- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

চীন অসুখী

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, চীন, আন্তর্জাতিক সম্পর্ক, ইতিহাস, রাজনীতি

‘চীন না বলতে পারে না’ (中國可以說不)) বইটি ১৯৯৬ সালে চীনের সবচেয়ে বেশী বিক্রি হওয়া বইয়ের তালিকায় উঠে এসেছিল। সে বইয়ের অন্যতম একজন লেখক ছিলেন সং কিয়াং। সম্প্রতি তিনি অন্য কয়েকজন বিখ্যাত লেখকের সাথে একটি বই প্রকাশ করেছেন যার নাম, চীন অসুখী (中國不高興)। তার প্রথম বইটি তখন প্রকাশিত হয় যখন যুগোশ্লাভিয়ার চায়নিজ দুতাবাসে ন্যাটো বোমা বর্ষণ করে। সেই সময় তার বই চীনা জনগণকে শক্তি প্রদান করেছিল এবং পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারাবাহিক জাতীয়তাবাদী প্রতিবাদে সাহস জুগিয়েছিল। তার বর্তমান বইটি চীনের ৬০তম প্রজাতন্ত্র দিবসে প্রকাশিত হয়েছে ।

বইটির সহযোগী লেখকদের মধ্যে রয়েছে বিখ্যাত সব প্রচারমাধ্যম ব্যাক্তিত্ব, সংস্কৃতিক কর্মী এবং পন্ডিত ব্যাক্তিরা।

সং কিয়াং (宋強): চীন না বলতে পারে না বইয়ের অন্যতম লেখক, যিনি সাংবাদিক, সম্পাদক এবং টিভির স্ক্রীপ্ট লেখকের অভিজ্ঞতা অর্জন করেছেন ।
সং জিয়াও জুন (宋小軍): সিসিটিভি ও ফিনিক্স টিভির ধারাভাষ্যকার, যিনি একজন সুপরিচিত জাতীয়তাবাদী নেতা, যার সামরিক ট্রেনিং রয়েছে ।
ওয়াং জিয়াওদাঙ (王小東): বেইজিং বিশ্বিবদ্যালয়ে গণিতের উপর পড়াশুনা বন্ধ করলে তাকে বিজনেস ম্যানেজমেন্ট পড়ার জন্য জাপানে পাঠানো হয়। ওয়াং রি‌‌ভার্স রেসিজম’ বা বীপরিত বর্ণবাদ মতবাদের জন্য সুপিরিচিত। রিভার্স রেসিজম-এর মানে চীনের নিজের সামনে নিজের আচরনের আত্মসমালোচনা করা।
হুয়াং জিশু (黃紀蘇): একজন সমাজবিজ্ঞানী এবং সম্পাদক । তিনি জার্নাল অফ ইন্টারন্যাশনাল সোশাল সায়েন্স এর চীনা সংস্করণের সম্পাদক ।
লিয়ু ইয়াং (劉仰): একজন অভিজ্ঞ প্রচারণা মাধ্যম কর্মী। তিনি সংস্কৃতি, ইতিহাস এবং অর্থনীতির উপর কাজ করেন ।

china-is-unhappy-204x300

এই বইটি তিনখন্ডে বিভক্ত। কেন চীন অসুখী? চীনের পক্ষে কথা বলা, এবং চল ছোট্ট বুদ্ধের কাছে যাই এবং বড় পরিকল্পনা তৈরী করি (ছোট্ট বুদ্ধ মানে হচ্ছে হৃদয়ে- দয়া তৈরী করা)। ডুয়োবান এই বইয়ের বিষয়ের উপর একটা সারসংক্ষেপ প্রকাশ করেছে [1]।:

『中国因何不高兴』
  ▲ 拉萨“3•14”事件背后鬼影憧憧,西方世界对中国的战略围堵越来越具体化和明目张胆。
  ▲ 三鹿奶粉事件对国民心理的“精神撕裂”,使一个大国理应秉持的多项核心价值受到威胁甚至动摇。
  ▲ 萨科齐之类对中国的屡屡侵犯,是卑鄙下流的机会主义作祟。
  ▲ 一些“知识精英”或所谓“优秀的中国人”正在戕害我们国家的精神品质。
  ………

কেন চীন অসুখী?
কারণ, তার পেছনে লাসার ৩.১৪ ঘটনার ভুত তাড়া করছে। চীনের প্রতি পশ্চিমা বিশ্বের মনোভাব আরো কঠিন এবং অবশ্যম্ভাবী হয়ে উঠছে।
সানলু পাউডার দুধ কেলংকারির ঘটনার ফলে চাইনিজদের মাঝে এক ধরনের মানস্তাত্বিক যন্ত্রণা তৈরী হয়েছে। এটি দেশটির মূল মূল্যবোধে আঘাত হেনেছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাসা সারকোজির মতো ব্যক্তিও চীনের প্রতি আক্রমণাত্বক, কারন চীন সুযোগ নিতে চায় এবং তথাকথিত জ্ঞানী সুধীসমাজ অথবা অসাধারণ চাইনিজ জনগোষ্ঠী আমাদের জাতীয় বোধের জন্য ক্ষতিকর।

『中国需要厘清的若干个“为什么”』
  ▲ 为什么中国人“现在挺爽”是巨大假象,西方阵营的“拖垮”战略乃中华弥久大患?
  ▲ 为什么同西方“有条件决裂”是必须筹划的未来选项之一?
  ▲ 为什么瓦解国族认同的“第五纵队”情怀与“汉奸兴趣”会如此猖獗?
  ▲ 为什么新儒家的“感化论”“拯救世界说”是白日梦呓?
  ▲ 为什么行“失败主义”之实的“王小波神话”是当代最丑陋的文化蛊惑?
  ………

চীনকে বেশ কিছু কেনর উত্তর পরিস্কার করতে হবে।
কেন চীনের জনগণের মহান অনুভুতি একটা ‘‌ভুয়া অনুভুতি’ এবং পশ্চিমা রাষ্ট্র কৌশলে আমাদের নীচে টেনে নিয়ে যাচ্ছে। এটি চীনের গোপন অসুখ।
কেন আমরা চীনের জন্য এমন এক উপায় বিবেচনা করবো যার মাধ্যমে পশ্চিমা বিশ্বের সাথে এক বিশেষ শর্তে সর্ম্পক ভেঙ্গে ফেলা হবে।
কেন ‘ফিফথ কলাম’ সংস্কৃতির (‘ফিফথ কলাম’, বিশেষ দল যারা শত্রুদের সাহায্য করে, বিশ্বাসঘাতক) সংখ্যা দ্রুত বাড়ছে।
কেন ওয়াং জিয়াও বো এর মিথ বা রুপকথার গল্প আমাদের বিব্রত করে, পরাজিত করে। এই মিথ সবচেয়ে কুৎসিত সংস্কৃতিক মিথ্যাচার।
কেন চীন তার কথাগুলো তুলে ধরবে।

 『中国应持何种新主张』
  ▲ 中国应该成为抱负远大的英雄国家。
  ▲ 持剑经商,崛起大国的制胜之道。
  ▲ 解放军要跟着中国核心利益走。
  ▲ 不能听“金融战士”忽悠,产业升级才是国之根本。
  ▲ 认清西方“轮盘赌”式的外交玄机,把中法关系实质性降低。
  ▲ 应勇于在国际社会上除暴安良,在强国道路上扫清颓风。
  ▲ 在当代社会的各个层面,都需要“去文艺腔”。不惟此,我们就无法准确指称政治及经济现实,无法实现大目标.

কেন চীন তার স্বপক্ষে যুক্তি তুলে ধরবে?
চীন এমন একটি দেশে পরিণত হবে যার থাকবে বেশকিছু বীরত্বপূর্ণ অভিযান।
আমাদের তরবারীকে আমাদের ব্যবসা রক্ষার জন্য নিয়োজিত করতে হবে এর কারনেই দেশটি এক শক্তিশালি দেশে পরিণত হবে।
ন্যাশনাল লিবারেশন আর্মি অবশ্যই দেশটির মূল মূল্যবোধকে ধারন করবে।
আর্থিক নিয়মনীতি তৈরী করা যোদ্ধাদের মিষ্টি বাক্যে আমরা শুনবো না। শিল্প উন্নয়নে অবশ্যই আধুনিকীকরন ব্যবস্থা থাকতে হবে।
রাশিয়ান রুলে বা জুয়াখেলার মতো এক পশ্চিমা পরিকল্পনা রয়েছে। ফ্রান্সের সাথে যে কঠিন কুটনৈতিক সম্পর্ক রয়েছে তাকে অবশ্যই নমনীয় করতে হবে।
আর্ন্তজাতিক নিরাপত্তার ক্ষেত্রে, নিজেদের রক্ষার ক্ষেত্রে চীনকে অবশ্যই সাহসী হতে হবে এবং একটি শক্তিশালী দেশ হিসেবে এগিয়ে যাবার রাস্তা বেছে নেবার ক্ষেত্রে আমাদের পরিস্কার ধারনা থাকতে হবে।
আমাদের সামাজিক জীবনে উচ্চ শ্রেণীর সংস্কৃতির প্রভাব এড়িয়ে যেতে হবে । এর কারনেই আমরা আমাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক লক্ষ্য অর্জন করতে পারবো না ।

ডুয়োবান (একটি উদারনৈতিক অনলাইন প্লাটফর্ম)-এ দুজন জনপ্রিয় মতামতপ্রদানকারী এই বই সমন্ধে বেশ কঠিন কিছু মন্তব্য করেছে।

এবিং বলেন [2]

这本书内容其实很简单,继续当年《中国能够说不》蛊惑人心的老手法,重复堆砌当今社会的一些问题,顺带骂骂南方周末、钱种书、王小波,告诉我们大家:中国咱现在还不错,别妄自菲薄,不要老是纠缠国内的问题,西方是纸老虎。下面呢?下面没有了。
   李敖有次骂国民党是“意淫大陆,手淫台湾”,这个光辉传统大陆接过去后,就变成了“意淫世界,手淫中国”,可怜见被操来操去的却还是那帮中国人。

এই বইয়ের উপাদান খুব সাধারন। এই বইটিতে চীনের পুরোন এক (ডেমাগগিক ডিসকোর্স) বিশেষ ধারণা ব্যবহার করা হয়েছে। এটি হলো চীন না বলতে পারে না। এর মধ্যে দিয়ে সাম্প্রতিক সময়ের বেশ কিছু তুলনামুলক সামাজিক সমস্যা আবার আবিস্কার করা হয়েছে। এবং দক্ষিণের ছুটিকাটানোর প্রবেশপথগুলোর ক্ষেত্রে শুরুর কিছু দুর্বলতা বের করা দারকার, জিয়ান ঝং শু , ওয়াং জিয়াও বো। এটি আমাদের বলছে, চীন যথেষ্ট ভালো। নিজেদের সমালোচনা করবেন না। নিজেদের আভ্যন্তরীণ সমস্যায় আটকে যাবেন না। পশ্চিমা শক্তি আসলে কেবল কগুজে বাঘ। এছাড়া কি? এর বাইরে সে কিছুই না। লি আও এক সময় কেএমটি সমন্ধে বলেছিল মুল ভুখন্ড যৌনভাবনায় বুদ যখন, তখন তাইওয়ান হস্তমৈথুনে রত। এখন মুল ভূখন্ডের সে গৌরবমন্ডিত ঐতিহ্য অতিক্রান্ত হয়েছে এবং তা পরিবর্তিত হয়ে যৌনতায় পৃথিবীকে আচ্ছন্ন করছে তখন যখন চীন হস্তমৈথুন করছে।

সে সমস্ত প্রতিনিধিরা উন্মাদ, যারা বইটিকে টয়লেট শৌচাকার্যে ব্যবহৃত কাগজ [2]-এর সাথে তুলনা করছে।

嚓,就没见过这么贵的擦屁股纸

1.页数太少,售价太高。单张价格堪称厕纸王。可是使用起来不尽人意:
2.纸张较硬,擦屁股之前要揉很久。而且不知道为什么出于什么样的原因,在厕纸上有印刷的字迹,还掉颜色。
3.纸张太脆,不吸水,容易漏。
4.字迹想表述的主要是飘飘欲仙的意淫的内容,容易让拉屎的人勃起,触碰到马桶内壁,不卫生。
5.厕纸的外包装过于奢华,浪费资源,不利于保护环境。
6.无良商人靠骗人的厕纸捞黑心钱
7.并未包装成卷状,和我家的厕纸盒不匹配。
8.中国人不高兴

এটি একটি বিষ্ঠা, কাগজ হিসেবে আমি এত দামি টয়েলেট পেপার আমি দেখিনি।
১) বইটির পৃষ্ঠাসংখ্যা খুবই কম আর দাম অনেক বেশী। এটি আসলে যতগুলো টয়লেট পেপার আছে তাদের মধ্যে সবচেয়ে দামী। কিন্তু তার ফলাফল খুব সন্তোষজনক নয়।
২) এর পাতাগুলো খুব শক্ত এবং গাধাদের এই বইয়ের পাতা চিবুতে অনেক বেশী সময় লাগবে। তারচেয়ে বড় কথা এই বই থেকে রঙ বের হয়ে আসে—-
৩) এর পাতা পানি এবং ছিদ্র দুর করতে সমর্থ নয়
৪) এর শব্দগুলো যৌন কল্পনায় ভরপুর যা আসলে একজনের উত্তেজনা তৈরী করতে পারে । এটি আসলে লিঙ্গের জন্য স্বাস্থ্যসম্মত নয় যে সে টয়লেটের গামলা স্পর্শ করবে।
৫) এ ধরনের টয়লেট পেপারকে মোড়ানো অনেক ব্যয়বহুল ব্যাপার এবং তা পরিবেশবান্ধব নয়।
৬) যে সমস্ত ব্যবসায়ী সচেতন নয় তারা জনগণকে এই অকাজের টয়লেট পেপার বিক্রি করে প্রতারনা পুর্ন অপরাধ করছে।
৭) এটি রোল বা মোডানো অবস্থায় নেই। এটি কোন টয়েলট পেপার বক্স এর সাথে খাপ খায়না।
৮) চীনের লোকেরা এই বইটির কারনে অসুখী

তবে যাইহোক কিছু ব্লগ বইটির প্রশংসা করেছে। বিয়ান-জহু ই-ইয়ে, যিনিও ডুয়োবন এ লেখেন, তিনি বইটির রিভার্স রেসিজম বা বীপরিত বর্ণবাদে যুক্তিতে একমত হয়েছেন [3] এবং বলেছেন:

中国面临的问题并不是最大的难题,最大的难题是我们还有不少精英在不断消解我们这个民族原有的高贵精神。一个在文化上心理上是跪着的民族,身体再强大,也不可能充当世界领导者的角色。所以我想,《中国不高兴》一书,非常及时地清算了这些菲薄我们民族的思想,这是一件善莫大焉的事情。

বর্তমানে চীনের সবচেয়ে বড় সমস্যা এলিট বা সুধী সমাজ। তারা আমাদের জাতীয় শক্তিকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলছে। হাটু গেড়ে বসার সাংস্কৃতিক মানসিকতা কখনওই শক্তিশালি হতে পারে না ও তা পৃথিবীর নেতা হতে পারে না। চীন অসুখীটি বই একেবারে সঠিক সময়ে এসে উপস্থিত হয়েছে। এই বইটি চীনের আত্মসমালোচনা মুলক মনোভাবের বিষয়টি জাতীর মাঝ থেকে ঝেটিয়ে বিদায় করবে। এটি খুব গুরুত্বপুর্ণ প্রজেক্ট।

চিয়াও সা [4] এই বইটি অন্যদের পড়ার জন্য সুপারিশ করছেন কারন এটি জাতীয় আবেগকে আবার বাড়িয়ে তুলছে ।:

而《中国不高兴》让我彻彻底底的失眠了。究其竟是从“匹夫”们的字里行间蹦出的火星和闪耀的光亮刺痛了我的眼睛,刺痛了我原本以为早已麻木的神经,似乎又让我顿生出了一丝久违的“位卑未敢忘忧国”的纯然质情.

‘চীন অসুখী’ আমাকে রাতজাগা রোগে ভুগিয়েছে। অর্ডিনারি ম্যান এর শব্দ সাধারণত জ্বলজ্বল করছে এবং তা আমার চোখ ও স্নায়ু উদ্দিপ্ত করছে। এটি আমাদের লম্বা সময় ধরে হারিয়ে যাওয়া আমার সন্মানের মতই নীচু অনুভুতিকে আবার তৈরী করছে, এ অনুভুতি আমার কষ্টে থাকা দেশকে ভুলে না যাওয়া।