ইরান: আহমাদিনেজাদের সমর্থকরা অনলাইনে তৃণমূল পর্যায়ের প্রচারণা শুরু করেছে

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ আগামী জুনের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থী হিসাবে নাম লিখিয়েছেন। তার প্রতিদ্বন্দ্বীদের মতো তিনিও অপেক্ষা করছেন কাউন্সিল অফ গার্ডিয়ানদের কাছ থেকে নির্বাচনে অংশগ্রহনের অফিসিয়াল সম্মতির জন্য। এরই মধ্যে আহমাদিনেজাদের সমর্থকরা দার এমতেদাদ মেহর নামে (মানে, ‘দয়াশীলতাকে অনুসরন করা’) একটি মাল্টি মিডিয়া প্রচারণা শুরু করেছেন যা সামাজিক নেটওয়ার্কিং সাইট যেমন টুইটার, ফেসবুক আর অন্যান্য অনলাইন মিডিয়াতে প্রচারিত হচ্ছে।

নির্মাতাদের সম্পর্কে কোন তথ্য সাইটে নেই তাই এটা কারা সৃষ্টি করেছেন তাদের আসল পরিচয় অজানা, কিন্তু যে ৮০টি ব্লগ আহমাদিনেজাদকে সমর্থন করে তাদের নাম স্পষ্টভাবে দেয়া আছে। ওয়েবসাইটটি খুবই সক্রিয় আর আহমাদিনেজাদের সমর্থকদের নানা ধরনের সুযোগ দেয় প্রচারণায় অংশগ্রহনের আর তথ্য পাওয়ার।

এই সাইট ইউটিউবে আপলোড করা আহমাদিনেজাদের ভাষণের ভিডিও আর বিভিন্ন শহরে তার ভ্রমণ সম্পর্কে আপডেট করছে টুইটার, ফেসবুক বা এসএমএস বার্তার মাধ্যমে। এই পর্যন্ত ১৫ জনের কম দার এমতেদাদ মেহর এর টুইটারের প্রচারণা ‘অনুসরণ’ করেছেন।

এই সাইটের কিছু ভিডিও বাজনা দিয়ে খুবই আবেগপূর্ন করা হয়েছে, যেমন একটা যেখানে আহমাদিনেজাদ আরদাবিলে গরিব এক পরিবারের কাছে গিয়েছেন। ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারি যে ওই পরিবারের বাবা এখনো ইরান- ইরাক যুদ্ধ থেকে প্রাপ্ত ক্ষতের কারনে ভুগছেন।

আহমাদিনেজাদের সমর্থকদের আহ্বান জানানো হয়েছে এই প্রচারণায় অংশগ্রহনের জন্য এসএমএস বার্তা পাঠিয়ে, ফোন করে আর প্রচারণার অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে

স্বেচ্ছাসেবক যারা তৃণমূল পর্যায়ে অংশগ্রহন করতে চান তারা একটা ফর্ম ভরে দিতে পারেন যেখানে তিনটা জায়গার মধ্যে তারা বেছে নেবেন কোথায় তারা আহমাদিনেজাদের প্রার্থীতার জন্য প্রচারণা করবেন: ১) স্কুল, ২) মসজিদ এবং ৩) জনবহুল জায়গা।

ব্লগারদেরকেও আমন্ত্রণ করা হয়েছে আহমাদিনেজাদের নির্বাচনের প্রতীক তাদের ব্লগে দেয়ার জন্য।

যখন আহমাদিনেজাদের সমর্থকরা বিভিন্ন ক্ষেত্রে সোচ্চার হয়ে উঠছেন, ইরানী প্রেসিডেন্ট তার নিজের ব্লগ প্রায় এক বছর যাবত আপডেট করেননি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .