জি২০ভয়েস প্রকল্পে গ্লোবাল ভয়েসেস সহায়তা করছে

জি২০ ভয়েস প্রকল্পের অংশ হিসেবে সারা বিশ্বের ৫০ জন ব্লগার লন্ডনে জমায়েত হয়েছেন। বিশ্ব নেত্রীবৃন্দ আজ (২রা এপ্রিল) লন্ডনের জি২০ সমিট উপলক্ষে এক সাথে মিলিত হয়েছেন এবং এই ব্লগাররা একই সময় লন্ডনে সমাবেত হয়েছেন আমাদের ‘চোখ ও কান’ হিসেবে উপস্থিত থাকতে। ২২টি ভিন্ন দেশের ব্লগাররা এসেছেন এবং তারা বিশ্বের ১৪০ কোটি অনলাইন পাঠক এবং অংশগ্রহনকারীর প্রতিনিধিত্ব করছেন।

জি২০ভয়েস প্রকল্পের অংশীদার হতে পেরে গ্লোবাল ভয়েস খুশী। এই প্রকল্পের সাথে আছে অক্সফাম গ্রেট ব্রিটেন, সেভ দা চিলড্রেন, ওয়ান, এবং ব্লু স্টেট ডিজিটাল

জি২০ভয়েস কাভারেজ দেখুন এখানে http://www.whitebandaction.org/en/g20voice

1 টি মন্তব্য

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .