Il y a un an disparaissait le Nègre fondamental, laissant le pays et son peuple orphelins et livrés à leurs propres choix.
এইভাবে মার্টিনিকান ব্লগার ইমানিয়ে মৃত এইমে সেজারের প্রতি তার শ্রদ্ধা জানাবার পোস্ট শুরু করেছেন। এরকম যথাযথ শ্রদ্ধা জানিয়ে মার্টিনিকানরা কবি এইমে সেজারের প্রথম মৃত্যু বার্ষিকী পালন করেছে। তিনি ২০০৮ সালের ১৭ই এপ্রিল মারা যান।
মার্টিনিকান ব্লগে গত সপ্তাহের পোস্টগুলো অনেকটা জানিয়েছে মানুষ কেমন ভালবেসেছে আর এখনো অনুভব করছে এই মহান ব্যক্তিকে। বোন্দামাঞ্জাক বিশাল এক ছবি আর ছোট একটা উদ্ধৃতি দিয়ে তাকে শ্রদ্ধা জানিয়েছেন ১৬ই এপ্রিলের পোস্টে; কিন্তু লেখার গাম্ভীর্য তার শিরোনামের শক্তিকে লুকাতে পারেনি: “কান্না বন্ধ করি, আসুন এবার আমরা লড়াই করি।” আসলে এইমে সেজার এই দ্বীপের জনপ্রিয় প্রচারণা যা ফেব্রুয়ারি থেকে মার্চ ২০০৯ পর্যন্ত হয়েছিল তার একজন অগ্রদূত হিসেবে ছিলেন। তিনি “ব্যক্তি নিয়ন্ত্রণ’ আর নেগ্রিচুড মতবাদের ঘোর সমর্থক ছিলেন।
সেজার যে কতো ব্যাপক ক্ষেত্রে সম্পৃক্ত ছিলেন তা তার মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে তার প্রতি যে বিপুল সম্মান দেখানো হয়েছে আর মন্তব্য করা হয়েছে তা থেকেই বোঝা যায় – বিশেষ করে মন্ট্রে ক্রেওল ব্লগে: ১৬ই এপ্রিল থেকে, মন্ট্রে ক্রেওল এই মানুষটা সম্পর্কে গড়ে ১৫টি পোস্ট প্রকাশ করেছে। লেখা হয়েছে তার প্রাপ্তি কি বা কি উপায়ে এখন সিজারকে সম্মান জানানো যায়। মন্ট্রে ক্রেওলের প্রথম একটি পোস্টে (সরকারী মৃত্যুবার্ষিকীর আগের দিন প্রকাশিত) ফরাসী জাতীয় পোস্টাল সার্ভিসের এইমে সেজারকে একটা ডাকটিকিট উৎসর্গ করে সম্মানিত করার ব্যাপারটা লেখা হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে লেখকের কাছ থেকে খুব শ্লেষপূর্ন মন্তব্য এসেছে:
Le nègre vous emmerde, et maintenant va falloir le lécher…
Il n’a pas l’air de plaisanter, M. Césaire, sur ce timbre-poste qui doit sortir le 17 avril en métropole, mais également les 17 et 18 à Fort-de-France, en Martinique. Et pourtant, c’est l’image de lui choisie par La Poste, qui a tout à y gagner, pour rendre hommage à celui qui élabora entre autres le concept de la négritude.
জনাব সেজারকে এই ডাকটিকিটে খুব ভালো লাগছে না যা ১৭ এপ্রিল ইস্যু করা হবে কন্টিনেন্টাল ফ্রান্সে, ওদিকে এপ্রিল ১৭ আর ১৮তে মার্টিনিকের ফোর্ট-দে-ফ্রান্সেও। তবে এই ছবি লা পোস্ট বেছে নিয়েছে, যারা এই মানুষকে সম্মান জানানোর ব্যাপারটাকে বেশ বড় করছে, যিনি নেগ্রিচুডের ধারণা সৃষ্টি করেছেন অনেকের সাথে ।”
মার্টিনিকান ব্লগার ইমানিয়া এইমে সেজারকে একটা বার্তা পোস্ট করেছেন, যার নাম তিনি দিয়েছেন ‘বেলিয়া এইমে সেজার’ যা একটা ঐতিহ্যবাহী আফ্রো- ক্যারেবিয়ান অন্তেষ্টিক্রিয়ার নাচ আর বাজনা থেকে উল্লেখিত, যা ডাকটিকিটের উপরেও দৃষ্টি দিয়েছে।
এইমে সেজার এর সৃষ্ট মতবাদ অনুসারে নাম করন করানেগ্রিচুড ব্লগে পাঠকরা এলেন নিকোলাসের একটা পুন:-প্রকাশিত লেখা পড়তে পারেন, যিনি ফরাসী ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক সামাজিক ঘটনা আর সেজারের ধারণার মধ্যে একটা যোগসূত্র স্থাপন করেছেন:
Un an après, au moment où se sont fait massivement entendre les voix des Guadeloupéens, Martiniquais, Guyanais, Réunionnais, aspirant à plus de décence et plus de dignité, le verbe du « Nègre vertical » résonne, étrangement prophétique.
নেগ্রিচুড অন্যান্য প্রচেষ্টার কথাও জানিয়েছেন যা মৃত কবি আর রাজনীতিবিদের উদযাপনের জন্য করা হয়েছে:
* প্যারিস আর বেনিনে নাটক মঞ্চায়িত
* মার্টিনিকে সরকারী উৎসব
* হাইতিতে তার নামে বিশ্ববিদ্যালয়ের একটা বিভাগের নামকরন
এই পোস্টে ব্যবহৃত থাম্বনেইলটি প্রেসে ইন্ডিপিকার্ডের সৌজন্যে এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় ব্যবহৃত।