পাঁচই এপ্রিল এর নির্বাচনের পরে মলদোভার চিসিনাও তে যে বিক্ষোভ আর রায়ট হয়েছিল তা নিয়ে তিনটি গ্লোবাল ভয়েসেস আর্টিকেলে (এখানে, এখানে আর এখানে) আলোচিত ঘটনাবলির সর্বশেষ এখানে দেয়া হল।
স্ক্র্যাপস অফ মস্কো এর লিন্ডন ৭ই এপ্রিল মঙ্গলবারের সহিংস ঘটনার একটু পরে মলদোভার রাজধানীতে গিয়েছিলেন, আর ফিরে এসে এটা লিখেছেন:
যদিও আমি আসল ঘটনা দেখতে পারিনি (যেটাতে এখন মনে হচ্ছে অন্তত দুই জন মারা গেছেন, আর তাই ছোট করে দেখা উচিত না), আমার মনে হলো যে আমি দ্বিতীয় গুরুত্বপূর্ন জিনিষ বোঝার জন্য ওখানে ছিলাম: যখন মলদোভাবাসী- বিরোধী দলীয় ভোটার আর পিসিআরএম ভোটার: শিক্ষিত আর অন্যান্য; রুশোফোন, রুমানিয়া-কেন্দ্রিক আর অন্যান্য- তাদের যথাসাধ্য চেষ্টা করছিল বুঝতে যে কি ঘটেছে।
গত মঙ্গলবারের ঘটনার আমি অনেক সংস্করণ শুনেছি, যার কোনটাই খুব সন্তোষজনক ছিলনা, আর প্রায় ৩০পাতার মতো নোট যা আমি এখন বাছাই করার চেষ্টা করছি (গুজব থেকে রক্ষা পাবার জন্য, যাতে শহর এখন ভরা)। চেষ্টা করছি কিছু একটা ছেঁকে বের করা যা থেকে বাইরের লোক পরিস্থিতি সম্পর্কে কিছু বুঝতে পারে…
লিন্ডনের চিসিনাও ভ্রমনের ছবি এখানে আছে।
এপ্রিলের ১৯ তারিখে লিন্ডন লিখেছেন যে তিনি তখনো “চেষ্টা করছেন সব কিছু বোঝার”। তবে তার পোস্টে, আর তার সাথে অন্তত আরো অর্ধ ডজন পোস্টেও (ট্যাগ করা আঙ্গুর বিপ্লব), লিন্ডন বেশ কিছু প্রাসঙ্গিক কাভারেজ, ইতিহাস আর ব্যাখ্যার উপর মন্তব্য করছেন।
মলডভারের ঘটনা নিয়ে আরো কয়েকজন ব্লগারের মতামতের লিঙ্ক এখানে দেয়া আছে আর সেগুলো যে কভারেজ পেয়েছেঃ
-এপ্রিল ৮- দ্যা এলআরসি ব্লগ: মলদোভার টুইটার বিপ্লব: আমেরিকায় তৈরি?
-এপ্রিল ৯- উইন্ডোস টু রাশিয়া: টুইটার বিপ্লব -”আমেরিকায় তৈরি!”
-এপ্রিল ১১- সাবলাইম অবলিভিয়ন: মলদোভাতে টুইটার সন্ত্রাস
-এপ্রিল ১৪- রাশিয়ার পররাষ্ট্র নীতি এসোশিয়েশন: বৈপ্লবিক প্রাসঙ্গিকতা: মলদোভা বনাম জর্জিয়া
-এপ্রিল ১৫- তুরষ্কের আগ্রাসন: হ্যালো মলদোভা!
-এপ্রিল ১৬- এটারনাল রেমন্ট: তাহলে ইউরোপের সব থেকে দরিদ্র কে?
-এপ্রিল ১৬- ব্লগঅ্যাক্টিভ.ইইউ: মলদোভা, রুমানিয়ার বিপদ
-এপ্রিল ১৭- রাশিয়া ব্লগ: টুইটার পাগলামী চিসিনাউ এ- মলদোভাতে আসলে কি ঘটেছিল?