মরোক্কো: সঙ্গীত উৎসবে এগারো জন পদদলিত হয়ে নিহত

গত ২৩ মে শনিবার রাত্রে মরোক্কোর রাজধানী রাবাতে মাওয়াজাইন বিশ্ব সঙ্গীত উৎসবে একটা সঙ্গীত কন্সার্টের সময়ে অন্তত ১১ জন নিহত আর ৩০ জন আহত হয়েছে।

ঘটনাটি ঘটে শনিবার রাত্রে উৎসব শেষের দিকে যখন একটা তারের বেড়া ভেঙ্গে পরে হে নাহদা স্টেডিয়ামে যেখানে ৭০,০০০ এর বেশী দর্শক ভরা ছিল।

দ্যা ভিউ ফ্রম ফেজ আর ব্লগার তাহা বালাফ্রেজ এই ঘটনা জানিয়েছেন যারা দু:খজনক আর আফসোস করার মতো এই ঘটনাকে তিরষ্কার করেছেন এবং বলেছেন:

D’autant plus […] que le festival Mawazine, aujourd’hui endeuillé, s’est imposé par sa programmation, par l’engouement du public, par la qualité des prestations et des moyens techniques, comme l’évènement populaire et culturel par excellence de la capitale, du Maroc et peut-être même du continent.

এটা আরো বেশী কারন মাওয়াজাইন উৎসব, আজকে নিহতদের মাতম সত্বেও, মরোক্কোর রাজধানীর জনপ্রিয় আর অতি উতকৃষ্ট সাংস্কৃতিক অনুষ্ঠান হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছে, আর হয়তোবা মহাদেশ পর্যায়েও- ধন্যবাদ তাদের অনুষ্ঠানের, জনগনের গভীর আগ্রহের, পরিবেশনের মান আর প্রযুক্তিগত উৎকর্ষের।

গ্লোবাল ভয়েসেস অনলাইনে এ নিয়ে আরো লেখা:

মরোক্কো: যখন আরববাসী রক গান করে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .