মিশর: এইডসের দ্বারা কলংকিত

ইউনিসেফের তথ্য অনুযায়ী, মিশরে নিবন্ধিত এইচআইভি আক্রান্তের সংখ্যা কম- ২৯০০ থেকে ১৩০০০ এর মধ্যে। কিন্তু যারা সবচেয়ে ঝুকিপূর্ণ অবস্থায় আছে তাদের জন্য প্রয়োজনীয় তথ্যের সরবরাহ রয়েছে খুব সীমিত আকারের এবং যারা এইচআইভি নিয়ে বাস করছে তাদের জন্য ব্যবস্থা অপ্রতুল। জানা আক্রান্তদের বেশী ভাগের এইচআইভি সংক্রমণ হয়েছে অনিয়ন্ত্রিত স্বাভাবিক যৌন কর্মের দ্বারা, ৯০% মিশরীয় মহিলা যারা এইচআইভি নিয়ে বাস করছে তারা আক্রান্ত হয়েছে বিবাহের মাধ্যমে। মিশরে হেপাটাইটিস সি সংক্রমণের মাত্রাও খুব বেশী, এটিও এইচআইভির মত করেই সংক্রমিত হয়। মিশরীয় ব্লগারদের একদল এবং প্রচার মাধ্যমের স্বাধীন মিডিয়া ব্যক্তিরা একটি “ওপেননেস (উন্মুক্ত হওয়া)” উদ্যোগে একত্রে হাত মিলাচ্ছে। এদের লক্ষ্য অকলংকিত এইডস রোগীদের সমাজ থেকে বিতাড়িত রাখার পরিবর্তে পুনরায় সমাজে সম্পৃক্ত করার জন্য এবং তাদের সাথে মেশার জন্য লোকজনকে উদ্বুদ্ধ করা।

এনাস লটফিসের নিমন্ত্রনে সাড়া দিতে গিয়ে, অসংখ্য ব্লগার তাদের নিজেদের ব্লগে নিচের মেসেজ পোষ্ট করেছে:

مبادرة المدونين العرب لرفع الوصم عن المتعايشين مع مرض الأيدز
في المركز الثقافي الدولي
بالدقي
السبت – 2 مايو
من الساعة السادسة إلى الساعة العاشرة
الدعوة عامة

আরবের ব্লগাররা এইডস রোগীদের অপাংতেয় না ভাবার উদ্যোগ নিচ্ছে। মে এর ২ তারিখে বিকাল ৬ টা হতে রাত ১০টা পর্যন্ত আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্রে আপনার সাম্যে প্রদর্শনের জন্য এটি একটি জনমুখী নিমন্ত্রণ।

الفقرات والمواضيع التي سيتم مناقشتها
الأيدز في المنطقة العربية
-معلومات عن الفئات الأكثر عرضة للإصابة بهذا المرض وطرق الوقاية منه.

شهادات حية لمتعايشين مع فيروس مرض الأيدز.

لقاء مع قادة دينيين ونظرة الدين لمرض الأيدز والمتعايشين معه.

حوار مفتوح مع بعض أعلام الفن والصحافة.
-مبادرة صراحة: مبادرة المدونين العرب في التجاوب مع مرض الأيدز

নিচের বিষয়গুলো আলোচিত হবে:
– আরব অঞ্চলের এইডস।
– যারা আক্রান্ত হবার মুখোমুখি তাদের তথ্য এবং প্রতিরোধ মূলক ব্যবস্থা।
– এইডস রোগীদের কাছ থেকে সরাসরি প্রশংসাবাক্য।
– ধর্মীয় ব্যক্তিদের সাথে আলোচনা এবং এইডস ও এইডস রোগীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি।
– বিখ্যাত মিডিয়া ব্যক্তিবর্গের সাথে খোলমেলা আলোচনা।
– ‘ওপেননেস’ উদ্যোগ: আরবের ব্লগাররা এইডস নিয়ে যা করার চেষ্টা করছে।

منذ عام 2008 وعدد من المدونين العرب من شتى الدول العربية يعملون في مجال التوعية بمرض نقص المناعة المكتسب والمعروف باسم الأيدز وذلك بالمشاركة مع البرنامج الإنمائي للأمم المتحدة وغيره من منظمات الأمم المتحدة وكذلك مع عدة جمعيات أهلية ومنظمات محلية .

২০০৮ সাল থেকে এবং একদল আরব ব্লগার একুইয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রম (এইডস) সম্পর্কে তাদের নিজ নিজ এলাকায় সচেতনতা বৃদ্ধিতে ইউএনডিপি/এইচএআরপিএএস (আরব রাজ্যের এইচআইভি/এইডস এর আঞ্চলিক পোগ্রাম) এবং সরকারী ও বেসরকারী সংস্থার সাথে সমন্বয় এর মাধ্যমে হাত মিলিয়েছে।

وتهدف هذه الجهود الي تحقيق عدة أمور:
تعريف الناس بمرض الأيدز بعيدا عن الخرافات والاساطير وتوفير معلومات علمية وحقائق مثبته عنه
رفع الوصم الذي يلحق بالمتعايشين مع الفيروس من أجل مساعدتهم وحماية حقوقهم وتوفير الرعاية والعلاج لهم ومدهم بكل الدعم الذي يحتاجونه.
تعريف الجمهور بأن الدولة توفر الدواء مجانيا للمتعايشين وكذلك توفر أماكن بالمجان للفحص الطوعي والاستشارة .
تعريف الجمهور بأن علماء الدين الاسلامي والمسيحي يدعون المؤمنين الي احتضان المرضي ورعايتهم وعدم وصمهم وتوفير كل سبل المساعدة لهم .
التوعية بأساليب الوقاية من المرض وكيفية حماية الاشخاص من الاصابة به.

আমাদের প্রচেষ্টার লক্ষ্য:
-লোকজনকে এইডস সম্পর্কে জ্ঞান প্রদান এবং বিজ্ঞানভিত্তিক ও লক্ষণের পরীক্ষিত সত্যতা প্রদানের মাধ্যমে প্রচলিত কুসংস্কার হতে প্রকৃত সত্যকে পৃথক করা।
– এইডস রোগীদের কষ্ট দেয় এমন অপবাদ দূর করা যা তাদের খাপ খাওয়াতে সাহায্য করে এবং তাদের সু স্বাস্থ্যের প্রাপ্য অধিকার, চিকিৎসা এবং সহযোগীতা নিশ্চিত করে।
-লোকজনকে জানানো যে সরকার বিনামূল্য এ চিকিৎসা দিচ্ছে এবং সাথে সাথে পরামর্শ এবং পরীক্ষা কেন্দ্রের ও ব্যবস্থা করছে।
– লোকজনকে বুঝতে সাহায্য করছে এই বিষয়ে যে ইসলাম এবং খ্রীষ্টান ধর্মের লোকজনকে রোগীর সেবা করতে বলা হয়েছে এবং তাদেরকে অপবাদ দেয়ার পরিবর্তে সহযোগীতা করতে হবে।
– সতর্কতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে।

এই উদ্যেগে মিশরের যে সকল ব্লগার সহযোগীতা করছে তারা হলোঃ আহমেদ শকির, হ্যানি জর্জ, শেরিফ আব্দুল আজিজ, আমরো এজ্জাত, রাদওয়া আসমা, মিনা জেকরি, ওসামা আব্দেল আল, মেরিয়ান ন্যাজি, আহমেদ জিদান, বাসমা মুসা, জাহরা, মাহমুদ এজ্জাত, আসমা, এনাস লোটফি, রমেজ সারকাওয়ি, রানদা আব্দেল দাহাব, মোনা জিদান, শামী আসাদ, আব্দেল মুনেম মাহমুদ, ঘাদা আব্দেল আল, মারওয়া রাখা এবং আরও অনেকে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .