মিশর: বাৎসরিক উৎসব এল কোরবা শহরের আসল সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে

যদি ধণাত্মক শক্তির কথা বলেন তবে বলতে পারি গত শুক্রবার (মে ১৫) মিশরের অন্যতম সব থেকে পুরানো জেলা এল কোরবা তাদের পঞ্চম শান্তি উৎসব উদযাপন করলো। বিভিন্ন জেলা থেকে আগত অনেক হেলিওপোলিস আর কায়রোর অধিবাসী এই বার্ষিক অনুষ্ঠানের অপেক্ষায় থাকে, যেখানে তারা আনন্দ করতে পারে। সাধারণত তারা ট্রাফিক জ্যামে থাকা এই হেলিওপলিটান জেলার সৌন্দর্য ভোগ করতে পারে না – তাই ওই দিন যানবাহন চলাচল বন্ধ থাকবে।

দিনের অংশ হিসেবে ওই দিন মনোরঞ্জন আর সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে আর শান্তি আর বৈচিত্র এক জায়গায় মিশবে।

ফ্যাট্রাক্টিভ তার ব্লগ পোস্টে এই উৎসব সম্পর্কে বলেছে:

হেলিওপোলিসের সব থেকে পুরানো একটা জেলা হচ্ছে কোরবা। এইসব সুন্দর পুরানো বাড়ি। দু:খজনকভাবে এটা খুবই ভীড়ে ঠাসা আর বিরক্তিকর হয়ে গেছে। কিন্তু বছরের একটা দিনে, এটা পথচারীদের দখলে চলে আসে আর এর আসল সৌন্দর্য তখন ফুটে ওঠে।

এই ব্লগার আরো বলেছে:

সব ক্যাফে তাদের টেবিল বাইরে লাগিয়ে দেয়, বিভিন্ন সঙ্গীত ব্যান্ড আমাদের মনোরঞ্জন করে স্টেজে, বাচ্চারা খড়ি দিয়ে রাস্তায় আঁকে, আর কোম্পানিগুলো একে অপরের ঘাড়ে পরে যায় তাদের পন্য নতুন উপায়ে বাজারজাত করার জন্য। মনোরঞ্জন বিভিন্ন ধরনের হয়ে থাকে: ঐতিহ্যবাহী তানুরা/ প্রাচ্যের নাচ, আর তারপরে গিটার/ জ্যাজ ব্যান্ড। রাতে অনেক বেশী ভীড় হয়, কিন্তু তারপরেও অনেক মজা।

উৎসবের পরে মানুষ ফিরে আসে তাদের আনন্দঘণ মুহূর্তগুলো ক্যামেরায় ধারন করে আর সেটা উৎসবের ফেসবুক গ্রুপের সবাইকে জানাচ্ছে।

এই ফেসবুক গ্রুপ দিনটিকে ব্যাখ্যা করেছে:

হেলিওপোলিসের বাসিন্দা আর অনুরাগী আর অতিথীদের জন্য যারা কায়রো থেকে এসেছেন, এই দিনে আমরা শান্তি উদযাপন করি কায়রোর প্রাচীন আর ঐতিহ্যবাহী অঞ্চলে ‘কোরবা হেলিওপোলিস’।

আর এখানে উৎসবের আরো কিছু ছবি:

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .