পানি নিয়ে ওয়ান টেক আয়োজিত আর্ন্তজাতিক ভিডিও প্রতিযোগিতা

“পরিষ্কার ও নিরাপদ খাওয়ার পানি পাবার অধিকার কি মৌলিক মানবাধিকার? কেন? বা কেন না?”

এই প্রশ্ন করেছে ওয়ান টেক আপনার নিজের ভাষায় উত্তর দেয়ার জন্য, যা একটি ২ মিনিটের বেশী দীর্ঘ না এমন ভিডিওতে রেকর্ড করতে পারেন। এই ভিডিওটি পরে তাদের সাইট আর ডটসাবে আপ্লোড করা যাবে আর এটাকে অন্তত আর একটা ভাষায় সাবটাইটেলকৃত করা হবে। এই মাসেই বিশ্বের নেতারা তুরষ্কের ইস্তাম্বুলে একত্র হবেন বিশ্ব পানি ফোরামের সম্মেলনে উপরের আলোচনাটি করতে। তাদের কেউ কেউ যদিও মনে করেন যে পানি অধিকার না বরং একটা মৌলিক চাহিদা হতে পারে কিন্তু কিছু দেশ, যার মধ্যে আমেরিকা, চীন আর কানাডা আছে, তারা মনে করে না যে এটাকে একটা মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত করা উচিত। এই প্রতিযোগীতা আমাদের সুযোগ দেখানোর যে আমরা কোন ব্যাপারটায় বিশ্বাস করি, আর আমাদের কন্ঠ শোনাতে পারি।

আপনার এন্ট্রি জমা দিতে পারবেন এপ্রিল ১৫ থেকে জুন ১৫ এর মধ্যে, একজন একটি করে এন্ট্রি যাতে অনেকের সুযোগ হয়। পুরস্কার হিসেবে রয়েছে প্রথম স্থানের জন্যে ৫০০ আমেরিকান ডলার, রানার্স আপের জন্য ৩০০ আমেরিকান ডলার আর আমেরিকান ডলার ৩০০ পাবে যে ভিডিওতে সব থেকে বেশি ভাষায় সাবটাইটেল থাকবে সেটি। প্রতিযোগীতার পুরো নিয়ম এখানে পাওয়া যাবে। নীচের ভিডিওতে তথ্য আছে প্রতিযোগীতায় অংশগ্রহণ আর যোগ্যতা সম্পর্কে য অনুসারে বিজয়ীদের বাছাই করা হবে। ডটসাবের মাধ্যমে এই ভিডিওতে বিভিন্ন ভাষার সাবটাইটেল আছে।

তারা যে বিষয়ের উপরে ভিত্তি করে বিচার করবে তা হলো: চিত্র আর শব্দ কতোটা পরিষ্কার, লেখার মান, ক্যামেরাতে সামনে দেয়া বক্তব্য, আর বিষয় সম্পর্কে তাদের অনুভুতি আর বিশ্বাস আর নতুনত্ব।

এখানে একটা প্রতীকি ভিডিও তারা আপলোড করেছে দেখাতে যে কি ধরনের ভিডিও তারা খুঁজছে:

যদি পানির স্বল্পতা নিয়ে আপনি জানতে চান, ‘দ্যা ওয়ার্ল্ডস ওয়াটার‘ ব্লগ সুপারিশ করে ইরিনা সালিনার ফ্লো তথ্যচিত্রটিকে। এর ট্রেলার আপনি এখানে দেখতে পারেন। এই তথ্যচিত্র ভারত, বলিভিয়া, ইউরোপীয় দেশসমূহ আর আমেরিকার উদাহরণ নিয়েছে এই বার্তা পৌছানোর জন্য: যদি প্রত্যেক মানুষের বাঁচার জন্য পানি প্রয়োজন (কারন আমরা ৭৫% পানি দিয়েই তৈরী), তাহলে পরিষ্কার পানি শুধু তাদের জন্য কেন যারা এর মূল্য দিতে পারবে আর তাদের জন্য না যাদের এটা প্রয়োজন?

ডটসাব একটা স্বেচ্ছাসেবীমূলক ভাষান্তর আর সাবটাইটেল সমাজ। যেকেউ ভিডিওর ভাষান্তর এখানে যোগ করতে পারে আর আপনি চাইলে অন্য ভিডিওর ভাষান্তর করতে পারেন। শুরু করার জন্য আপনার কেবল দরকার লেখাসহ আপনার ভিডিও আপলোড করা আর তারপরে অন্যদের বলা সাইটে তাদের ভাষান্তর দেয়া, শেষ হওয়া ভাষান্তর আপনা আপনি ভিডিওতে দেখা যাবে। এই প্রতিযোগিতার জন্য অবশ্য লেখা ছাড়াও আপনাকে অন্য একটা ভাষায় ভাষান্তর দিতে হবে। আপনি যদি অংশগ্রহণ করেন, দয়া করে মন্তব্যে সেটি জানান, আমরা তা দেখে নেব!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .