ভারতের লোকসভা নির্বাচন ২০০৯ এর উপরে সংবাদ এবং বিশ্লেষণের জন্যে সেরা অনলাইন সাইটগুলো

ভারতের ২০০৯ এর লোকসভার প্রচারণা যখন চুড়ান্ত পর্যায়ে পৌঁছুচ্ছে, বেশ কয়েকটা ওয়েবসাইট চেষ্টা করছে ২০০৯ এর সাধারণ নির্বাচনের সংবাদ আর ব্যাখ্যার অন্যতম সূত্র হতে।

এসব ওয়েবসাইট অবশ্য সরাসরি প্রতিদ্বন্দ্বীতা করছে মূলধারার মিডিয়ার নির্বাচন মাইক্রোসাইটের সাথে – যেমন হিন্দুস্তান টাইমস/গুগুল, টাইমস অফ ইন্ডিয়া, মিন্ট, ডিএনএ, দ্যা হিন্দু, ইয়াহু!, এমএসএন, রেডিফ, এনডিটিভি, আইবিএন লাইভ, ইন্ডিয়া টুডে, দ্যা উইক, ইকোনমিক টাইমস, ইন্ডিয়া টিভি, আজ তাক, বিজনেস স্ট্যান্ডার্ড, বিবিসি আর আল জাজিরা- আর চেষ্টা করছে অন্য কিছু দেয়া যা দরকারী ও অভিনব।

সকল মুলধারার মিডিয়ার নির্বাচন মাইক্রোসাইটের একই ধরনের বিশেষত্ব আছে: দল সম্পর্কে বিস্তারিত তথ্য, নির্বাচন এলাকা, প্রার্থী ও মেনিফেস্টো, পূর্বের নির্বাচনের পরিসংখ্যান, আর ২০০৯ এর লোকসভা নির্বাচন সম্পর্কে অতিরিক্ত সংবাদ আর মতামত। অবশ্য কিছু মাইক্রোসাইটের অভিনব কিছু বৈশিষ্ট আছে যা একে আলাদা করে। তাই আমার প্রিয়টা দিয়ে শুরু করবো, মূলধারার মিডিয়া ওয়েবসাইটে কিছুটা ইন্টারএকটিভ যে সমস্ত উদ্যোগ দেখা যায় তার মধ্যে।

ডিএনএ, ইন্ডিয়া টুডে, বিজনেস স্ট্যান্ডার্ড আর আইবিএন পলিটিক্স এর ব্যবহারবান্ধব পাতা আছে এবং আছে বেশ কিছু জনপ্রিয় লেখকের কলাম।

google

দ্যা হিন্দুস্তান টাইমস/ গুগল নির্বাচন মাইক্রোসাইট গুগুল গ্যাজেটের উপরে ভিত্তি করে তৈরি যা আপনাকে সুযোগ দেবে সহজে আপনার আইগুগল পাতায় যুক্ত করতে।

ওয়ার্ডপ্রেস নির্ভর হিন্দু নির্বাচন ব্লগ আপনাকে সুযোগ দেবে নির্দিষ্ট ট্যাগ আর ক্যাটাগোরীকে আলাদাভাবে সাবস্ক্রাইব করতে (আরএসএস ফিড)।

এমএসএন এর একটা দরকারী সংবাদ এগ্রেগেটর (সমষ্টিকরন) আছে যার মাধ্যমে আপনি প্রার্থী, দল বা রাষ্ট্র সম্পর্কে প্রকাশিত সংবাদগুলো জানতে পারবেন।

দ্যা আউটলুক ইন্ডিয়া ইলেকশন ব্লগ খুব ভালো একটা সংকলকের ভূমিকা পালন করছে অন্য জায়গার গুরুত্বপূর্ণ সংবাদের সাথে লিঙ্ক করে।

India pepal

মূলধারার বাইরে নতুন মিডিয়া উদ্যোগের মধ্যে ইন্ডিপিপাল হয়তোবা সব থেকে বেশী উচ্চাকাঙ্খী যেখানে বেশ কয়েকজন জনপ্রিয় বিশ্লেষকের ব্লগ আছে।

ইন্ডিয়া ভোটিং আর এঙ্গেজ ভোটার এরও বেশ বিষয় সমৃদ্ধ ওয়েবসাইট আছে এবং আছে কিছু ভালো প্রতিবেদন।

blogadda

ব্লগআড্ডার আছে নির্বাচনের জন্য খুব ভালো ডিজাইন করা সামাজিক মিডিয়া এগ্রেগেটর যা নির্বাচন- সম্পর্কিত ব্লগ থেকে ছবি, ভিডিও আর পোস্ট সংকলন করে।

ওয়ানভোট এরও খুব ভালো ডিজাইন করা সামাজিক মিডিয়া সংকলক আছে যা ভারতের নির্বাচন সংশ্লিষ্ট ছবি, ভিডিও, টুইট, ব্লগ পোস্ট আর সংবাদপত্রের রিপোর্ট একত্র করে থাকে।

Votereport

ভোট রিপোর্ট ইন্ডিয়া হচ্ছে নাগরিক সাংবাদিকদের দ্বারা পরিচালিত এবারের নির্বাচন পর্যবেক্ষণ প্লাটফর্ম। এটি চেষ্টা করে নির্বাচন প্রক্রিয়ার অসামঞ্জস্যতা নিয়ে সংবাদ রিপোর্ট, ব্লগ পোস্ট, ছবি, ভিডিও আর টুইট মেসেজকে সরাসরি রিপোর্ট করতে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া এইসব নির্বাচনের সাথে সংশ্লিষ্ট তথ্য এক জায়গায় করে একটা ইন্টারএকটিভ মানচিত্রে সন্নিবেশিত করে সহজে খুঁজে পাবার জন্যে (আমাদের আগের পোস্ট দেখেন বিস্তারিত জানার জন্য)।

এধরনের অনেক সংবাদ সূত্র একে অপরের সাথে লড়াই করতে থাকায়, ভারত আর এর বাইরের নির্বাচন পর্যবেক্ষকদের সমস্যা হবে না তাদের নিদির্ষ্ট সংবাদ আর মতামতের প্রয়োজন মেটানোর জন্যে সঠিক উৎসটি খুঁজে পেতে।

ভারতের ২০০৯ লোকসভা নির্বাচন নিয়ে আপনার প্রিয় সংবাদ আর বিশ্লেষণের সাইট কোনটি?

এই পোস্টটি ভারতের নির্বাচন (২০০৯) নিয়ে গ্লোবাল ভয়েসেস বিশেষ কাভারেজ পাতার একটি অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .