তিউনিশিয়া: আম্মার ৪০৪ সাইট ফিরে এসেছে আর আবার ব্লগ সেন্সর করছে

সংক্ষিপ্ত একটা বিরতির পরে, ভয়ঙ্কর আম্মার ৪০৪ সাইট আবার তিউনিশিয়ার ব্লগ জগতে আঘাত হেনেছে। তিউনিশিয়ার ব্লগাররা এই সেন্সরশীপ মেশিনকে আম্মার ডাকনাম দিয়েছে যা ইন্টারনেটে তাদের বাক স্বাধীনতার উপর হাত দিয়েছে আর এইবারে তার শিকার হলো ৩য়ামরুচের জিগজ্যাগ ব্লগ। মনে হচ্ছে এই ব্লগকে সেন্সর করা হয়েছে একটি কানাডীয় সংবাদপত্রের কিছু স্ক্রীন শট পুন:প্রকাশের জন্য যেখানে একটা জমির লেনদেন দেখানো হয়েছে। এই দলিলে তিউনিশিয়ার প্রেসিডেন্টের মেয়ের জামাই মোহাম্মাদ শাকের এল মাত্রি কানাডায় একটা বাড়ী কিনেছেন অনেক টাকা দিয়ে- যে তথ্য তিউনিশিয়ার সরকার মানুষের কাছ থেকে লুকাতে চায়। অনেক ব্লগার এই সেন্সরশীপ সম্পর্কে লিখেছেন আর এর নিন্দা করেছেন।

সামসুম লিখেছেন:

Le blog de 3amrouch a été censure car il a repris une information publique sur un journal canadien qui est accessible a tout le monde. Par solidarité je publie aussi le lien vers ce journal qui cite dans sa page 10 la transaction immobilière qu'on veut cacher a tout prix. Et qu'on censure ce blog aussi!!!

৩য়ামরুচের ব্লগকে সেন্সর করা হয়েছে একটা কানাডীয় সংবাদপত্র থেকে পাবলিক তথ্য পুন:প্রকাশের জন্য যা সবার কাছেই লভ্য। এর সাথে একাত্মতা প্রকাশের জন্য, আমিও এই সংবাদপত্রের লিঙ্ক প্রকাশ করছি যেখানে ১০ নং পাতায় দেখানো আছে সম্পত্তির লেনদেন যা তারা যে কোন মূল্যে লুকাতে চায়। তারা এই ব্লগও সেন্সর করুক!!!

থটস অফ এন এক্স-মুসলিম লিখেছে:

مادام لم يدع لكره أو عنف أو ارهاب ،
لا للحجب دون قرار قضائي واضح و علني و مسبب، لا للحجب بسبب نقد مظاهر الفساد ، الغبي الذي اتخذ القرار تقفيفا لسيدي بوحجر انما خدم عمروش و أضر سيده الصغير

যতক্ষণ না তিনি ঘৃণা, সংঘাত বা সন্ত্রাসবাদের ডাক দিচ্ছেন, কোন পরিষ্কার, খোলা আর যুক্তিগ্রাহ্য আইনী সিদ্ধান্ত ছাড়া সেন্সরশীপকে না বলছি। দূর্নীতির ব্যাপারে সমালোচনা করার জন্য যে সেন্সরশীপ তাকে না। যে বোকা লোক এর সেন্সরশীপের সিদ্ধান্ত নিয়েছে সিদি বৌজারকে (শাখের এল মাতেরিকে দেয়া নাম) খুশি করার জন্য, ৩য়ামরুচের ক্ষতি সাধন করেছে ছোট মালিকের পক্ষে।

অর্ডিনারি স্টোরিজ এই বলে ব্লগ করেছেন:

المدونة متاع عمروش تم حجبها لأنها تناولت موضوع ما عجبش المسؤولين على أمننا وسلامتنا
قد ما قلنا ونددنا بهذه الممارسات، عمار ما فهمش، ما هوش فاهم وماهوش ناوي يفهم
هذاك علاش، تضامنا مع المدونة المحجوبة باش نعاود ننشر الموضوع إلي أغلب الظن أنه كان السبب وراء عملية الحجب

৩য়ামরুচের ব্লগ সেন্সর করা হয়েছে কারন এটা একটা বিষয় নিয়ে বলেছে যা আমাদের নিরাপত্তার জন্য দায়ীদের খুশি করেনি। এই বাস্তবতা সত্ত্বেও যে এই ধরনের আচরনের আমরা প্রতিবাদ করি। আম্মার বুঝতে পারেনি। সে এখনো বোঝে নি আর পরেও বুঝবে না। এই কারনে আমি সেন্সরশীপের কারনটিকে আমার ব্লগে পুন:প্রকাশ করছি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .