তিউনিশিয়া: শ্রমিক দিবসে কাজ বিষয়ক নৈতিকতার আহবান

প্রতি বছর মে মাসের প্রথম দিন সারাবিশ্বে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়। তিউনিশিয়ার ব্লগাররা এই উৎসবমুখর দিবসের সুযোগ গ্রহণ করছে তাদের দেশের শ্রমিকদের অবস্থা এবং তাদের অলসতা বিষয়ে মন্তব্য করতে।

ইয়োলো ফরাসী ভাষায় এই দিনের প্রতিচ্ছবি লিখে বলছেন:

Il faut y penser non… une journée mondiale pour les chômeurs, pour le chômage… pour les manifestants, pour les syndicaux… et pour les papas aussi (fête internationale je veux dire) et pourquoi pas une journée internationale pour chaque pays (à part celle de qui fête l'indépendance ou celle qui a marqué l'histoire d'un peuple comme le 7 novembre chez nous..huh^^)

আমাদের এই বিষয়ের উপর চিন্তা করা উচিত, নয় কি?… চাকুরীহারাদের জন্য একটা আর্ন্তজাতিক দিন, বেকারদের জন্য.. প্রতিবাদকারীদের জন্য, ট্রেড ইউনিয়ন-এর জন্য এবং পিতাদের জন্যও (আমি বোঝাতে চাইছি এসবের জন্যও একটা আন্তর্জাতিক দিন থাকা প্রয়োজন) এবং প্রত্যেকটি দেশের জন্য কেন একটা আন্তর্জাতিক দিবস থাকবে না? (স্বাধীনতা দিবস অথবা সেই দেশের ঐতিহাসিক দিন এসব বাদ দিয়ে আমাদের এখানে যেমন নভেম্বরের সাত তারিখ — আহহাহা)!!

তিউনিশিয়ার অঞ্চলিক ভাষায় ক্লানডেস্টাইন নীচের উপদেশটি শ্রমিকদের অনুসরণ করতে বলেছেন:

نحب بالمناسبة هاذي نشدّ على ايدين العمال و المزارعين (منعرفش علاش العبارة هاذي تحسسني اني
شيوعي) و جموع الموظفين في الارض و المدرّسين و الاطباء و الفراملة و الاعوان الوقتيين (المصنفين و غير المصنفين) و الاعوان المتعاقدين و الاعوان الغير متعاقدين وعملة الحضائر (اللي مازالو يستنّاو في الترسيم ) و صنّاع الحجامة و صناع ورشات الميكانيك و صناع المقاهي والمطاعم (خاصة ذوي الخلق الحسن مع الحريف) و بعض صنّاع القرار اللي مازال عندهم شويّة ضمير.
و نحب كذلك ننصح الجميع (و انا معاكم) باش ينقّصو من التكركير و الفصعة وماكلة الكسكروتات و شرب القهوة و التاي بالكاكاوية في البيروات و يركّزو شوية على الخدم متاعهم … هي صحيح تشخر اما ميسالش, منزيدوهاش بوف

এই উৎসবের দিনে আমি শ্রমিক এবং কৃষকদের কাজ থেকে হাত গুটিয়ে রাখতে বলছি (আমি জানি না কেন আমার এই চিন্তার বহি:প্রকাশ সবাইকে এমন ধারণা দেয় যে আমি একজন কমিউনিস্ট), এবং আমি হাত গুটিয়ে রাখতে বলছি সারা বিশ্বের সকল শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, নার্স,এবং অস্থায়ী নিয়োগ পাওয়া সকল কর্মীদের- যারা চুক্তির মাধ্যেম নিয়োগ পেয়েছে, যাদের সাথে কোম্পানী এখন চুক্তি সম্পাদন করেনি তাদেরও, নির্মাণ শ্রমিক, হেয়ারড্রসার বা চুল পরিচর্যাকারী, মিস্ত্রি ও হোটেলের খাবার পরিবেশনকারি ওরফে ওয়েটার (বিশেষ করে যারা খদ্দেরদের প্রতি দয়ালূ)এবং কিছু সিদ্ধান্তগ্রহণকারী যারা এখনও বিবেকবান…..
আমি তাদের উপদেশ দিচ্ছি (আমি নিজেও নিজের এই উপদেশের মধ্য অর্ন্তভুক্ত), অফিসে অলস বসে থাকা এবং কাজে মনোযোগ দেবার বদলে কাজ থেকে পালানো, স্যান্ডুউইচ খাওয়া, কাজু বাদাম দিয়ে চা বা কফি খাওয়া বন্ধ করুন।

আরাবাস্তা ছোট্ট পোস্ট দিয়ে বলছেন:

تحية لكل من قدّم حياته يوما من اجل العمّال و سحقا لكل من نسِيَ هذه التضحيات يوما ما…
عذرا لقصر هذه التدوينة إذ لا تسعني الكلمات اليوم كي أعبر عما يختلج بصدري عندما أرى أوضاع العمّال و الشغالين في كل أنحاء العالم…
যারা জীবনের একটি দিন কাজের জন্য উৎসর্গ করলেন তাদেরকে আমার শুভেচ্ছা, এবং যারা এই তাদের এই ত্যাগকে একেবার ভুলে যায় তারা গোল্লায় যাক। আমি এই পোস্টকে ছোট করার জন্য দু:খিত- সারা বিশ্বের শ্রমিকরা আজকাল যে ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছে তাদের জন্য আমার চেহারায় যে অনুভুতি ফুটে উঠে শব্দ তা বর্ণনা করতে পারে না।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .