ইরান: সমকামীতার প্রতি বিদ্বেষের বিরুদ্ধে ব্লগিং

বেশ কিছু ইরানিয়ান ব্লগার ১৭ই মে উদযাপিত ‘সমকামীতা বিদ্বেষের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস‘ সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেছে। তারা ইরানে সমকামীদের প্রতি বৈষম্যের উপর তাদের উদ্বেগ প্রকাশ করেছে।

পেসার দেশের অন্যান্য ছাত্রকর্মীদের প্রতি ইরানী সমকামী ছাত্রদের একটি উন্মুক্ত চিঠি প্রকাশ করেছে

ما دانشجویان همجنسگرای ایران، سال‌هاست هم‌پای جنبش دانشجویی و روشنفکری ایران، در متنِ مطالبات سیاسی و اجتماعی قرار داریم و از مدافعان سرسخت تغییر شرایط نابرابر جامعه‌ی ایران بوده‌ایم. اینک که همه‌ی آزادی‌خواهان و نیک‌اندیشان و مدافعان حقوق بشر دریافته‌اند که حقوق همجنسگرایان حقوق بشر است …اما در ایران، و دیگر کشورهای نابرخوردار از آزادی‌های اجتماعی و انسانی، همجنسگرایان هم‌چنان مورد سیاه‌ترین آزارها و ستم‌ها و شکنجه‌ها قرار می‌گیرند و کسی حاضر نیست

আমরা, ইরানের সমকামী ছাত্রছাত্রীরা বিভিন্ন ছাত্র ও বুদ্ধিজীবি আন্দোলনে সক্রিয় রয়েছি। আমরা ছাত্রদের সামাজিক ও রাজনৈতিক দাবীগুলোর সপক্ষে লড়েছি এবং আমরা ইরানের সমাজের বৈষম্যমূলক ব্যাপারগুলো নিয়ে প্রতিবাদ করেছি। এখন সব স্বাধীনতাকামী এবং মানবাধিকার রক্ষায় রত কর্মীরা স্বীকার করেন যে সমকামীদের অধিকারও মানবিক অধিকার। ইরান এবং অন্য অনেক দেশে যেখানে সামাজিক এবং মানবিক স্বাধীনতা অনুপস্থিত সেখানে সমকামীরা বহু বাধা এবং নির্যাতন, নীপিড়নের স্বীকার হন।

কেতাবখানে সমকামীদের লেখা বা তাদের সম্পর্কে লেখা বেশ কিছু বই প্রকাশ করেছে। তারা লিখেছে কেন তারা তাদের সাহিত্যকর্ম ব্লগে প্রকাশ করেছে:

این بودن تنها حضوری فیزیکی در شهرها و روستاهای ایران نیست. ما در درون این جامعه قرار داریم؛ از آن تاثیر می­گیریم و بر آن اثر می­گذاریم. ما در این جامعه “زندگی” می­کنیم
گروهی از ما می­نویسند، می­سرایند و تولید اندیشه می­کنند. اما مردم ما را نمی­خوانند چون نمی­توانند به نوشته­هایمان دسترسی داشته

আমাদের অস্তিত্ব শুধু ইরানের গ্রাম বা নগরীর মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের বসবাস ইরানী সমাজের ভেতরেই। আমরা এর দ্বারা প্রভাবিত এবং আমাদের প্রভাবও এর মধ্যে পরে। আমরা এই সমাজেরই অংশ। আমাদের মধ্যে একদল তাদের চিন্তা ভাবনা সম্পর্কে লিখে যাচ্ছে কিন্তু সাধারণ মানুষ তাদের লেখা পড়তে পারে না, কারন সেসবের উন্মুক্ত প্রকাশ কঠিন।

গ্যামেরন লিখছে যে সমকামীরা ইসলামী দেশগুলোতে হুমকির সম্মুখীন কারন তাদের মৃত্যুদন্ড পর্যন্ত দেয়া হতে পারে। লোকজনকে তাদের সম্পর্কে জানতে দেয়া দুরে থাক ইরানের ধর্মীয় সরকার সমকামীদের অস্তিত্বই স্বীকার করে না।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .