মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী একজন ব্লগার ও টুইটার ব্যবহারকারী

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী দাতো সিরি মোহাম্মদ নাজিব তুন রাজাক একজন ব্লগারটুইটারার। নাজিব মালয়েশিয়ার ষষ্ঠ প্রধানমন্ত্রী।

তিনি তার নির্বাচনী এলাকার বাইরের মানুষের সাথে যোগাযোগের জন্য তার ব্যাক্তিগত ওয়েব সাইট ব্যবহার করেন। এই ওয়েব সাইটের সাথে নাজিবের ফ্লিকার, ইউটিউব ও টুইটারের লিঙ্ক রয়েছে। এছাড়াও তিনি তার ভাষণ এবং সময়সুচী ওয়েব সাইটে তুলে দেন।

মন্ত্রী হিসেবে শপথ নেবার পর নাজিব তার উদ্বোধনী ভাষণ প্রদান করেন। সেই সময় তার ভাষনের লিখিত অংশ তার ব্যাক্তিগত ওয়েব সাইটে তুলে দেন।

তার ব্যক্তিগত ওয়েব সাইটের ডিজাইনের ধারনা নাজিব নিজেই দেন। যে সমস্ত মন্তব্য এই পাতায় দর্শনার্থীরা রেখে যায় তিনি নিজেই সেগুলো পর্যবেক্ষণ করেন।

প্রশ্ন: আদতে দাতো সিরি নাজিব তার ওয়েব সাইটে অংশ নেন? আমি কি তার সাথে যোগাযোগ করতে পারি?

উত্তর: দাতো সিরি পরিপুর্ণভাবে তার ওয়েবসাইটে অংশ নেন। এই সাইট দাতোর নিজের মন:প্রসুত। তিনি ব্যাক্তিগতভাবেই নিজেই এই ওয়েবসাইটের কি হবে তার ধারণা দেন এবং এখানে কি কি উপাদান থাকবে তা নির্ধারণ করেছেন। একদল নিবেদিত কর্মীর সহায়তায় তিনি এই কাজটি করেছেন।

শপথ নেবার আগে, নাজিব তার ওয়েব সাইটের দর্শনার্থীদের নিশ্চিত করেন তিনি তার ওয়েবের সর্বোচ্চ ব্যবহার করবেন।

কয়েক ঘন্টা আগে ইয়াং দি পুরটুয়াতন আগঙ্গ( প্রধানমন্ত্রী) হবার আগে আমি মালয়েশিয়ার প্রতি সেই প্রতিজ্ঞা করেছি যা আমার পুর্বসুরীরা করেছিল। আমি আমার দায়িত্ব এবং চ্যালেঞ্জের প্রতি পুর্ন বিশ্বস্ততা জ্ঞাপন করছি যা আমি শপথ নেওয়ার মাধ্যমে অর্জন করেছি। যে কোন পরিস্থিতিতে আমি তা পালন করবো এবং আমি আমার সর্বোচ্চ সামর্থ দিয়ে তা করবো। একসাথে আমরা নিশ্চিত করবো যে মালয়েশিয়া আরো শক্তিশালি, এক হয়ে চলা উন্নত একটি রাষ্ট্রে পরিণত হচ্ছে।

আমি আমার এই মুহুতের্র অনুষ্ঠান ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের জন্যে প্রকাশ করব। সময়মত প্রতিদিনের সুচী দিয়ে দেওয়া হবে। এই সমস্ত ‘ঘটনার পেছনের’ ছবি এবং ভিডিও, এ সবের মধ্যে আমার সকালের প্রস্তুতি অনুষ্ঠান এবং পুত্রজায়ায় প্রধানমন্ত্রী অফিসে আমার সরকারী ভাবে হস্তান্তর ছবি ও অনুষ্ঠান রয়েছে।

প্রধানমন্ত্রী দাতো সিরি মোহাম্মদ নাজিব তুন রাজাক এর ব্যাক্তিগত ওয়েবসাইট

প্রধানমন্ত্রী দাতো সিরি মোহাম্মদ নাজিব তুন রাজাক এর ব্যাক্তিগত ওয়েবসাইট

এমেথিস্ট নিউজ সাইট এই ওয়েবসাইটের পর্যালোচনা করেছে।

এই ব্লগে প্রবেশ করার সাথে সাথে একটা সম্ভাষন আসবে – “ওয়েল কাম টু মালয়েশিয়া (মালয়েশিয়া স্বাগতম), নাজিব রাজাক” – এটাই প্রথম পাতা । এরপর এন্টার বা প্রবেশ বাটন-এ চাপ দিতে হবে। সেখানে প্রবেশ করতে একটু লম্বা সময় লাগবে, এটি রাজাক -এর দোষ নয়, এটি টিএম বা টেলিকম মালয়েশিয়ার কাজ, কিছু সময় এর পাতায় প্রবেশ হবে। এর ডিজাইন বা নকশা চমৎকার এবং সেখানে সংবাদ, ব্লগ, বক্তৃতা এবং গুরুত্বপুর্ণ নয় এমন কিছু বিষয়ও রয়েছে।

এটি অনেক বেশী ফ্লাশভিত্তিক কাজ এবং এর চারপাশে অনেক ব্লগ রয়েছে। এর মেনু ব্যবহার করা সহজ এবং সব সময় তাজা বা নতুন নতুন সংবাদ-এর প্রথম পাতায় রাখা হয়।

এখন তিনি সত্যিই নতুন প্রযুক্তির মধ্যে রয়েছেন। এটি কেউ তার জন্য তৈরী করেছে। অবশ্যই তিনি ব্লগ এর সব কাজ নিজেই করে না -এতটা সময় কোথা থেকে পাবেন?

দাঁড়ান, নাজিব কি সেই ব্যাক্তি নন- যিনি ছয়টি অনলাইন মিডিয়া নিষিদ্ধ করে দিয়েছিলেন উমনোর সাধারণ সম্মেলনের তথ্য সংগ্রহ করা থেকে বিরত রাখার জন্যে? হয়তো নাজিব কথা চালিয়ে যাবেন এবং মুক্ত সংবাদ প্রকাশ এবং বাক স্বাধীনতাকে গ্রহন করবেন।

অডিও ৬১ প্রশংসা করেছেন যে নাজিব বিকল্প মিডিয়া ব্যবহারের প্রয়োজনকে বুঝতে পেরেছেন।

যে কোন দেশের সরকারের কাছে ব্লগারের কথা কাঁটার মতো লাগে, যে কোন ক্ষমতাসীন দল তাকে অবশ্যই তাদের উপেক্ষা করবে না। এখন দেশটির সবোর্চ্চ ক্ষমতাধর ব্যাক্তি এবং নতুন প্রধানমন্ত্রী নাজিব তার দেশকে ব্লগের মাধ্যমে সকল কিছু জানাতে থাকবে। নাজিব এই কাজটি চালিয়ে যাচ্ছেন এবং নিত্য নতুন বিষয় প্রকাশ করেছেন। বিকল্প মিডিয়া হিসেবে তিনি এই নতুন প্রচারমাধ্যম যন্ত্রকে ব্যবহার করছেন।

জুইয়ানহং জানাচ্ছে,‘ মালয়েশিয়ার সেরা নেতারা ব্যাক্তিগত ব্লগ তৈরী করেছেন’।

মালয়েশিয়া আজ যদি আপনি ব্লগার না হন তাহলে আপনি পুরোন যুগের লোক। আমি আত্মগর্ব করছি না, কারন মালয়েশিয়ার চতুর্থ প্রধানমন্ত্রী তুন ডা: মাহথির মোহাম্মদ এবং বর্তমান প্রধান মন্ত্রী দাতুক সিরি নাজিব তুন রাজাক উভয়ে ব্লগার।

m-2

টুইটার এর মাধ্যমে নাজিবের ওয়েবসাইট সমন্ধে মালয়েশিয়ার জনগণের প্রতিক্রিয়া জানা যাবে।

ওয়ার্ডসম্যানিফেস্ট: নাজিবের ওয়েবসাইট দেখে মনেহয় যে তে ১৬ বছরের টাম্বলার এডিক্টের মতো (বিশেষ ডিজাইন)।

রেডশিপ: http://www.1malaysia.com.my? এর ব্যপারে কোন চিন্তা আছে? আরো পরিস্কার কোন ডিজাইন তারা ব্যবহার করতে পারে না?

রেডশিপ:অনেকদিন ধরে মালয়েশিয়ান ১ ওয়েবসাইটে প্রবেশ করি না। কারন পছন্দ করি না। বাস্তবিক রুপে অনেক ক্ষেত্রেই পুরোন ধ্যান ধারণায় ভর্তি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .