- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কুয়েত: দেয়ালচিত্র কি শিল্প না সৌন্দর্য নষ্ট করা?

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., কুয়েত, যুবা, শিক্ষা, শিল্প ও সংস্কৃতি

“গ্রাফিটি (দেয়ালচিত্র) কি শিল্প না সৌন্দর্য নষ্ট করা?” এটি একটি চিরন্তন প্রশ্ন। কুয়েতের ব্লগোস্ফিয়ারেও এই প্রশ্নটি আলোচিত হয়েছিল সম্প্রতি।

২৪৮এএম.কম [1] ব্লগের মার্ক ইউটিউব থেকে একটি ভিডিও [2] পোস্ট করেছে:

এটি আলোচনার সূত্রপাত ঘটায় যখন তিনি লেখেন [1]:

বিএলডি নামে কুয়েতের একটি দল তাদের গোপন দেয়ালচিত্র কর্মসূচীর ভিডিও প্রকাশ শুরু করেছে। এখন পর্যন্ত তারা একটি ভিডিওই পোস্ট করেছে “কুয়েত গ্রাফিটি #১” নামে এবং আরেকটি ভিডিও অচিরেই পোস্ট হতে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে রঙ্গীন দেয়ালচিত্র পছন্দ করি এবং আশা করছি তাদের দ্বিতীয় ভিডিওতে তা থাকবে।

সেই পোস্ট এই লেখার সময় পর্যন্ত ৫৬টি মন্তব্য পেয়েছে। এতে এমন মন্তব্যও এসেছে যে দেয়ালচিত্রে মনোনিবেশ করা সুপারমার্কেটে মেয়েদের উত্যক্ত করার চেয়ে সময় কাটানোর ভাল উপায়। এদিকে অনেকে রেগে গেছেন এবং পুলিশে খবর দিতে বলেছেন।

স্তাফা বলেছেন:

ভালই লাগছে দেখতে যে এইসব ছেলেরা কিছু একটা করছে (যদিও কিছুমাত্রায় সৌন্দর্য নষ্ট করছে তারা)। খারাপ সঙ্গের সাথে মিশে সুপারমার্কেটে মেয়েদের উত্যক্ত করার চেয়ে সময় কাটানোর ভাল উপায় এটি।

বি একটি খুব আশা জাগানিয়া গল্প বলেছে যেখানে এক স্কুলের প্রিন্সিপালের তাৎক্ষণিক চিন্তার ফসল হিসেবে ছাত্রছাত্রীদের ধূমপান হতে বিরত রাখার জন্যে এই শিল্প মাধ্যমের ব্যবহার করেছেন:

এটি কিছুই না। গত বছর আমি আদুলাইয়াহর আল থ্রিডিওয়ানী হাইস্কুলে ছিলাম এবং সেখানকার কিছু ছাত্র ভালই দেয়ালচিত্র আঁকতে পারত। তাই স্কুলের প্রিন্সিপাল তাদের ক্যাফেটারিয়ার কাছের দেয়ালে ধুমপান থেকে বিরত থাকা সংক্রান্ত একটি দেয়ালচিত্র আঁকতে বলে। ওই অঞ্চলে অনেক ছাত্র ধুমপান করতে যেত।

কুয়েইতি ক্ষেপে গেছেন:

দু:খের বিষয়.. আমি এটি দেখে খুবই মর্মাহত.. এসবই কি তোমরা বেসরকারী স্কুল থেকে শিখছ?

আমার বয়স ত্রিশের ঘরে এবং আমাদের সময়ে আমরা এরকম কিছু করেছি বলে মনে পড়ে .. এটি টাকা পয়সার শ্রাদ্ধ।

৩আজিজ পুলিশকে খবর দিতে বলেছেন:

কুয়েত হচ্ছে খুবই ছোট এবং সবাই সবাইকে চিনে। এরকম দেয়ালচিত্র কুয়েতের অনেক খানের সৌন্দর্যই নষ্ট করে দিচ্ছে, যেমন যেখানে আমরা থাকি। সেজন্যে আমি চাচ্ছি যে এইসব ছেলেদের যারা চেনেন তাদের কেউ এই ভিডিওটি ডাউনলোড করে পুলিশের কাছে অভিযোগ করুন।

তিনি আরও যোগ করেছেন:

যে কোন বেআইনি জিনিষেরই জন্যেই অভিযোগ করা উচিৎ। তারা বিল্ডিংটির মালিক, সেটি ভেঙ্গে ফেলা হবে কি না সেসব পরবর্তীতে তদন্ত করার ব্যাপার। হ্যা এসব লোকেরাই আমার পাড়ায় এসব কাজ করে এবং আমি এধরনের অশৈল্পিক জিনিষ পছন্দ করি না।

আপনি যদি দ্বিমত প্রকাশ করেন তবে থোড়াই কেয়ার করি.. এটি বেআইনি তাই এ নিয়ে আলোচনা করা অবান্তর।

কুয়েতি ব্লগাররা এবং তাদের পাঠকেরা তাদের ভাবনা বলেছে এখন আপনি কি মনে করেন?