কাজাখস্তান: রাজকীয় গোলমাল

রাখহাত আলিয়েভ কাজাখস্তানের রাষ্ট্রপতির প্রাক্তন জামাতা, অস্ট্রিয়ার প্রাক্তন রাষ্ট্রদুত এবং প্রাক্তন কাজাখ শাসকগোষ্ঠীর একজন। মানুষ অপহরণ, মাফিয়া ধরনের প্রতিষ্ঠানের নেতৃত্ব গ্রহণ এবং অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগে তার ৪০ বছরের জেল হয়েছে। তিনি গণতান্ত্রিক ভাবমূর্তি তৈরী করার চেষ্টা করছেন। এর জন্য রাষ্ট্রের উপরের স্তরের কর্মচারীদের নানা ত্রুটি বের করেছেন।

সপ্তাহখানেক আগে তার লেখা এক বই প্রকাশিত হয়েছে। বইটির নাম “গডফাদার-ইন-ল” যার মানে গডফাদার যখন শ্বশুর মহাশয়। বইটির প্রথম সংস্করণ জার্মানীতে জার্মান ভাষায় প্রকাশিত হয়েছে। যেমনটা আলিয়েভ নিজেই জানাচ্ছেন (রুশ ভাষায়):

কাজাখস্তানে কি হচ্ছে সে সমন্ধে ইউরোপের খুব সামান্য ধারনা রয়েছে। এই বাস্তবতা ইউরোপীয়ান ইউনিয়নের রাজনীতিবিদদের চোখের উপর পর্দা দিয়ে দিয়েছে। ফলে এখানে যে দমন এবং মানবাধিকার লংঘন হচ্ছে তা তারা দেখতে পাচ্ছে না ।

এই পোস্টের উপর কিছু মন্তব্য এসেছে। এর মধ্য কেউ খুশী যে বইটি প্রকাশ হয়েছে। হেইল জনি বলেছেন, তিনি অবশ্যই বইটি কিনবেন। আর মিমি৭৭৭৭৭৭৭৭ বইটি অনুবাদ করতে ইচ্ছা প্রকাশ করছেন।

ইয়েরসিম সন্দেহ প্রকাশ করেছেন (রুশ ভাষায়):

যদি বইটির লেখক একনায়ক শাসনের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে লড়াই করে, সেক্ষেত্রে আমি এই বইটিকে একটু ভিন্ন ভাবে দেখতে চাই। কিন্তু আপনি – আপনি আসলে তাই হয়েছেন যা আপনি হতে চেয়েছিলে। তার জন্য আপনার শ্বশুর মশাইকে ধন্যবাদ। আর এখন আপনি নিজেকে গণতন্ত্রমনা হিসেবে উপস্থাপন করছেন, মানুষের বিরুদ্ধে বাজে লেখা ব্যবহার করে। আপনি কি এতই সাধারণভাবে ভাবে ভাবেন যে কাজাখ জনগণ আবার আপনাকে দেখলে সুখী হবে, আর কোনদিন? আমি তা মনে করি না এবং এটাই আপনার লক্ষ্য।

থাউজ্যান্ড_পা বিষয়টি পরিস্কার করার চেষ্টা করছেন (রুশ ভাষায়):

এই বইটি কি পাঠকদের জানাচ্ছে সরকারী প্রতিষ্ঠানে কাজ করে কিভাবে ব্যাক্তিগত সম্পদ তৈরী করতে হয়, নুরব্যাংকের (বাণিজ্যিক ব্যাংক) মালিক হওয়া যায়, প্রচারণা মাধ্যম এবং বিজ্ঞাপন সংস্থার মালিক হওয়া যায়, কাজাখস্তানি ও বিদেশী কোম্পানীর মালিক হওয়া যায়?

এর বাইরেও দেখা গেছে যারা আলিয়েভের ব্লগে ইতিবাচক মন্তব্য করছে তাদের বেশীর ভাগই ভুয়া একাউন্ট ব্যবহার করেছে, যাদের সত্যিকারে নেটে প্রবেশ ছিল না এবং এর মধ্যে কয়েকটি মন্তব্য ছিল ব্যক্তিগত ইতিহাস থেকে করা।

এই লেখাটি নিউইউরেশিয়াও পোস্ট করা হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .