হার্শাদওক.কম ভারতের সাম্প্রতিক নির্বাচনের ফলাফলের একজিট পোলের অনুমানগুলো প্রকাশ করেছে। বিভিন্ন সংস্থার একজিট পোলের ফলাফল অনুযায়ী বোঝা যাচ্ছে যে ভারত একটি দুর্বল সংসদীয় কোয়ালিশনের দিকে এগুচ্ছে। তবে এই ব্লগার বলছেন: “একজিট পোলের অসফল ইতিহাস পর্যালোচনা করলে এইসব অনুমিত ফলাফলকে গুরুত্ব সহকারে না নিয়ে বিনোদন হিসেবেই নেয়া ভাল।”