- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

নারী জীবন: বসন্তকে স্বাগতম

বিষয়বস্তু: দক্ষিণ এশিয়া, বাংলাদেশ, ডিজিটাল অ্যাক্টিভিজম, শিল্প ও সংস্কৃতি, সঙ্গীত, রাইজিং ভয়েসেস

নারী জীবনের ব্লগাররা তাদের দেশ আর সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরতে আগ্রহী। বাংলাদেশে বসন্তের ব্যাপ্তি ফাল্গুন আর চৈত্র এই দুই মাস মিলে। বসন্তের প্রথম দিন (পহেলা ফাল্গুন) ফেব্রুয়ারির ১৩ তারিখে উদযাপিত হয়েছে। বাংলাদেশের বসন্ত রঙ আর উৎসব নিয়ে আসে সবার জীবনে। নারী জীবনের ব্লগাররা পহেলা বসন্ত উদযাপনের জন্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের [1] আয়োজন করে যার মধ্যে ছিল ঐতিহ্যবাহী গান, নাচ আর পহেলা ফাল্গুন সংশ্লিষ্ট কবিতা আবৃত্তি। তারা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করে জনপ্রিয় একটি রবীন্দ্র সংগীত (আহা আজি এ বসন্তে) দিয়ে। বিস্তারিত ভিডিওতে দেখুন [2]

জান্নাতুল ফেরদৌস জনপ্রিয় বাংলা গান বৃষ্টি পড়ে টাপুর টুপুরের সাথে নাচ করেন। ভিডিওটি [3] এখানে আছে:

(নারী জীবনের) ব্লগাররা প্রায়শ:ই বাংলাদেশের প্রকৃতি আর সৌন্দর্য নিয়ে লিখেছেন আর প্রায়ই ছবি পোস্ট করেন:

মোহতারিমুন নাহার [বিপা] পহেলা ফাল্গুন উদযাপন করতে বুড়িগঙ্গা আর শীতলক্ষ্যা নদীতে নৌকা ভ্রমণ করেছেন [4]। তার ছবিসহ পোস্টে বিস্তারিত পাবেন। তিনি গুলশান পার্কের হর্টিকালচার সেন্টারের কিছু সুন্দর ফুলের ছবিও [5] পোস্ট করেছেন:

Gulshan park

“পদ্মা যমুনা মধুমতি আর
মেঘনার মালা কন্ঠে পরি,
দাঁড়ায়ে রয়েছে সুজলা যে দেশ
সেই দেশে বাস আমরা করি।”

ছবি আসমা আকতার চৈতির সৌজন্যে [6]

ছবি আসমা আকতার চৈতির সৌজন্যে

আয়েশা সানজিদা সিনথিয়া বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য [7] নিয়ে লিখেছেন:

প্রকৃতির লীলাক্ষেত্র আমাদের এ রূপসী বাংলাদেশ। পার্বত্য চট্টগ্রামের পাহাড়, জলপ্রপাত, বনভূমি এদেশকে করে তুলেছে অপূর্ব রূপময়।এছাড়াও বাংলাদেশের কিছু পাহাড়-পর্বত ছাড়া সমগ্র বাংলাদেশ এক বিশাল বদ্বীপ। অর্থাৎ, সমভূমি অঞ্চল।

ছবি জান্নাত আরা আমজাদের সৌজন্যে [8]

ছবি জান্নাত আরা আমজাদের সৌজন্যে

সম্প্রতি আমি গ্রামে গিয়েছিলাম। আমি আমার জীবনের প্রথম ট্রেনে উঠেছিলাম। ধীরে ধীরে ট্রেনটি শহর পেরিয়ে গ্রামে চলে এলো। আবহাওয়া ছিল অনেক ভাল। উপরে পরিষ্কার আকাশ, নিচে সবুজ শ্যামলা সুন্দর ও মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায়।

ছবি হীরার সৌজন্যে [9]

ছবি হীরার সৌজন্যে

তসলিমা আখতার আহসান মঞ্জিলে গিয়েছিলেন এবং বাংলাদেশের অতীব গুরুত্বপূর্ন এই স্থাপত্যশিল্পের কিছু ছবি পোস্ট করেছেন তার ব্লগে [10]

গত জানুয়ারিতে আমি নারী জীবন আর এর ব্লগারদের সাথে দেখা করে আর ব্লগিং এর উপরে সংক্ষিপ্ত একটা কর্মশালা নিয়ে খুবই আনন্দিত হয়েছিলাম। লক্ষ্য ছিল ব্লগারদের প্রশ্নের উত্তর দেয়া, তাদের সমস্যা আর চ্যালেঞ্জ নিয়ে কথা বলা আর তাদেরকে উৎসাহিত করা। এখানে আছে এই ব্যাপারে জান্নাত আরা আমজাদের প্রতিক্রিয়া [11]। ছবিতে দেখুন একদল উজ্জীবিত ব্লগারের ছবি যারা কর্মশালাতে অংশগ্রহণ করেছিলেন।

Bloggers

সুজন জানিয়েছেন [12] যে নারী জীবনের আর একটা প্রকল্পের কাজ শুরু করেছে:

নারী জীবন উন্নয়ন ফাউন্ডেশন (এনজেডিএফ) এইচআইভি/এইডস, গৃহ নির্যাতন, অল্প বয়সে বিবাহ ইত্যাদি নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শুরু করেছে স্বেচ্ছাসেবী প্রশিক্ষণদাতার দল তৈরীর কাজ। এনজেডিএফ এর কিছু কর্মী-ছাত্রীদের উৎসাহীত করে প্রশিক্ষণ দেয়া হচ্ছে যারা স্বেচ্ছাসেবী প্রশিক্ষক হিসাবে কাজ করবে উপরের বিষয় নিয়ে তাদের নিজ নিজ সমাজে। তারা জোর দেবে বিশেষ করে এইচআইভি/এইডস আর গৃহ নির্যাতন এর উপর যেহেতু নারী জীবনের কর্মীরা মনে করেন যে কম বয়সী মেয়েরা এইসব বিষয়ে তাড়াতাড়ি আক্রান্ত হয় আর তরুণ তরুণীরা এগুলো প্রতিরোধে বড় ভূমিকা রাখতে পারে। অন্য দিকে এই সমস্যাগুলো বাংলাদেশের বড় আর প্রধান সমস্যা।