- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইজরায়েল: ঠান্ডাকে উষ্ণ আলিঙ্গন

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., ইজরায়েল, আন্তর্জাতিক সম্পর্ক, পরিবেশ, যুদ্ধ এবং সংঘর্ষ, রাজনীতি

তুষার ও বরফযুক্ত বৃষ্টিতে ইজরায়েলকে এই সাপ্তাহিক ছুটির দিনগুলোকে (২০০৯ সালের ফেব্রুয়ারীর শেষভাগ) শীতল করলেও এর অধিবাসীরা একে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। বৃষ্টির ঋতু শেষের দিকে থাকায়, অনেকেই ভীত এ বৎসরের কম বৃষ্টিপাত [1] হয়তো গ্রীষ্মে ভয়াবহ খড়ার কারণ হবে।

পশ্চিমা দেয়ালে বৃষ্টি (গ্রীন প্রফেটের ফ্লাস৯০ এর সৌজন্যে) [2]

পশ্চিমা দেয়ালে বৃষ্টি (গ্রীন প্রফেটের ফ্লাস৯০ এর সৌজন্যে)

গ্রীন প্রফেট থেকে ইলানা টাইটেলবাউম [3] লিখেছেন:

যদিও জানালার শার্শিতে বৃষ্টি পতনের শব্দ আমরা পুলকিত হয়ে উঠিছিলাম, একই সাথে দুশ্চিন্তায় বিড়বিড় করছিলাম- ‌‌‌‌'যথেষ্ট নয়, এটা যথেষ্ট নয়।’

দ্যা মুকাতা ব্লগে লিটশে লিখেছেন [4]:

শেষপর্যন্ত, তুষার পড়েছে বেইট-এলে! মাসের পর মাস অপেক্ষার পরে শীতের দেখা মিললো!

বেইট এল পাহাড় [5]

বেইট এল পাহাড়ে তুষারপাত, ইয়াশাই ফ্লেশার এর সৌজন্যে

কুমাহ-এ ইয়াশাই ফ্লেশার [6] পবিত্রভূমিতে তুষারপাতের আরো কিছু ছবি প্রকাশ করেছেন, যার মধ্যে বেইট-এল পাহাড়ের এই ছবিও [7] আছে।

চেকপয়েন্ট জেরুজালেম এর ডিয়ন নিশানবাউম [8] লিখেছেন যে ইজরায়েলী সুপারমডেল বার রাফায়েলিকে সদ্য পানি বিতরণ কর্তৃপক্ষ বেছে নিয়েছেন জনগনকে পানি সংরক্ষণ বিষয়ে শিক্ষাপ্রদানের জন্য। এই সঙ্কটের দিকে দেশটির মনোযোগ আকর্ষণের একটা প্রচেষ্টায় রাফায়েল আরো কিছু তারকার সাথে যোগ দিবেন।

কাদিমার ওয়েবসাইট হ্যাক হয়েছে, বেন্জি লেভিটের সৌজন্যে [9]

কাদিমার ওয়েবসাইট হ্যাক হয়েছে, বেন্জি লেভিটের সৌজন্যে

এদিকে হোয়াট ওয়ার জোন??? এর বেঞ্জি লভিট, যিনি ইজরায়েলী ব্লগস্ফিয়ারের জনপ্রিয় হাস্যরসাত্মক লেখক নির্বাচনের সময় রাজনৈতিক দল কাদিমার ওয়েবসাইট হ্যাক হবার পর কৌতুক করেছেন [10]:

অস্ত্রবাহী ক্ষ্যাপা বালকদের নিয়ে কি করবেন? সত্যি কথা বলতে কি, আমি জানি না সে অস্ত্র নিয়ে কি করছে তাই তাকে আমি একজন সন্ত্রাসী বলতে পারি না। এটা যদি একটা পানি অস্ত্র হতো তাহলে ভয়াবহ খরার মধ্যে এটা সত্যিকারের অপরাধ হতে পারতো।

বিপরীতভাবে, ম্যাট বেনিয়ন রিজ এর বর্তমানে পানি স্বল্পতার ভূ-রাজনীতির উপলক্ষ্য নিয়ে গভীর দৃষ্টি রয়েছে। রিজ তুলে ধরেছেন যে আঞ্চলিক পানি স্বল্পতা ইজরায়েল ও এর প্রতিবেশীদের মধ্যের নাজুক নিরাপত্তা ভারসাম্যকে হুমকিগ্রস্ত করে তুলেছে। শীতে পরিচালিত কাস্ট লিড অপারেশনের বড় একটা ধকল সামলে গাজার পয়:নিস্কাশন ব্যবস্থা এখন নামমাত্র চলছে। উত্তরে সিরিয়া পঞ্চম বৎসরের মত অপর্যাপ্ত বৃষ্টিপাতের মুখোমুখি। উভয় দেশই আন্তর্জাতিক সহায়তার জন্য আবেদন করেছে আসন্ন দীর্ঘ, শুষ্ক গ্রীষ্মকাল মোকাবেলায়। রিজ পর্যবেক্ষণ করেছেন:

এটা হচ্ছে নাটকের সর্বশেষ পরিচ্ছেদ যা মধ্যপ্রাচ্যের সত্যিকারের সঙ্কট হিসাবে অভিধা পেতে পারে – ক্রমাগত পানি স্বল্পতা ভূমধ্যসাগরীয় অঞ্চলের মানুষদের বিশাল সমস্যা তৈরী করছে…শিক্ষাবিদরা বহু বছর যাবত সতর্ক করে দিয়ে আসছিলো যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ একসময় পানির জন্য হতে পারে, ভূমির চেয়ে…হয়তো মরুভূমিকে বোঝানো হয়নি উৎকর্ষতার জন্য।