মিশর: ব্লগার মোহামেদ আদেল মুক্ত

মিশরীয় ব্লগার মোহামেদ আদেলকে মুক্তি দেয়া হয়েছে। তার ব্লগের নাম মায়েত(এরই মাঝে মৃত!) এবং ২১শে নভেম্বর, ২০০৮ থেকে বন্দী অবস্থায় ছিলেন তিনি।

আহমেদ আব্দেল ফাতাহ এখানে উপরোক্ত ঘোষণা দিয়েছেন আর আরাবউই তার ব্লগে ঘোষণা করেছেন যে মায়েতকে অচিরেই মুক্ত করা হবে।

কারিম বেহেরি লিখেছেন:

اصدرت نيابة امن الدولة العليا طوارىء بالتجمع الخامس قرار بأخلاء سبيل محمد عادل صاحب مدونة ميت والذى تم اعتقالة منذ اكثر من ثلاثة شهور على خلفية اتهامة بالانضمام الى جماعة سرية مسلحة تقوم بالاتصال عن طريق الانترنت هدفها دعم حماس … وحتى كتابة هذه السطور مازال عادل داخل نيابة امن الدولة العليا بالتجمع الخامس ولم يتم تنفيذ قرار الاخلاء فعليا
مدونة عمال مصر تتقدم ببالغ الفرحة والتهنئة لاسرة عادل واصدقائة وتتمنى له الاخلاء الفعلى خلال وقت بسيط
‘মায়েত’ ব্লগ এর লেখক মোহামেদ আদেলের মুক্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম স্টেট সিকিউরিটি পাবলিক প্রসিকিউশন যাকে আটক করা হয়েছিল ৩ মাসেরও বেশী সময় আগে। মায়েতের বিরুদ্ধে অভিযোগ ছিল হামাসকে সমর্থন করছে এমন ইন্টারনেট- ভিত্তিক গোপন সশস্ত্র দলের সাথে যুক্ত হওয়ার। এই কথাগুলো লেখার মুহূর্ত পর্যন্ত আদেল সুপ্রিম স্টেট সিকিউরিটি পাবলিক প্রসিকিউশন এর হেফাজতে আছে আর আক্ষরিক অর্থে মুক্ত না। ইজিওয়ার্কার্স ব্লগ আন্তরিকভাবে আদেল, তার পরিবার আর তার বন্ধুদের অভিনন্দন জানিয়েছে আর আশা করেছে যে শীঘ্রি তাকে মুক্ত করা হবে।

মোহামেদ আদেলের গ্রেপ্তারের ব্যাপারে আরো তথ্য পাওয়া যাবে এখানে, এখানে আর এই ফেসবুক গ্রুপে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .