ম্যাসেডোনিয়া: সাকুরা উদযাপন একটা প্রথা হয়ে গেছে

গত ২৫শে এপ্রিল ম্যাসেডোনিয়ার স্কোপইয়েতে জাপানী সংস্কৃতির পরিচায়ক বার্ষিক চেরী ফুলের উৎসব সাকুরা অনুষ্ঠিত হয়েছিল। গত বছরের তুলনায় এবারে এটি একটু দেরিতে উদযাপিত হয়েছে কারন কর্তৃপক্ষ চায়নি দুসপ্তাহ আগে অনুষ্ঠিত ক্যাথোলিক আর অর্থডক্সদের ঈস্টার ছুটির সাথে এটি মিলে যায়।

ম্যাসেডোনিয়ার স্কোপইয়েতে সাকুরা উদযাপনের সময়ে অরিগামি কর্মশালা। ছবি: ইরিনা ইফ্রেমভস্কার সৌজন্যে।

ম্যাসেডোনিয়ার স্কোপইয়েতে সাকুরা উদযাপনের সময়ে ওরিগামি কর্মশালা। ছবি: ইরিনা ইফ্রেমভস্কার সৌজন্যে।

গত বছরে এই যে নতুন প্রথা স্থাপন করা হয়েছে তা অনুসরণ করে বি তার ব্লগে একটা দৃষ্টিনন্দন গ্রাফিক ব্যবহার করে ঘোষনা করেছেন [ম্যাসেডোনিয়ান ভাষায়] এই অনুষ্ঠান। আর বেশ কয়েকজন ব্লগার, যেমন ভোলান আর রাজভিগোর কথাটা ছড়িয়ে দিয়েছেন [ম্যাসেডোনিয়ান ভাষায়]। ম্যাসেডোনিয়ার প্রথম সারির ব্লগিং প্লাটফর্ম ব্লগেরাজের প্রথম পাতার সম্পাদক এই অনুষ্ঠান ঘোষণা করেছেন [ম্যাসেডোনিয়ান ভাষায়] ভোলানের পুরানো একটা ছবি পুনর্ব্যবহার করে। এর সাথে বেশ কয়েকদিন আগে আগ্নেস তার নিজের মতো করে ভূমিকা দিয়েছেন সাকুরা নামে একটা কবিতা দিয়ে।

বাচ্চারা কারাতে কাতা দেখাচ্ছে ম্যাসেডোনিয়ার স্কোপইয়েতে সাকুরা উদযাপনের সময়ে। ছবি: ইরিনা ইফ্রেমভস্কার সৌজন্যে।

বাচ্চারা কারাতে কাতা দেখাচ্ছে ম্যাসেডোনিয়ার স্কোপইয়েতে সাকুরা উদযাপনের সময়ে। ছবি: ইরিনা ইফ্রেমভস্কার সৌজন্যে।

সামুরাই দোজোর সহোযোগিতায় আর স্কপইয়ে শহরের সমর্থনে কেন্দো-ইয়াদো ফেডারেশন অফ ম্যাসেডোনিয়া এর অনুষ্ঠানমালা সাজান যার মধ্যে ছিল মার্শাল আর্ট কাতা আর একটা অরিগামি কর্মশালা।

ব্লগার যারা উৎসব এ যোগ দিয়েছিলেন তারা মূলত ফটো-গ্যালারি বা ফটো-এসেতে ছবি প্রকাশ করেছেন। ভোলান, যিনি নিজের ব্লগ ব্যবহার করেন জনগণের জন্য ধারাভাষ্য দিতে, ক্ষমা প্রার্থনা পর্যন্ত করেছেন কম ছবি দেয়ার জন্য যেহেতু তিনি একটু দেরিতে পৌঁছেছেন।

জোরিভ, আর একজন বয়স্ক ব্লগার, অলস এক শনিবারে স্কোপজে কেন্দ্র দিয়ে হেঁটে যাওয়া নিয়ে তার রিপোর্টের অংশ হিসাবে সাকুরার ছবি প্রকাশ করেছেন। তিনি স্থানীয় স্থাপত্য আর সাংস্কৃতিক দিকের সাথে বিদেশের একই জিনিষের তুলনা করেন।

জাপান@এমকে ব্লগের ঘোষণা অনুযায়ী সিকে সাংস্কৃতিক কেন্দ্রে ভিতরের সাকুরা উদযাপন এপ্রিল ৩০ এর সন্ধ্যা পর্যন্ত চলেছে। অনুষ্ঠানের মধ্যে ছিল জাপানি বাজনা, হাইকু আবৃত্তি, মাঙ্গা আর্ট প্রদর্শনী, আর এনাইম চলচ্চিত্র প্রদর্শনী।

সাকুরা অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা স্থান ত্যাগ করছে। ছবি: ইরিনা ইফ্রেমভস্কার সৌজন্যে।

সাকুরা অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা স্থান ত্যাগ করছে। ছবি: ইরিনা ইফ্রেমভস্কার সৌজন্যে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .