- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

রাশিয়া: স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক “অপ্রেরিত পত্র”

বিষয়বস্তু: রাশিয়া, ডিজিটাল অ্যাক্টিভিজম, ব্যবসা ও অর্থনীতি, শ্রম, সরকার, স্বাস্থ্য

নিচের অংশটি রাশিয়ার স্বাস্থ্য সুরক্ষার উপর লেখা একটি পোষ্ট [1] (রুশ ভাষায়) এর আংশিক অনুবাদ- যা রাশিয়ার রাষ্ট্রপতিকে লেখা একটি আক্রমনাত্মক “অপ্রেরিত পত্র”। ফেব্রুয়ারীর ২২ তারিখে লাইভ জার্নাল (এলজে) ব্যবহারকারী সোব প্যানেক এর লেখা এই পোষ্টটি ইয়ানডেক্স ব্লগ পোর্টালের সর্বোচ্চ ৩০টি পোষ্টের তালিকায় স্থান পেয়েছে এবং যা কিনা কিছু রাশিয়ান মিডিয়া আবার পুন:প্রকাশ করেছে।

[…] লিপেটস্ক এলাকায় ইয়েলটস নামে একটি শহর আছে। এবং ইয়েলটস শহরে ১ নম্বর সিটি হাসপাতাল অবস্থিত। এই হাসপাতালে একটি হেমোডায়ালাইসিস এবং গ্রাভিটেশনাল ব্লাড সার্জারি বিভাগ আছে। প্রসঙ্গত: এটাই শহরের একমাত্র। সাম্প্রতিক সময় পর্যন্ত বিভাগটির নিজস্ব ঘর ছিল রোগীদের জন্য এবং দিনরাত চব্বিশ ঘন্টাই এটা খোলা থাকত। এই কারনে, চিকিৎসক এবং সেবিকারা তাদের মূল বেতনের সাথে অতিরিক্ত কিছু অর্থ পেত: রাত্রিতে, ছুটির দিন এবং সপ্তাহান্তে কাজ করার জন্য। কল্পনা করুন তো মোট কতটাকা বিল হতে পারে শেষে। অনেক বেশী টাকা, ভয়াবহ।

এবং এইভাবে গ্রীষ্মে (প্রসঙ্গত: দুস্প্রাপ্যতার সরকারী কোন খবরের পূর্বেই), লিপেটস্ক আঞ্চলিক স্বাস্থ্য সুরক্ষা কেন্দ্র মাতৃভূমিকে কিছু অর্থ বাঁচাতে একটি উপায় খুঁজে পেয়েছিল। প্রথমত, তারা হেমোডায়ালাইসিস বিভাগের রুমটি সরিয়ে নিতে চাইল, তারপর তারা রাত্রিকালীন কাজ বন্ধ করে দিতে চাইল এবং চাইল রবিবার এবং ছুটির দিনের কাজও বন্ধ করতে।

অবশ্যই, ঐ সকল দায়িত্বজ্ঞানহীন অসুস্থ লোকজন সঠিক উপায়েই নালিশ জানানো শুরু করেছিল। যেমন, তারা মারাত্মক কিডনি অকেজো ধরনের অসুখের শিকার হতে পারে শুধু কার্যদিবসের সকাল ৮টা হতে বিকেল ৫টা পর্যন্তই নয় বরং রাতেও এবং হতে পারে ছুটির দিনেও। এবং তারা হৈচৈ শুরু করেছিল এই কারনে যে কিডনি সমস্যায় ভোগা কোন ব্যক্তি যে কিনা আক্রান্ত হয়েছে রবিবার সকালে, তার হেমোডায়ালাইসিস ছাড়া সোমবার সকাল পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা কম। এবং তারা উদাহরণসরূপ ২০ বছরের একজন নারীর সাম্প্রতিক মৃত্যুর কথা উল্লেখ করে। তাদের জন্য সকলকে সহানুভূতিশীল হবার জন্য, অবশ্যই…

ঠিক আছে, তাহলে নারীটি মারা গেছে-সোমবার পর্যন্ত বেঁচে থাকতে পারেনি। এবং তাতে কি হয়েছে? পৃথিবী উন্নতির নিম্নক্রমে ধাবিত হয়েছে?

এমনকি যদি ইয়েলটস সিটি হাসপাতালের এই বিভাগের সকল গুরুতর রোগী মরে যায়, পৃথিবী সেদিকে ভ্রুক্ষেপ করতে যাবেনা। কারন, সত্য বলতে কি ঐ রুগীগুলো অকারনেই সূর্যের তলে স্থান করে নিচ্ছে। নিজের জন্য বিচার করুন, এইসব অক্ষম ব্যক্তিদের কার প্রয়োজন যারা দীর্ঘদিন ধরে কিডনি প্রতিস্থাপন অপারেশন করার জন্য অপেক্ষা করেই আছে (যা তারা কখনই পাবেনা)-তাদের প্রয়োজন নেই কারও। অথবা ঐ বিভাগের অন্য সেইসব রোগীরা-অতিরিক্ত সেবনের কারনে নেশাগ্রস্ত। তারা পৃথিবীর জন্য আবর্জনা স্বরূপ, কার প্রয়োজন তাদের? এবং বিভিন্ন জীবাণূ সংক্রামিত রোগীদের সকলে? দ্রুত সংক্রামণ জীবাণু বা যাই হোক। চিকিৎসার জন্য তাদের কি প্রয়োজন- এ সবই তাদের দোষ: যাচ্ছেতাই ভাবে ভোজন ও পান করো না।

প্রিয় রাষ্ট্রপতি, এবং আমি এমনকি গুরুতর কিডনি অচল রোগীর বিষয়েও কথা বলছিনা। যদি ঐ সকল লোক স্বাস্থ্যকর জীবন যাপন করত, রাশিয়ার জন্য ভোট দিত, কোন আন্দোলনের মিছিলে যোগ দিত না, সরকারের বিরুদ্ধে কোন রকম প্রচারণা পড়ত না, কোন প্রকার পত্র স্বাক্ষর করতো না (পক্ষে বা বিপক্ষে) – তাদের কিডনি কি অচল হত? অবশ্যই, না।

তাই হ্যাঁ, গ্রীষ্মে এই বিভাগের মেডিক্যাল কর্মচারীরা তাদের রাতের কাজ হতে মুক্তি পেয়েছে এবং মুক্তি পেয়েছে সপ্তাহান্তের এবং ছুটির দিনের কাজ হতে। এইরকম একটা পরিস্থিতিতে একজন স্বাভাবিক ব্যক্তি কি করতে পারে? উল্লাস! এবং তারা- মেডিক্যাল কর্মচারীরা-তারা কি করছে? তারা বিরক্ত। এবং তাদের রোগীর গুরুত্বের পেছনে লুকিয়ে রাখে।

মূলত, মেডিক্যাল পেশাজীবীদের বিরক্তির উদ্রেগ করেছে বেতন কর্তন। কি ধরনের কর্তন- আহ, আদৌ কোন বড় পরিমাণ নয়। উদাহরণ সরূপ, আমার ছোটবোন অ্যানার কথাই ধরি, যে এঈ বিভাগে একজন সেবিকার কাজ করে, ২০ বছরের অভিজ্ঞতা আছে […]- এই দুর্যোগের পূর্বে, সে পেত ৫০০০ রুবল [সেই সময়ের হিসাবে মাসে প্রায় ২০০ ডলার] । এবং বর্তামানে সে পাচ্ছে ৩,৩৮০ রুবল [ প্রায় ১০০ ডলার] পার্থক্যটা কি, তাই না? কোন পার্থক্য নেই আদৌ! ৩.৪০০ পেল না ৪,৩০০ পেল তা নিয়ে সে মোটেও ভাবে না, যখন তাকে বাড়ীভাড়া দিতে হয় ৪,২০০ [এক মাসে]। এমনকি যদি সে ৫০০০ থেকে সামান্য বেশীও পায়, বিড়ালের খাবার কেনার জন্য তার কাছে যথেষ্ট বাড়তি অর্থ থাকবে।

যদি আমি লিপটস্ক আঞ্চলিক স্বাস্থ্য সুরক্ষা বিভাগের হতাম, আমি মেডিক্যাল পেশাজীবীদের ১০০০ রুবলের বেশী একমাসে বেতন দিতাম না। কেনো তাদের আরও প্রয়োজন? তাদের জন্য এই সময় হতে অবসান পর্যন্ত টিকে থাকতে?

দেখুন, প্রিয় প্রেসিডেন্ট, কত অর্থ সঞ্চয় হতে পারে যদি আমরা এটা সারাদেশে প্রয়োগ করি। প্রথমত, সকল মেডিক্যাল পেশাজীবী মরে যাবে, তখন তাদের সকল রোগীও তাদের অনুসরন করবে। রাষ্ট্র তখন একসময় অবিশ্বাস্য লাভ করবেঃ (ক) বেতন হতে অর্থ সঞ্চয় হবে; (খ) অক্ষমতার ভাতার অপরিশোধ হতে অর্থ সঞ্চয় হবে; (গ) পেনশন; (ঘ) বিনামূল্যে প্রদেয় ঔষধ…(হ্যাঁ, হ্যাঁ, বিনামূল্যে- এবং যা আপনি মনে করেছিলেন? আমি এই হাসপাতালের অন্যান্য বিভাগ সম্পর্কে জানিনা, কিন্তু এই হেমোডায়ালাইসিস বিভাগে গুরুতর রোগীদের বিনামূল্যে চিকিৎসা করা হয়!)

গুনতে থাকুন: যন্ত্রপাতি, বিভিন্নরকম মেডিক্যাল যন্ত্র, হাতমোজা এবং সুই, বিল্ডিংয়ের বর্গ মিটার যা দখল করে রেখেছিল কিছু অপ্রয়োজনীয় বিভাগ অথবা পুরো হাসাপাতালটাই।
ক্যানসার যদি অমোচনীয় একটি রোগ হয় তবে কেনো রাষ্ট্রের ক্যানসার হাসপাতাল প্রয়োজন?

কেনো আমাদের দুই মাথা ভল্লুক-দুঃখিত, আবার ভুলক্রমে-আমাদের ঈগল-এর কেনো ঐ সকল গুরুত্ব অক্ষম লোকজনের দেখাশোনা করা উচিৎ, যদি তারা আর দেশের কোন কাজে না আসে? এবং কেনো আমাদের অসুস্থ শিশু দরকার? তার চেয়ে ভাল নতুন শিশুকে জন্ম দেয়া। সুস্বাস্থ্যের কাউকে..

প্রিয় রাষ্ট্রপতি,[…], আগ্রহভরে শুনুন সাধারণ জনগনের মতামত। এবং নজর দিন লিপেটস্ক আঞ্চলিক স্বাস্থ্য সুরক্ষা বিভাগের উন্নতির কাজে। এবং হয়তো আমরা এই মারাত্মক সমস্যা হতে উৎরাতে সক্ষম হব না, কিন্তু কিছু লাভের সাথে এটা হতে ফিরে আসতে পারব।

আমি এই চিঠিটি লিখেছিলাম এবং এটি পাঠানোর পথে ছিলাম (লাইভজার্নাল ব্লগকেতো কে নয় অবশ্যই, কিন্তু আরও অনেককে), কিন্তু একদম শেষমুহূর্তে সিদ্ধান্ত নিলাম আমার বোনকে জানানোর ব্যাপারে।

তাই আমি তাকে ডাক দেই। সর্তক করি তাকে।

সে বলে:“তুমি কি উন্মত্ত? তারা আমাকে বের করে দেবে!”

তাতে কি, আমি তাকে বলি, তোমাকে চাকুরিচ্যুত করতে দাও। তুমি কি হারাবে? তিন হাজার রুবল? এটা কোন বেতনই না, এটা একটা অপমান। আমি তোমাকে ৫০০০ দিতে রাজি আছি, তোমার ঘাড়ে পা দিয়ে চলতে কেবল তাদের বিরত রাখ।

এবং আমার বোন প্রতিউত্তর দেয়: তুমি কিছুই বোঝনা। আমি আমার চাকুরী প্রচন্ড ভালবাসি। আমি এটা ছাড়া বাঁচতে পারিনা। আমার বেতনের সাথে এর কিছূই করার নেই…
দূর!

একমাত্র যে জিনিসটি করতে বাকী তাহলো [ ]। সুখি হওয়াও সম্ভব। দেশের জন্য। দেশের রাষ্ট্রপতির জন্য। এবং, আলাদাভাবে বললে, লিপএটস্ক আঞ্চলিক স্বাস্থ্য সুরক্ষা বিভাগের জন্য। এবং ইয়েলটসের মেডিক্যাল পেশাজীবীদের জন্য। এবং অবশ্যই ইয়েলটসের গুরুতর কিডনি রোগাক্রান্ত রোগীদের জন্য…

প্রিয় রাষ্ট্রপতি, অনুগ্রহ করুন, আমি আপনার নিকট প্রার্থনা করছি: মেডিক্যাল পেশাজীবী সকলের বেতন বন্ধ করে দিন। এবং অনুগ্রহ করে কিছু সেবিকাকে চাপ দিন ( উদাহরণ স্বরূপ, আমার বোনকে) তাদের নিজেদের থলে হতে রাতের কাজের জন্য পরিশোধ করার জন্য। তা নাহলে, আপনার দেশের কোন কিছুই পরিবর্তন হবেনা, কখনই না।