- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

গ্লোবাল ভয়েসেস বই পাঠের চ্যালেন্জ: বইয়ের মাধ্যমে সারা বিশ্বকে জানুন

বিষয়বস্তু: উন্নয়ন, নতুন চিন্তা, ভাষা, শিল্প ও সংস্কৃতি, সাহিত্য, ঘোষণা

[1]

আগামী ২৩শে এপ্রিল হচ্ছে ইউনেস্কো বিশ্ব বই দিবস [2]। গ্লোবাল ভয়েসেসের লেখকেরা শুধু ব্লগই ভালবাসে এমন না – তারা বই পড়তেও পছন্দ করে। আমরা যেহেতু মনে করি যে সাহিত্য পঠনের মাধ্যমে অন্যান্য দেশের সংস্কৃতি সম্পর্কে জানা যায় এবং এটি খুবই আনন্দদায়ক তাই আমরা একটি বই পাঠ প্রতিযোগীতার আয়োজন করেছি। গ্লোবাল ভয়েসেস এর লেখক, পাঠক এবং বিশ্বব্যাপী যে কোন ব্লগার এতে যোগ দিতে পারবেন।

গ্লোবাল ভয়েসেস বই পাঠের চ্যালেন্জটি হচ্ছে নিন্মরূপ:

১) আগামী মাসে আপনি এমন একটি দেশের বই পড়ুন যে দেশের সাহিত্য আপনি আগে কখনও পড়েন নি।
২) আপনি এপ্রিলের ২৩ তারিখ বা সেই সপ্তাহে এটি নিয়ে একটি ব্লগ পোস্ট লিখুন।

আপনি যদি জানতে চান যে ভিয়েতনাম, বলিভিয়া, মোজাম্বিক, নিউজিল্যান্ড বা অন্য যে কোন দেশের কোন উল্লেখযোগ্য বইটি পড়বেন তাহলে দয়া করে মূল ইংরেজী পোস্টের মন্তব্যের স্থানে [3] প্রশ্নটি রাখুন। কেউ নিশ্চয়ই আপনাকে সাহায্য করবে।

আপনার দেশের উল্লেখযোগ্য কোন বইটি বিশ্বের পাঠকরা পড়তে পারে তাও আপনি উক্ত মন্তব্যের স্থানে জানিয়ে দিতে পারেন।

আপনারা কোন বই পড়ার পর (এবং এ নিয়ে ব্লগে লেখার পর) দয়া করে আমাদের জানাবেন। আমরা জানতে আগ্রহী যে আপনার এই সাহিত্য যাত্রায় আপনি কি অভিজ্ঞতা লাভ করলেন।

আপনারা উপরের এবং নীচের গ্রাফিক্সগুলো ব্যবহার করতে পারেন গ্লোবাল ভয়েসেস বই পাঠের চ্যালেন্জটি প্রচারের জন্যে।
[4]