- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মিশর: চলচ্চিত্র নির্মাতার সংগ্রাম অবশেষে কাজে দিল

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., মিশর, চলচ্চিত্র, বাক স্বাধীনতা, শিল্প ও সংস্কৃতি

[1]

অবশেষে এ মাসের শেষভাগে মিশরী চলচ্চিত্রপ্রেমীরা ইব্রাহিম এল বাতাউতের [2] ছবি আইন শামস (সূর্যের চোখ) দেখতে পাবেন। মিশরের এই এই চলচ্চিত্রকে সেন্সরশীপের সাথে দীর্ঘ লড়াই করতে হয়েছে।

এল বাতাউত পরিগণিত হন মিশরের সব থেকে পরিশীলিত আর স্বাধীন পরিচালক আর নির্মাতাদের মধ্যে একজন হিসেবে। সেন্সরের সাথে সংগ্রাম শুরু করেন যখন তিনি তার দ্বিতীয় চলচ্চিত্রের কাজ শুরু করেন। পরিচালক ঠিক করেছিলেন জোয়ারের বিপরীতে গিয়ে দরকারী অনুমতি ছাড়াই চিত্রগ্রহণ শুরু করার। তিনি তার কারন ব্যাখ্যা করেছেন আর্ট রিভিউ ম্যাগাজিনে [3] এভাবে:

চলচ্চিত্রটি অন্যভাবে নির্মিত হয়েছিল। সেন্সরের অনুমতি ছাড়া। আমি চিত্রগ্রহণ করে এখন ওদেরকে জিজ্ঞাসা করছি তা দেখার জন্য যাতে আমি প্রদর্শন করার অনুমতি পেতে পারি। কিন্তু তারা এটা চায়না। তারা চায় আপনি তাদেরকে চলচ্চিত্রটা সম্পর্কে জানাবেন এটা সম্পর্কে চিন্তা করার সময় থেকে‌ই।

চলচ্চিত্রটির ফেসবুক গ্রুপে [4] জানানো হয়েছে যে আইন শামস অনেক সম্মানিত পুরষ্কার পেয়েছে। তার মধ্যে আছে:

টোয়ারমিনা চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ট চলচ্চিত্রের গোল্ডেন টাউরো পুরষ্কার।

রটারড্যাম আরব চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ট প্রথম চলচ্চিত্রের পুরষ্কার।

কারথেজ চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরির পুরষ্কার।

তারপরেও, সেন্সরশীপ চলচ্চিত্রটাকে মিশরে বিদেশী চলচ্চিত্র হিসাবে দেখানোর শর্তে অনুমতি দিয়েছে- ‌এই সমঝোতাতে পরিচালক আপত্তি জানিয়েছেন।

চলচ্চিত্রের ব্লগে দেয়া একটা প্রতিবেদনে জসেফ ফাহিম উক্তি করেছেন [5]:

“এটা শ্লেষপূর্ণ। মে মাসে আইন শামসকে নির্বাচিত করা হয়েছে কান চলচ্চিত্র উৎসবে দেখানোর জন্য, যার মানে এই চলচ্চিত্রের সুযোগ হতে পারে ইউরোপে আর বিশ্বের অন্যান্য দেশে প্রদর্শিত হওয়ার কিন্তু মিশরে না!”

কিন্তু এখন আর ঝামেলা নেই। মিশরীয় টিভিতে চলচ্চিত্রটার ট্রেলার এরই মধ্যে দেখানো হয়েছে আর মিশরের চলচ্চিত্র প্রেমীরা, যারা তৃষার্ত এল বাতাউতের পরের চিন্তা উদ্রেককারী চলচ্চিত্রের জন্য, তারা এটা তাদের কাছের কোন সিনেমা হলে শীঘ্রি দেখতে পাবে।