চায়না: ফেরারী আসামী এখন ব্লগিং করছে?

কিভাবে আলোচিত একজন ফেরারী হয়েছেন:

সর্বকালের বৃহৎ চোরাচালানি চক্রের হোতা লাই চ্যাংঝিঙ একজন ঐতিহাসিক অপরাধী, এবং চীনের একজন বিতর্কিত ব্যক্তিও বটে যার সংস্থার অর্থের পরিমাণ ১০০০ কোটি টাকা। কেন্দ্রীয় সরকার তার রাজত্ব সমূলে নির্মূল করার সিদ্ধান্ত গ্রহণ করল যখন তখন কানাডায় পালিয়ে যাবার পূর্বে সে সমৃদ্ধ সাগর পারের শহর জিয়ামিনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসাবে বিবেচিত হত। সে অগনিত জাকজমকপূর্ণ গাড়ী এবং তেলপূর্ণ ট্যাংকার চোরাচালানী করেছে। কেবল একটি বছর, ১৯৯৭ সালেই সমগ্র চীনের প্রয়োজনীয় তেলের ১০% তেল তার সংস্থার মাধ্যমে আমদানি করা হয়েছিল। তারচেয়েও বেশী সিগারেট, রান্নার তেল, টিভি এবং আরও অনেক জিনিসও তার চোরাচালানীর তালিকায় ছিল।

শুধুমাত্র গ্রেড স্কুল ডিপ্লোমা পাশ হওয়া সত্ত্বেও সে প্রভাব বিস্তার করত স্থানীয় আমালাদের উপর, দূর্ণীতিতে যুক্ত করত এবং নিয়ন্ত্রণ করত তাদের প্রায় সবাইকেই বিশেষ করে শুল্ক ব্যবস্থার দায়িত্বে যারা ছিল।

চীনে এটা খুবই বিরল যে একজন ব্যবসায়ীর ক্ষমতা সরকারের ক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে। কিন্তু জনাব লাই ব্যতিক্রম। অস্বাভাবিক সম্পদ এবং তার মহানুভবতাই ছিল মূল চাবিকাঠি। সে প্রায়ই বলত যে, “আমি কোন সরকারী ক্যাডারকে ভয় পাইনা, আমি ভয় পাই যখন ক্যাডারদের কোন অভিলাষ থাকেনা।” লাই এর চিন্তায় বলে, যতক্ষণ পর্যন্ত কোন মানুষের চাহিদা থাকে ততক্ষণ তাকে দিয়ে নিয়ম বহির্ভূত জিনিষ করানো সম্ভব।

তার “লাল কক্ষ” নামে একটি আশ্চর্যজনক বাড়ী আছে, যা আসলে একটি আভিজাত ক্লাব যেখানে সে ক্যাডারদের স্বর্গের অনুভূতি পাইয়ে দিত। কয়েক বছরেই, লাই সক্ষম হয়েচিল একটা বেশ শক্তিশালী ছত্রছায়া বিস্তার করতে, যা বোঝা যায় কারন তদন্তে ৭০০ কর্মকতাকে পাওয়া গেছে যারা লাইয়ের কাছ থেকে ঘুষ নিয়েছে যাদের মধ্যে আছে বেইজিয়ের গণ নিরাপত্তার প্রতি মন্ত্রী লী জিজহু, জিয়ামেনের উপ মেয়র লান পু। যদি না লাই গণ নিরাপত্তা দপ্তরের কোন বন্ধুর কাছ থেকে ফোন কল পেত, বর্তমানে কানাডায় একজন পলাতক না হয়ে বরং অবশ্যই সে ধরা পড়ত এবং এতদিনে মৃত্যুদন্ডে দন্ডিত হত।

তারপর থেকে সে সর্বদাই দেশে ফেরানোর জন্য হুমকিতে থাকে। কানাডায় তার অবস্থানের কারনে চীন-কানাডা সম্পর্কটি একটা স্পর্শকাতর বিষয়ে পরিণত হয়ে যাচ্ছে।
টাইম তার স্বাক্ষাৎকার নিয়েছে এবং দেখিয়েছে অচেনা বিদেশে তার জাঁকজমকহীন জীবনাবস্থা; যাই হোক সম্প্রতি তার নিজের গল্প বলার ইচ্ছে পোষণ করছে। সে ব্লগ লেখা শুরু করছে।

লাই এর ব্লগিং?

কেবিনেট নামের জনপ্রিয় একটি ডিসকাসন বোর্ড এর একটি পোষ্ট যার নাম “ লাই ব্লগিং করছে, সে কি বলতে চাইছে?” প্রকাশিত হয়েছিল মার্চের ৩ তারিখ, যা দ্রুততর অনেকের মনোযোগ কেড়েছিল।

লাই চ্যাংঝিঙ এই নামটিই একটি শিরোণাম হওয়ার জন্য যথেষ্ট। ১৯৯৯ সালে প্রতিদিনের সংবাদপত্র তার খবরে ভরপুর থাকত। তাকে চিত্রায়িত করা হত একজন ক্ষমার অযোগ্য পাপী হিসাবে। যাইহোক, চীনা আমলাতন্ত্রের অন্ধকার দিকটাও একই ভাবে উন্মোচিত হয়েছে বলে প্রতীয়মান হয়।

এই পোষ্টে, একটি লিংক লোকজনকে ফেসবুকএর মত একটি সামাজিক নেটওয়ার্ক ওয়েবসাইট এর প্রতি নির্দেশ করে, যাকে বলা হবে দ্যাটস মেট্রো। ফ্যাট-ঝিঙ নামক ব্লগারটির প্রথম পোষ্ট তার জীবনের শুরুর কথা যা সম্পূর্ণ লাই এর জীবনের সাথেই মানানসই।

তার দ্বিতীয় পোষ্ট এখন বেশ আলোচিত, যা একটা ক্ষমাপত্রের মতই, একই সাথে বর্তমানে চীনে চালু ব্যাপক অনিয়ম ও দুর্ণীতির একটি তথ্যচিত্রও বটে।
সে চোরাচালানী বিষয়ে বক্তব্য দেয়।

再说说走私。我理解的走私是把外国的好东西运到本国来,坏东西是没有人要运的(或者说走私的)。10多年前或者20多年前,走私的汽车也好,设备也好,电脑也好,只要走私的就代表高质量的。联想集团的柳大哥,你们公司是不是也是走私起家的?如果世界上没有贸易壁垒,能有走私吗?这就是我说的制度的漏洞。这种贸易壁垒,各个国家都有的,不过,西方国家抓到走私的,一般罚款为主,即使判刑也很轻的。因为走私没有损害他人的基本生存权利,没有剥夺任何人的生命权,最多是把财富进行再分配….

আমাকে চোরাচালানি নিয়ে বলতে দিন। আমি বুঝি যে চোরাচালানি হলো কেবল বিদেশ থেকে ভাল জিনিস চীনে নিয়ে আসা। কেউ খারাপ জিনিস চায়না। প্রায় এক দুই দশক পূর্বে, যা কিছু চোরাচালানি হতো সবই ভাল মানের। জনাব লিউ (চীনের সর্ববৃহৎ কম্পিউটার কোম্পানী লেনোভার হর্তাকর্তা), তোমার কোম্পানীকে কি চোরাচালানী করতে দেখা যায় নি? যদি বিশ্বে কোন বানিজ্য বাধা না থাকত, তখনও কি চোরাচালানী থাকত? এটাই আমাদের পদ্ধতির দূর্বলতা। পশ্চিমা দেশগুলোতে, সর্বোচ্চ পর্যায়ে গেলে চোরাকারবারীদের সাধারণ ভাবে জরিমানা করা হয়, কারন তারা কারও মৌলিক অধিকারে হস্তক্ষেপ করে না। এটি জনগণের জীবনের জন্য হুমকি স্বরূপ নয়। খুব বেশী হলে এটি সম্পদের একটি পুন:বন্টন…

说到剥夺人的生命权,这不得不提及一个人,他就叫牛根生,蒙牛公司的老板。牛老板的生意就是杀人,剥夺人的生命权,老人不放过,年轻人不放过,特别是从娃娃杀起。

বঞ্চিত জনগণের কথা বলতে গিয়ে বলে, আমাকে একজন ব্যক্তির নাম উল্লেখ করতেই হবে। তার নাম নিউ গ্যানসেঙ, যিনি ম্যাঙ নিউ ডেইরির প্রধান ব্যক্তি। তার ব্যবসা পুরোটাই জীবনে বঞ্চিত লোকদের জন্য। সে কাউকে ফেরায় না, তাই সে বৃদ্ধ হোক, যুবক হোক বা শিশু।

এখানে, সে পরোক্ষভাবে উল্লেখ করেছে ম্যালামাইন সমস্যার কথা যা বেশী দিন আগে নয়, যা অসংখ্য শিশুর মৃত্যু ঘটায় কারন শিশুর খাদ্য তৈরীর পদ্ধতির মধ্যে বেআইনী রাসায়নিক দ্রব্য যুক্ত করা হয়। আরও আছে, ম্যাঙ্গ নিউ অভিযুক্ত হয় এমওপি ব্যবহারের জন্য, যা কিনা এমন একটি রাসায়নিক দ্রব্য যা ক্যানসার সৃষ্টি করতে পারে।

একজন ক্ষমার অযোগ্য চোরাকারবারী অথবা একজন ব্যবসায়ী ভুল সময়ে জন্ম নিয়েছিল?

ব্লগের বিশ্বাসযোগ্যতা এখনও নিশ্চিত নয়। কথিত আছে ব্লগটি বিশ্বাসযোগ্য নয়, কারন যখন ভার্জিনিয়া টেক এ মস্তকবিচ্ছিন্নকরণ খুনটি সংঘটিত হয়, খুনীর ব্লগও একই হোস্টে পাবার কথা ছিল। সে কারনে, মানুষজন সন্দেহ করে যে ব্লগটি ভূয়া এবং শুধুমাত্র ওয়েবসাইটের প্রচারের জন্য।

যাইহোক, এই পোস্টে মন্তব্যগুলো রয়ে গেছে যা বেশ চমকপ্রদ। ১৯৯৯ সালের ক্ষমার অযোগ্য পাপী, পলাতক হিসেবে ১০ বছর কাটানোর পর, জনমনে তার সম্পর্কে ধারণা পরিবর্তন করতে চাচ্ছে বলে মনে হচ্ছে, এবং অনেক বন্ধুবৎসল হয়ে উঠছে। অসংখ্য মন্তব্যে লাইয়ের প্রতি গভীর সমবেদনা প্রকাশ পেয়েছে।

有隆奶大 বলে,

星哥,阮专程注册来顶你。但愿你身在他乡能幸福过日子,不再受迫害

জিঙ, আমি এখানে এসেছি শুধু তোমার পক্ষ নিতে। আশা করি বিদেশে তোমার ভাল সময় কাটছে, কোন শুনানীর হুমকির মুখে পড়তে হয়নি।

牛逼党主席 বলে,

以前天天听老大的大名。终于有机会来回帖子。
一梦醒来,发现自己以前被愚的厉害
同样发现很多国人被渔民的厉害
肥仔,继续写博,偶们支持你的自由。

আগে প্রতিদিনই আমি তোমার নাম শুনতাম। এখন অবশেষে আমার সারা দেয়ার একটা সুযোগ এসেছে।

স্বপ্ন থেকে জেগে, আমি অনেক বোকা রয়ে গেছি এবং আগেও ছিলাম। ঠিক সেরকম আমার দেশের আরও অনেকেই। ব্লগ লিখতে থাক, আমরা এখন তোমার মুক্তির পক্ষে দাঁড়াব।

快乐大灰狼:

2000年我正好在厦门,每天都要经过那幢你曾经引以为豪的大厦(可惜没完工),那时候每天听到最多的就是你的传奇故事,还有些有的没的传闻。不过我听到的90%的厦门市民对你都是有好感的…

জিয়ামিনে এটা ২০০০ সালে ঘটেছিল। আমি প্রতিদিন লাল কক্ষের পাশ দিয়ে যেতাম এবং শুনতাম তোমাদের সব ঐতিহাসিক কথা এবং গল্প। আমি আরও শুনেছিলাম যে ৯০% জিয়ামিন নাগরিক মনে করে তুমি তাদেও জন্য ভালই করেছ।

একজন অপরাধী-লাই যে রাষ্ট্রে অপ্রিয় হয়ে উঠেছিল কিন্তু কখনই জনগনের মতামতের সাপোর্ট পায়নি, এখন সে জনপ্রিয় হওয়ার পেছনে অন্যতম একটি কারন হলো তেলের কম মূল্য যা সে এনে দিয়েছিল।

একজন ডায়ালোগ ব্লগার 百草止水 তার ব্লগে লিখেছে কেনো একজন ক্যাব চালক ভাবে লাই তেলের মূল্য কমানোয় অবদান রেখেছে সহনশীল করেছে এবং যা রাষ্ট্র পরিচালিত একচেটিয়া কোম্পানী সিএনপিসি এবং সিপিসিসি এর সাথে প্রতিযোগীতা করে।

The oil price just started to climb up at the time. I was in a taxi chatting with the driver.
তেলে মূল্য সে সময় কেবল মাত্র বৃদ্ধি পেতে শুরু করেছিল। আমি একটি ট্যাক্সিতে বসে চালকের সাথে আলাপ করছিলাম।

百草止水:师傅,现在油价上涨,您的油钱多开支不少吧?
司机:谁说不是呢,我们辛辛苦苦赚的钱,很大部分都送给石油公司了。
百草止水:其实石油公司也多赚不到多少钱,他们的炼油成本也涨,利润增加不了多少。
司机:你不懂,国际油价上涨,他们就立即上调油价;国际油价下跌,他们要延迟许久才会把油价降下来。这里面道道很多,他们怎么说都有理,老百姓搭不上话。

ব্লগার: তেলের মূল্য ওঠা নামা করছে। পেট্রেলিয়ামের জন্য তোমাকে অনেক ব্যয় করতে হবে?
চালক: জ্বি, অবশ্যই তাই। আমরা যা আয় করি তার বেশীর ভাগই তেল কোম্পানীর কাছে চলে যায়।

ব্লগার: কিন্তু আসলে তারাও বেশী আয় করতে পারেনা, তাই নয়কি? অপরিশোধিত তেলও অনেক দামে পায় তারা, তাই প্রকৃত পক্ষে খুব বেশী লাভ তারা করতে পারেনা।
চালক: না, তুমি আসল ঘটনা জানোনা। তারা উৎপাদিত তেলের মূল্য ঠিক তখনই বাড়িয়ে দেয় ঠিক যখন আন্তর্জাতিক বাজারে মূল্য বেড়ে যায়, কিন্তু আন্তর্জাতিক বাজারে কমে গেলেও তারা অতটা কমায় না। তারাই সব নিয়ন্ত্রণ করে অথচ আমরা জনগণ কিছু বলতে পারিনা।

তা শুনে, ব্লগারটি কৌতূহলের সাথে উল্লেখ করে যে সিএনপিসি এবং সিপিসিসি নামের প্রতিষ্ঠিত তেল কোম্পানী দুটি সবসময় অভিযোগ করে আসছে এই বলে যে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক তেলের মূল্য তাদের সর্বদা ঘাটতির মধ্যে ফেলে কষ্ট দেয়। অভিযোগ অনুযায়ী, তারা বিশ্ব বাজার হতে অশোধিত তেল ক্রয় করে, সেগুলো পরিশোধিত করে এবং তারপর পেট্রেলিয়ামজাত পদার্থ চায়নাদের কাছে অপেক্ষাকৃত কম মূল্যে বিক্রয় করে। চালকেরা এটা অবিশ্বাস করে চিৎকার করে ওঠে।

司机:你想啊,如果国内油价比国外低,走私能赚钱吗?只有国内油价远远高于国际价格,才会有人甘冒杀头的危险去走私。赖昌星通过走私赚了数百亿元,钱从哪里来?不就是国内油价高出国际价格的部分吗?

চালক: ওটা সম্পর্কে ভাবুন, যদি আভ্যন্তরীন তেলের মূল্য বাইরের থেকে সত্যি কম হয়, চোরাকারবারী কি কোনরূপেই লাভজনক হয়? কেবলমাত্র যখন দেশীয় মূল্য বেশ চড়া হবে, চোরাচালানির ঝুঁকি কেবল তখনই লোকজন নেবে। লাই চ্যাংঝিঙ আয় করেছে বিলিয়ন বিলিয়ন। সেগুলো কোত্থেকে এসেছে? এটা অবশ্যই সেই ফাঁক থেকে যার দ্বারা আভ্যন্তরীন মুল্য আন্তর্জাতিক বাজারের থেকে বেশী হয়ে ওঠে।

সে কারনে চালকটি শেষে বলে:

司机:所以啊,我们司机都非常喜欢赖昌星,中国有十个赖昌星,汽油价格非剧烈下跌不可,也就不会像现在这样昂贵了。

সুতরাং, আমরা চালকেরা লাইকে ভীষন পছন্দ করি। যদি ১০ জন লাই চ্যাংঝিঙ থাকত, নাটকীয়ভাবে তেলের মূল্য কমে যেত।

走私油冲击了国内燃油市场,从而迫使燃油掉价,老百姓就能得到实惠。

লাইয়ের চোরাচালানিকৃত তেল একচেটিয়া ব্যবসায়ীদের তৈরী করা প্রতিবন্ধকতাকে ভেঙে দিত এবং তেলের মূল্য কমাতে চাপ সৃষ্টি করত। ফলত জনগণই সুফল পেত।

ব্লগার ওয়ান পয়েন্ট ফাইভ এর লেখাতে এই যুক্তির প্রতিফলন দেখা যায়, যা প্রতিষ্ঠিত তেল কোম্পানগুলোকে লজ্জা দিয়ে সামলোচনা করেছে:

去年,中石化在实现净利润396亿元的情况下,同样借助炼油部分亏损向政府一次性“领取”补助100亿元。

গত বছর, ৩৯.৬ বিলিয়ন মোট লাভ হওয়া সত্ত্বেও সিপিসিসি সরকারের কাছে ১০ বিলিয়ন ক্ষতিপূরণ চেয়েছে এই আর্জি বলে যে অশোধিত তেল সে চড়া দামে কিনেছে অথচ ব্যবহারযোগ্য তেল বেচেছে কম দামে।

যৌক্তিক ভ্রান্তিটা হলো এই যে যদি লাই বিদেশ থেকে চোরাচালানি করে ব্যাপক উপার্জন করতে পারে তবে আভ্যন্তরীন তেলের মূল্য কম থাকার কোন কারন থাকতে পারেনা।
সেই কারনেই ইন্টারনেটে একটি পোষ্ট সাহসিকতার সাথে প্রচারিত হয়েছে।

怀念赖昌星,怀念一元多油价的日子

লাই চ্যাংঝিঙ নেই, ১ ইয়নের তেলের দিন ও নেই।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .