ইউক্রেইন: ধ্বংসস্তূপ আর লোভ

লাইভ জার্নাল (এলজে) ব্যবহারকারী সাবেলফ অডেসার সমুদ্রের ধারের একটা যুবাদের ক্যাম্পের ধ্বংসস্তূপের ছবি পোস্ট করেছেন আর জায়গাটার সাম্প্রতিক ইতিহাস বর্ণনা করেছেন। দূর্ভাগ্যবশত: বর্তমান ইউক্রেইনের একটি সাধারণ দৃশ্য এটি:

অডেসার বলশই ফন্টানের ১৩তম স্টেশনের কাছে এটি একটি পুরোন ক্যাম্প। এটি পুরোপুরি জনশূণ্য, যেটা আশ্চর্যজনক, কারন এর চারিদিকে অভিজাত বাড়ি। এই ধরনের জায়গার চাহিদা অনেক ছিল।

এই জমির গল্প অনেকটা এই রকম:

ক্যাম্পসহ এই জায়গা অনেক টাকা দিয়ে কিনে নেয়া হয় (কতো তা জানা যায়নি) আর সিদ্ধান্ত হয়েছিল এখানে একটা বহুতল অভিজাত বাড়ি নির্মান করা হবে। অদ্ভুত সিদ্ধান্ত, কারন চারদিকের অভিজাত বাড়ী আছে, যাদের মালিকরা সমুদ্রের বদলে বহুতল ভবন দেখতে চাইবেন না। তাই এই অভিজাত বহুতল ভবনের নির্মাণ বাতিল করা হয়। মালিক পক্ষ জমি বিক্রির সিদ্ধান্ত নেন। গত গ্রীষ্মে তাদেরকে ১৩০,০০০ মার্কিন ডলার বলা হয় [প্রতি ১০০ বর্গ মিটারের জন্য] কিন্তু তারা চাইছিল ১৫০,০০০ মার্কিন ডলার। হেমন্তে ১৩০,০০০ এ তারা রাজি ছিল, কিন্তু ক্রেতারা তাদের দাম ১০০,০০০ ডলারে নামিয়ে আনেন। আর পরে সিদ্ধান্ত নেন আর না কেনার… গত অর্ধ বছরে, জমি কেনার জন্য আর কোন প্রস্তাব আসে নি।

এলজে ব্যবহারকারী ইয়েল্পাট এই পোস্টের উপরে একটি মন্তব্য করেছেন:

এটা অর্থনৈতিক মন্দা না। এটা লোভের মন্দা। পেরেস্ট্রয়কার পরের মানবতা হয়ে দাঁড়িয়েছে লোভ আর যারা ধরতে সক্ষম হয়েছেন- তারা ধরেছেন। আর দেশটা ভেঙ্গে পড়ছে, আর মানুষ দেশ ছেড়ে পালাচ্ছে কারন লোভ কাঠামোকে খেয়ে ফেলেছে যাদের কাজ ছিল মানুষের উপকারে আসা।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .