চীন: ভয় থেকে মুক্ত থাকার আমাদের অধিকার

ব্লগার লান জিয়াওহুয়ান (兰小欢) তার ‘তেতো হাসি‘ নামক পোস্টে জানিয়েছেন ভয়ে সিক্ত একটা জাতি কেমন করে তাদের স্বর বন্ধ করেছে। শোরগোল করে নাগরিকের অধিকার পাওয়ার মূল্য এখন অনেক বেড়ে গেছে। তিনি ব্যঙ্গ করেছেন এই ভয়কে যা মানুষের সাহস আর ভালোবাসাকেও দাবিয়ে রাখছে। তিনি পরিশেষে এই বলেন যে চীনারা ভীতি ছাড়া কোনদিনও দাঁড়াতে পারেনি।

তিনি তার ছেলেবেলার একটা কথা দিয়ে শুরু করেছেন:

我小的时候非常胆小。记得五六岁那会儿,有一次姐姐放学回来给我讲了个她听到的鬼故事,非常恐怖。我吓得整晚上都睡不着,一直抱着父亲。他要睡过去,我就叫醒他,让他抱着我。第二天,被折腾了一夜的父亲怒斥我姐:“你看看,你都把他吓成什么样了?!以后再敢这样我就揍你!”

আমার ৫ বছর বয়সে আমি খুব লাজুক ছিলাম। একদিন স্কুল থেকে ফিরে আমার বোন আমাকে ভুতের একটা গল্প বলে। সেটা এতো ভয়ের ছিল যে সারা রাত আমি ঘুমাতে পারিনি আর তাই আমার বাবাকেও জাগিয়ে রেখেছিলাম; তিনি ঘুমিয়ে পড়লেই আমি ঝাঁকিয়ে জাগিয়ে দিতাম। পরের দিন আমার বাবা আমার বোনকে বকা দেয়, ”দেখ, তুমি ওকে কতো ভয় পাইয়ে দিয়েছো! তুমি আবার এমন করার সাহস করলে আমি তোমাকে মারবো!”

今天收到一封孩子的来信,信中写道:“我最近有件很担心的事情,请您帮帮忙。之前,我在百度BLOG上面发表有关学潮的文章被删除了,之后账号也被锁定。还有在学校校园网屡屡使用翻墙软件看国内禁止浏览的信息。那么,我会不会已经被当成黑名单记录在案了?这些事情会不会影响我出国?我早就计划出国啦…. 希望您能帮我解答下,谢谢啦。”

আজকে আমি একটা বাচ্চার কাছ থেকে চিঠি পেয়েছি যেখানে লেখা আছে, ”আমি সম্প্রতি খুবি চিন্তিত ছিলাম। আপনি কি দয়া করে আমাকে সাহায্য করতে পারেন? অল্প কিছুদিন আগে আমি আমার ব্লগ বাইদু.কমে তিয়েনানমেন স্কোয়ারের ঘটনা নিয়ে একটা প্রতিবেদন লিখেছি। এডমিন এটাকে মুছে ফেলে আর আমার আকাউন্ট লক করে দেয়। তাছাড়া আমি প্রায়শই জিএফডাব্লু (ইন্টারনেট ব্লকেড) ভেঙ্গেছি চীনে নিষিদ্ধ ওয়েবপাতা পড়তে। আমাকে কি তাহলে কোন কালো তালিকায় দেয়া হবে? এটা কি বিদেশে পড়ার আমার পরিকল্পনাকে ধ্বংস করবে? আমাকে দয়া করে কিছু পরামর্শ দেন, অনেক ধন্যবাদ!

看完之后我大笑,然后回信用几乎是谐谑的口气安慰了他。但紧接着便有些心酸,想起了我父亲责骂我姐的话:“你看看,你都把他吓成什么样了?!”

আমি হাঁসিতে ভেঙ্গে পড়ি এটা পড়ার পরে, আর তাকে প্রায় প্রলাপের সুরে সান্ত্বনা দেই। কিন্তু পরে তার জন্য আমার দু:খ হয়, এটা মনে পড়ে যে কি বলে আমার বাবা আমার বোনকে বকা দিয়েছিল, ”দেখ, তুমি ওকে কতো ভয় পাইয়ে দিয়েছো!”

制造恐惧并不一定需要暴力,只要处处加大行为的成本就够了,甚至都不用真的加大成本,只要展示一下行为的成本有随时被加大的可能便够了。….看看那些这些日子被请去喝茶的人们的故事,看看那些公民调查者们最近在四川的遭遇,看看这些人心里的担忧,便知道了。

ভয় সৃষ্টির জন্য মারামারির উপরে নির্ভর করতে হবে এমন না। শুধু সঠিক ও ন্যায় জিনিষ করাকে কঠিন করে দেয়া এবং মানুষকে এর জন্যে অনেক মূল্য দিতে বাধ্য করলেই হয়। এটারও দরকার নেই। যতক্ষণ এটা পরিষ্কার দেখানো যায় যে এই মূল্য যে কোন সময়ে বাড়ানো যায়, আমাদেরকে থামানো যাবে। সেইসব গল্প দেখেন যেখানে মানুষকে আমন্ত্রণ করা হয় সরকারি নিরাপত্তা ব্যক্তিদের সাথে কথা বলার জন্য; দেখুন নাগরিক সাংবাদিকদের সাথে কেমন করে সিচুয়ানে ব্যবহার করা হয়েছিল (যেখানে ৫.১২ ভূমিকম্প হয়েছিল)। তাদের দুশ্চিন্তা আর ভয় দেখেন, আপনারা সব জানতে পারবেন।

成本弄得那么重,瘦弱的肩膀实在是担不动啊。

এইসব কাজের জন্যে মূল্য অনেক বেশী দিতে হয় আমাদের ক্ষুদ্র কাঁধে নেয়ার মতো।

如果只是匿名上网牢骚几句都被噤声,即便远渡重洋都还要为自己的“错误言论”惴惴不安,只是说几句话都要心头挣扎半天,又如何能抱怨面对恶徒的拳头和匕首时,人们不见义勇为呢?更别说我们还曾经真的把最容易站立的青春用坦克履带压成了扁平。

আমাদের কয়েকটা সামান্য অভিযোগ যদি চুপ করিয়ে দিতে হয়, বিদেশে থাকাকালীনও যদি আমাদেরকে আমাদের কথা নিয়ে চিন্তা করতে হয়, কোন কথা বলার আগে যদি আমাদেরকে ভীষন অভ্যন্তরীণ সংগ্রামের ভিতর দিয়ে যেতে হয়, তাহলে গুন্ডাদের ঘুষি আর পিস্তলের মুখোমুখি আমরা কি করে হব? কি করে আপনারা অভিযোগ করতে পারেন যে মানুষ এখন আর খারাপ বিরুদ্ধে দাঁড়ায় না?

49 年的时候,有人说:“中国人民从此站起来了。”可从那以后,每隔一段时间,我们都要重新站起来一回。香港回归,站;卫星上天,站;奥运开幕,又站。外国人有时候不解:“你们不是早就站起来了么?怎么还反复站了又站,有完没完啊?”看到这样的误解我就很愤怒:“妈的,平时都爬着,怎么还不让人动不动站起来伸伸懒腰啦?我们对自己人忍气吞声,自然就要对你们外国人扬眉吐气,否则不他妈憋死啦!”

১৯৪৯ এ মাও দাবি করে যে ‘ চীনের মানুষ জেগে উঠেছে!’ কিন্তু তার পরে আমরা বার বার উঠেছি। যখন হংকং চীনকে ফেরত দেয়া হয়, আমরা দাবি করেছিলাম যে আমরা জেগে উঠেছি। আমাদের স্যাটেলাইট যখন ছাড়া হয় আমরা দাবি করেছিলাম যে আমরা জেগে উঠেছি। যখন অলিম্পিক্সের উদ্বোধন করা হয়, আমরা আবার জেগে উঠেছি। কিছু বিদেশী ভেবেছে, ‘তোমরা কি এরই মধ্যে জেগে ওঠো নি? এখনো তোমরা কেন বল যে তোমরা দাঁড়াচ্ছ?” তাদের প্রশ্ন শুনে আমি রেগে গিয়েছিলাম। আমরা তো আসলে আগে কখনও জেগে উঠিনি। আমরা সব সময়ে মাটিতে হামাগুড়ি দিতাম তাই মাঝে মাঝে আমরা কেন দাঁড়াতে পারিনা পরিবর্তনের জন্য? আমরা বাড়ীতে আমাদের দেশের লোকের কাছে লজ্জ্বিত হই যাতে আপনাদের বিদেশীদের কাছে আমরা মাথা উচুঁ করতে পারি। নাহলে আমাদের নিজেদের জমতে থাকা রাগে আমাদের দম আটকিয়ে যাবে!”

是啊,我们自己都要爬着活,又如何敢腆颜教育下一代“勇气”和“爱”呢?我们能做的,不过是在他们小时候讲讲勇气和爱的童话,然后在他们长大了真正要展示勇气和爱的时候,大喝一声:“快!趴下!”

তাই আমাদের পুর্নবয়স্কদের যদি মাটিতে হেঁট হতে হয় লজ্জায়, আমরা কি করে আমাদের বাচ্চাদেরকে শিক্ষিত করবো ‘সাহস’ আর ‘ভালোবাসা’ বিষয়ে? আমরা যা করতে পারি তা হলো তাদেরকে বাচ্চা থাকা অবস্থায় ভালোবাসা আর সাহস নিয়ে রুপকথার গল্প শোনানো, আর যখন তারা বাস্তবে তা করতে যাবে, আমরা চিৎকার করব,” না নীচু হয়ে থাকো!”

也许下次回国的时候,我该去拜会一下那具广场上从未谋面的尸体,调侃着说:“你看看,你都把他吓成什么样了?”

হয়তো পরের বার চীনে ফিরে গিয়ে, আমি তিয়েনানমেন স্কোয়ারে যাব ওখানে শুয়ে থাকা মৃতদেহের সাথে কথা বলতে, ”দেখ, তোমাদেরকে এরা কতো ভয় পাইয়ে দিয়েছে!”

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .