উপরের এই পোস্টার এপ্রিলের শেষদিকে জিয়েলোনা গোরার বেশ কয়েকটি প্রকাশ্য স্থানে দেখা যায়। বিষয়টি জানায় গেজেটা.পিএল রিপোর্টস। এই পোস্টারে এ্যাডলফ হিটলারের ছবি ও তার সাথে কিছু শব্দ লেখা ছিল: সেটা হচ্ছে হিটলারই পোল্যান্ডে প্রথম বৈধভাবে গভর্পাত প্রথা চালু করেন- গর্ভপাত বেছে নেওয়া মানে স্বাধীনতাকে বেছে নেওয়া নয়, কিন্তু নিষ্পাপকে ধ্বংস করা। নারীবাদীদের জন্য ভ্রূন হত্যা মর্যাদার, কিন্তু আমাদের জন্য তা বেদনার। পোস্টারে একটি ভ্রূনের ছবি ও একটি বাণী ছিল তা হলো গর্ভপাত মানেই খুন। এটি লাল কালিতে লেখা ছিল। এর নীচে ফালাঞ্জা ওয়েব সাইটের ঠিকানা দেওয়া ছিল।
এই কাজটি সংঘটিত করেছ ফালাঞ্জা নিও নাজি সংগঠন। যাদের মুল উদ্দেশ্য গর্ভপাত এর বিরুদ্ধে প্রতিবাদ, তবে ফালাঞ্জা দলের প্রতিনিধি এই প্রতিবাদের বিষয়টি অস্বীকার করেননি, তারা লুকায়নি তাদের প্রতিবাদের উদ্দেশ্য কি ছিল এবং তারা আশা করছে এর মধ্যে দিয়ে আরো নতুন কর্মী তারা দলে ভেড়াতে পারবে।
প্রথম প্রতিক্রিয়া এসেছে দি সেম সাইট ফোরাম থেকে, যা ছিল বেশ জোরালো। আদকালিন মন্তব্য করেছে
কখন আমরা এইসব বিষ্ঠার হাত থেকে মুক্তি পাবো।
জুনিকার এই ফ্লায়ার(পোস্টারের)-এর বক্তব্যর সাথে একমত
গর্ভপাতের জন্য প্রত্যেকটি লড়াই আসলে কিছুই নয়, তা একধরনের খুন,এবংনারীবাদীদের জন্য, অসুস্থ বাম-ধারার চিন্তা যা সমাজকে ক্ষয় করে যাচ্ছে, যা সৌভাগ্যজনকভাবে পোল্যান্ডে সামান্য পিছিয়ে গেছে, তার উষ্ণ সম্বর্ধনার প্রয়োজন।
ফোরাম ব্যবহারকারীরা হিটলারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গী নিয়ে আলোচনা করেছে, কিন্তু যখন আলোচনায় পোস্টারের বিষয়ে এসেছে তখন গোসক:বসো ওরাজ কাসজক বর্ণনা করছেন( পোলিশ ভাষায়):
এই সমস্ত পোস্টার নাৎসী আন্দোলন বা হিটলার, কারো বাণী প্রচার করে না।
তার বদলে সে কেবল পরিস্কারভাবে সংগঠনের ফ্যাসিষ্ট বা চরমপন্থী দৃষ্টিভঙ্গি প্রচার করে।
আমি এখনও আশা করি পোল্যান্ডে এ ধরনের জঞ্জালের(ফালাঞ্জা অনুসারী, আমি তোমাদের বুঝাচ্ছি)কোন স্থান নেই।
ম্যাট আরো সাধারণভাবে বিষয়টিকে নির্দেশ করেছেন (পোলিশ ভাষায়):
হিটলারের প্রত্যেকটি ছবি একটা নাৎসী প্রচারনা। এর নীচে কি লেখা আছে তা সকলেই বুঝতে পারবে না বা ভাষা পরতে পারবে না।
এই কাজের উপর যারা মন্তব্য করেছে তারা এই পোস্টারে যে তথ্য দেওয়া আছে তার নির্ভরতার উপর প্রশ্ন তুলেছে, যা এই পোস্টারে রয়েছে এবং অন্য সব অনলাইন রয়েছে, যেখানে এই অপরাধ হয়েছে। কোটালিক অন্য পত্রিকার আলোচনা থেকে লেখা পোস্ট করেছে, পত্রিকার নাম ডেজিয়েনিক.পোল্যান্ড(পোলিশ ভাষায়)লিখিত:
এটা জানানো প্রয়োজন যে হিটলার-এর অনুসারীরা তাদের নিজ জাতির মধ্যে গর্ভপাত সংক্রান্ত সব কাজ নিষিদ্ধ করেছিল। তারা দাবী করেছিল তারা সবার চেয়ে সেরা জাতি। কিন্তু অন্য জাতির মধ্যে তারা গর্ভপাত চালু করেছিল, তাদের নীচু জাতি বিবেচনা করে ।একজন ক্যাথলিক হিসেবে, আমি এই বিষয়ের উপর নিরপেক্ষ দৃষ্টিভঙ্গী রাখি, এমনকি যদিও ক্যাথলিক চার্চ কঠোরভাবে গর্ভপাত বিরোধী এবং একে হত্যা হিসেবে বিবেচনা করে। ফালাঞ্জাদের বিষয়ে বলতে পারি, আমি তাদের চুক্তিপত্রটি দেখেছি। তারা একদল তরুণ, যারা তিনজনে একজন ব্যাক্তিকে আক্রমণ করতে পারে। তারা তাদের বুদ্ধিমত্তা, সাহস অথবা তাদের নৈতিক মুল্যবোধ দিয়ে জ্বলজ্বল করে না।
গেজেত্তা লুবুস্কা নামের একটি স্থানীয় পত্রিকার আলোচনার ফোরামে বা সভায়,~এনএন~এক্সপ্রেসেস এই বিষয়ে তার মতামত জানাচ্ছে(পোলিশ ভাষায়),
এটা আসলে খুব কৌতুহলজনক, কারন আমি নিজেই এই সব সাহসী ছেলেদের সাথে যুক্ত ছিলাম, তারা যে শিক্ষকের অনুসারী সেই মহাশয় পোস্টারের ছবিতে দৃশ্যমান… এবং পোস্টারে যে উপাদান রয়েছে এটা অন্তত কম ক্ষতিকর- রাষ্ট্রীয় নিরাপত্তা ত্বত্তের মধ্যে থাকার ব্যাপারে কি বলা যায়, একটি বাড়ীর সাথে একটি বাগান জার্মানদের এই স্বপ্নের ব্যাপারে কি বলা উচিত-অন্তত ইউক্রেনের ব্যাপারে…. যেখানে কেউ যাবে… একপেশে এবং ক্ষুদ্রমনা, এ্যাডি(এ্যাডলফ হিটলার) নিজের যত্ন নিও, ইতিহাস আরেকবার তোমাকে উৎসাহ প্রদান করছে….