গ্লোবাল ভয়েসেস ট্রান্সলেশন এক্সচেঞ্জের জন্য একজন প্রজেক্ট ম্যানেজার খুঁজছে

gv-logo-h-300x100-tag
গ্লোবাল ভয়েস একটি নতুন প্রকল্প চালু করতে যাচ্ছে! আমরা খন্ডকালিন হিসেবে এই প্রকল্পের জন্যে প্রজেক্ট ম্যানেজার খুঁজছি।

প্রকল্প সম্পর্কে তথ্য: গ্লোবাল ভয়েস একটি প্রকল্প চালু করতে যাচ্ছে যা একটি অনুবাদ বিনিময় (ট্রান্সলেশন এক্সচেঞ্জ) এর জন্য গবেষণা, পরিকল্পনা বা ডিজাইন এবং ক্ষেত্র তৈরী করবে যাতে সারা বিশ্বের তথ্য প্রবাহের সুবিধা তৈরী হয়। এটি উন্নয়শীল বিশ্ব, সিটিজেন মিডিয়া বা নাগরিক মিডিয়া এবং এথনিক মিডিয়ার উপাদানকে গুরুত্ব দেবে।

এই প্রকল্পের লক্ষ্য সংবাদ প্রবাহে সুবিধা তৈরী করা এবং পলিগ্লট তথ্যের প্রবাহ বা বহুভাষিক ইন্টারনেটকে সমর্থন করা। এর পরিপ্রেক্ষিত জানার জন্য গ্লোবাল ভয়েসের অন্যতম সহযোগী প্রতিষ্ঠাতা ইথান জুকেরম্যানের এই পোস্টটি পড়ুন। এর বিশেষ উদ্দেশ্য হল অনুবাদ বিনিময় প্রক্রিয়া নিয়ে গবেষণা ও উন্নয়ন যেন তা সংবাদ ও তথ্যের চাহিদা ও সরবরাহ বজায় রাখতে পারে। এটি এক নতুন পদ্ধতির অগ্রপথিক হবে যারা লেখা অনুবাদ করবে এবং সারা নেটওয়ার্ক সাইটে এর পুন:প্রচার করবে।

লিঙ্গুয়া ট্রান্সলেশন এক্সচেঞ্জ প্রথমে এক বছরের প্রকল্প হবে। এখানে উদ্যোগ নেওয়া হবে যেন চিহ্নিত করতে পারা যায় ট্রান্সলেশন এক্সচেঞ্জ এর সুযোগগুলো এবং চ্যালেঞ্জগুলো। এর আহবায়ক অংশীদার এবং অংশীদার পার্টি বা দল এবং নীতি নির্ধারকদের গ্রহণযোগ্যতাকে বুঝতে হবে। পরবর্তী ধাপ, এই ট্রান্সলেশন এক্সচেঞ্জ-এর জন্য একটা আদর্শ ডিজাইন তৈরী করা, এবং এক বছর তার তত্বাবধান করা, হয়তো এটা দাড় করতেও এক বছর সময় লাগবে।

কাজ: লিঙ্গুয়া এক্সচেঞ্জ ইনিশিয়েটিভ প্রজেক্ট ম্যানেজারের কাজ হবে শুরু থেকে শেষ পর্যন্ত প্রকল্প সামলানো, যার কাজের মধ্যে থাকবে নীচের বিষয়গুলো

  • ট্রান্সলেশন মেমরী টুলস বা কাজের ক্ষেত্রে গবেষণার তত্ববধান করতে হবে এবং তার সাথে জিভি (গ্লোবাল ভয়েসের) অনুবাদক সম্প্রদায়কে খুঁজে বের করা, কি ভাবে এই সমস্ত যন্ত্র বা টুলসকে জিভি প্রজেক্টের সাথে একাত্ব করতে হবে তা বের করা।
  • টেকনিকাল বা কারিগরি কর্মচারীদের সাথে নিবিড় ভাবে কাজ করতে হবে যাতে প্রযুক্তিগত সমস্যার সমাধান চিহ্নিত করা যায় এবং ট্রান্সলেশন এক্সচেঞ্জ এর সাথে বর্তমান গ্লোবাল ভয়েসের যে লিংক রয়েছ তাকে যুক্ত করার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।
  • আগ্রহী অংশীদার এবং অনলাইন অনুবাদক সম্প্রদায়কে সামলানো; এই প্রকল্প ও গ্লোবাল ভয়েসের প্রাসঙ্গিক ফোরামে প্রতিনিধিত্ব করা।
  • উপদেষ্টা কমিটি সাজানো এবং তাদের সাথে কাজ করা যার সদস্য হবে অংশীদার কোন সংগঠনের সদস্য এবং তারা অনুবাদক হিসেবে দক্ষ হবে।
  • কাজের প্রবাহকে সামলানো এবং গ্লোবাল ভয়েস এর স্টাফ বা কর্মচারীদের ও সম্প্রদায়-এর সাথে যোগাযোগ বজায় রাখা এবং সংগঠিত করা ও যে কোন মিটিং ডাকা ও চালানো এবং কাজে বা ফলাফল বের করে আনা যা এই প্রজেক্টের সামনের লক্ষ্য।
  • প্রজেক্ট এ বর্ণিত কাজের ফলাফলকে তার লক্ষ্য বিপরীতে চিহ্নিত করতে থাকা।

যেহেতু গ্লোবাল ভয়েস ভার্চুয়াল বা ইন্টারনেটের জগত তাই প্রজেক্ট ম্যানেজারের কোন নির্দিষ্ট কর্মস্থল থাকবে না। তবে তার হাইস্পীড বা উচ্চ ক্ষমতাসম্পন্ন ইন্টারনেট সংযোগ থাকতে হবে এবং তাকে ভ্রমণ করার মানসিকতা রাখতে হবে। বেতন এবং অন্যান প্রদেয় ভাতা নির্ভর করবে প্রার্থীর অভিজ্ঞতার উপর। শুরুর তারিখ: যত তাড়াতাড়ি সম্ভব।

আমাদের আদর্শ প্রার্থী হবেন:

  • অনলাইন মিডিয়া বা প্রচারণা মাধ্যম, অনুবাদ এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট সমন্ধে দক্ষ এবং এর সঙ্গে সংযুক্ত ব্যাক্তি।
  • স্বাধীনভাবে, কাঠামোহীন এক পরিবেশে এবং ভার্চুয়াল বা ইন্টারনেট বাস করা সম্প্রদায়ের সাথে কাজ করার যোগ্যতা ও মানসিকতা থাকতে হবে।
  • কম্পিউটারে দক্ষ হতে হবে, প্রোগ্রাম এবং টেকিনক্যাল বা প্রযুক্তিগত ভাষা সমন্ধে দক্ষ হতে হবে। প্রোগ্রামিং/এইচিটএমএল সমন্ধে জ্ঞান থাকা জরুরী নয়, কিন্তু অনলাইনে যে সমস্ত সোশাল মিডিয়া টুলস ব্যবহৃত হয় তার সমন্ধে ভালো পরিচয় থাকা জরুরী (ব্লগিং প্লাটফর্ম, এ্যাগ্রেগেটর, আরএসএস ফিড এর ব্যবহার সমন্ধে জানা এবং ট্যাগিং সমন্ধে ধারনা রাখা) গুরুত্বপুর্ণ।
  • ইংরেজি বলা এবং লেখায় দক্ষ হতে হবে, এবং অন্য আরেকটি ভাষায় অন্তত ভালো দক্ষ হতে হবে: পলিগট ভাষীদের চাহিদা বেশী হবে।

আগ্রহী প্রার্থীরা দয়া করে তাদের সিভি বা জীবনবৃত্তান্ত এবং আগ্রহের কারন এবং কেন নিজেকে এই চাকুরীর জন্য একজন আদর্শ প্রার্থী হিসেবে বিবেচনা করছেন তার কারন ব্যাখা করে editor AT globalvoicesonline DOT org বরাবর দরখাস্ত করুন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .