- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

জর্জিয়া: পবিত্র শিশু জন্মহার বৃদ্ধি

বিষয়বস্তু: মধ্য এশিয়া-ককেশাস, জর্জিয়া, উন্নয়ন, ধর্ম, যুবা, শিল্প ও সংস্কৃতি

ভূতপূর্ব সোভিয়েত জর্জিয়াতে শিশু জন্মহার শতকরা ২০ ভাগ বৃদ্ধি পেয়েছে আর দেশের অর্থোডক্স গির্জা এর বেশীরভাগ কৃতিত্ব নিচ্ছে। এই পুরাতন খ্রীস্টান দেশে শিশু জন্মহার বৃদ্ধির এই অলৌকিক ঘটনা সম্ভব হয়েছে জর্জিয়ান চার্চের একটা কথা দেয়ার কারনে যে তারা ব্যক্তিগতভাবে প্রতিটি নবজাতককে নামকরন করবে। ব্লগারদের মনে এটা মনে হয় ছাপ ফেলেছে।

মাই ব্লগিয়ান এই সংবাদের উপরে মন্তব্য করেছেন [1]:

ভূতপূর্ব সোভিয়েত জর্জিয়ার কুমারির দরকার নেই পবিত্র গর্ভধারনের জন্য। বরং জনসংখ্যা বৃদ্ধির জন্য, জর্জিয়ার পবিত্র ধর্মযাজক কথা দিয়েছেন যে সকল পরিবারে এরই মধ্যে দুইটা সন্তান আছে তাদের নবজাতককে তিনি নিজে নামকরন করবেন।

উ উই তার মতামত যুক্ত করেছেন [2]:

বিবিসি ছটফট করছে যে ধর্মজাজক জর্জিয়ার জন্মহার বৃদ্ধি করছেন, তার নিজের চেষ্টায়। গতানুগতিক পদ্ধতিতে না (কোন ভাতিজা বা স্বজনপ্রীতি না) বরং এই বছরে জন্ম নেয়া যেকোন বাচ্চার গডফাদার হয়ে। জর্জিয়াবাসী ধর্মপ্রান হওয়ায়, এটাকে গুরুত্ব সহকারে নিয়ে এই বছর জন্মহার বাড়িয়ে দিয়েছে।

আমেরিকান পাপিস্ট এতে উদ্বুদ্ধ: [3]

আমি সপ্তাহের সংবাদ উচ্চ:স্বরে শেষ করতে চাই। এটার থেকে ভালো হতে পারে না:

ভেবে দেখেন আমেরিকার বিশপ যদি তার এলাকার পরিবারের জন্য একই ঘোষণা দিতেন?