কলম্বিয়া: জাতীয় পুলিশ বাহিনী তাদের কাজ ইউটিউবে তুলে ধরছে

কলম্বিয়ার পুলিশ বাহিনী একটি নতুন পরিকল্পনা তৈরী করেছে। সেখানে তারা কিভাবে নিজেদের ভেতরে কাজ করে, তার কিছু উদাহরণ ইউটিউব চ্যানেলে তুলে ধরেছে। তারা যে সমস্ত নতুন প্রযুক্তি প্রয়োগ করছে সেগুলো এই সমস্ত ভিডিওতে দেখা যাচ্ছে। নাগরিকদের সাহায্য করার জন্য তাদের পুলিশকে ধন্যবাদ জানানো, পুলিশের নতুন প্রচারণা ও যখন তারা অভিযানে থাকে সেই সময়কার গোলাগুলির দৃশ্য এই সমস্ত ভিডিওতে তুলে ধরা হয়েছে।

নীচের ভিডিওতে দেখা যাচ্ছে, একজন বিদেশী পুলিশকে ধন্যবাদ দিচ্ছে। যখন মেডেলিনের শহরতলীতে তার জিনিষপত্র ছিনতাই হচ্ছিল, ঠিক তখনই সময়মতো পুলিশ এসে হাজির হয়।

এর পরের ভিডিওতে রয়েছে কলম্বিয়ার একমাত্র মহিলা স্নাইপার (লক্ষ্যভেদী বন্দুক চালক) এর সাক্ষাৎকার:

এমনকি তাদের কাছে সেই দৃশ্য রয়েছে, যেখানে কলম্বিয়ার আর্ন্তজাতিক পুরস্কার পাওয়া গায়ক জুয়ানেস পুলিশ সদস্যসের উৎসর্গ করে গাওয়া গান, ‘এ কাপ্পেলা’ গাওয়ার আগে পুলিশকে ধন্যবাদ দিচ্ছে।

শেষ এই ভিডিওটিতে মেডেলিন শহরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ডেভলাপমেন্ট ব্যাংকের সম্মেলন অনুষ্ঠানের সময় যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল তার বর্ণনা রয়েছে। সে সময় শহরের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে শহরের উপরে হেলিকাপ্টার উড়ছিল যাতে শহরটির অনেক পরিচিত চেনা এলাকাকে উপর থেকে দেখা যায় ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .