি সম্ভব।

আমাদের আদর্শ প্রার্থী হবেন:

আগ্রহী প্রার্থীরা দয়া করে তাদের সিভি বা জীবনবৃত্তান্ত এবং আগ্রহের কারন এবং কেন নিজেকে এই চাকুরীর জন্য একজন আদর্শ প্রার্থী হিসেবে বিবেচনা করছেন তার কারন ব্যাখা করে editor AT globalvoicesonline DOT org বরাবর দরখাস্ত করুন।