হংকং: ডোনাল্ড সাং, দয়া করে মরেন!

গত সপ্তাহে, হংকং এর জনগণ ক্ষিপ্ত ছিল প্রধান নির্বাহী (সরকার প্রধান) ডোনাল্ড সাং এর ১৩ই মের আইন পরিষদের নীতিগত বক্তৃতায় ৪ঠা জুনের ঘটনা সম্পর্কে মন্তব্যে। যখন (১৯৮৯ সালের) ৪ঠা জুনের ছাত্র আন্দোলনের যথার্থতা নিয়ে তার ব্যক্তিগত মতামত চাওয়া হয়, তিনি উত্তর দেন:

৪ঠা জুনের ব্যাপারে হংকং এর মানুষের মনোভাব আমি বুঝি, কিন্তু এই ঘটনা অনেক বছর আগে ঘটেছে। দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন এর পরে বিশাল ফলাফল এনেছে আর হংকং এ অর্থনৈতিক সমৃদ্ধি এনেছে। আমি বিশ্বাস করি হংকং এর মানুষ জাতিগত উন্নয়নের যথাযথ মুল্যায়ন করবে।

তিনি তার পরে দাবি করেন যে তার দৃষ্টিভঙ্গী সাধারণ মানুষের মতামতের প্রতিফলন, যেটার ফলে আরো সমালোচনা হয় যেহেতু হংকং এর মানুষ তাকে নির্বাচিত করেনি। ইএসডাব্লিউএন এইচকেইউর একটা পোল ভাষান্তর করেছিল আর জনগনের মতামত দেখিয়েছিল যে ৫৮% এর বেশী বলেছিলেন যে চীনা সরকার ৪ঠা জুনের দমনের ব্যাপারে ভুল ছিল, যদিও বেশীরভাগ মানুষ বিশ্বাস করে যে বিগত চার বছরে মানবাধিকার অবস্থা উন্নত হচ্ছে। (বিস্তারিত রিপোর্ট আর পোলের জন্য দেখেন ইএসডাব্লিউএন)

মানুষ ডোনাল্ড সাং এর মন্তব্যে কতোটা ক্রুদ্ধ? ডোনাল্ড সাং প্লিজ ডাই (ডোনাল্ড সাং, দয়া করে মরেন) নামে এই মিউজিক ভিডিও সপ্তাহান্তে ৩০০০০ এর বেশী লোকে দেখেছে এটি জোরালোভাবে মানুষের মতামতকে তুলে ধরে:

ডোনাল্ড সাং, দয়া করে মরেন

我哋實上街 (ভাষান্তরঃ আমরা অবশ্যই পথে নামবো প্রতিবাদ করতে)

ডোনাল্ড সাং, দয়া করে মরেন

কখন আপনাকে গুলি করা হবে?

假設donald今日你俾人斬左隻手
二十年後嗰個人發咗達又做埋特首
你會否因為佢嘅成就
然後叫自己不要追究?

ভাবেন ডোনাল্ড আপনার হাত আজকে কেউ কেটে নিয়েছে

বিশ বছর পরে সেই কেউ প্রধান নির্বাহী হয়েছে

আপনি কি বিচার চাওয়া বন্ধ করে দেবেন তার এই প্রাপ্তির কারনে?

আর নিজেকে বিচারের খোঁজ করা থেকে বিরত থাকবেন?

ডোনাল্ড সাং, দয়া করে মরেন

我哋實上街 (ভাষান্তরঃ আমরা অবশ্যই পথে নামবো প্রতিবাদ করতে)

ডোনাল্ড সাং, দয়া করে মরেন

আমরা সবাই গরীব লোক

董建華雖然做野係渣
但係良心都唔會好似你咁差
你任內最驕人既成就
就係強化市民對民主嘅要求

টুং চি হুয়া (ভূতপূর্ব প্রধান নির্বাহী) তার ভূমিকায় খারাপ ছিলেন

কিন্তু তার বিবেক আপনার থেকে ভালো

আপনি নিজের শর্তে যা অর্জন করেছেন

তা হলো গনতন্ত্রের জন্য মানুষের দাবীকে জোরদার করা

ডোনাল্ড সাং, দয়া করে মরেন। আপনি কবে মরবেন?

ডোনাল্ড সাং, দয়া করে মরেন…

কবে আপনাকে গুলি করা হবে?

এই গান লিখেছেন মাই লিটল এয়ারপোর্ট (আমার ছোট বিমানবন্দর) নামে একটা দলের সদস্য আহ পি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .