ভিডিও: নিজেদের আন্তর্জাতিক দিন উদযাপনকারী নারীরা

A Cactus Flower for Capt. Suresh by http://www.flickr.com/photos/kkoshy/

একটি ক্যকটাস ফুল – সৌজন্য কোশী (http://www.flickr.com/photos/kkoshy/)

আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়ে থাকে ১৯০০ সালের শুরু থেকে: প্রথমে এটি ছিল নারীদের প্রতি সকলপ্রকার বৈষম্য এবং সমতা আদায়ের জন্য দীর্ঘ কঠিন হৈচৈ এবং নারী অধিকারের জন্য লড়াই এর একটি অনুস্মারক হিসেবে। যাই হোক, বিগত কয়েক বছরে, মূল অনেক বিষয়ের মতদ্বৈধ (বিরোধ) সমাধা হয়েছে এবং বর্তমানে দিনটি উদযাপিত হয় খারাপ বিষয়গুলোর অনুস্মারকের পরিবর্তে ইতিবাচক উন্নয়নে। এবং কবিতার পরিবেশন এবং গানের মাধ্যমে, আমরা দেখব কিভাবে সারা পৃথিবীর মানুষ ঠিক সেই কাজটিই করে।

চিলির পরিকল্পনা মন্ত্রী তাদের নারী দিবসের অভিযানের জন্য অনলাইনে ঝুঁকি নিচ্ছে, এবং আজকের জন্য, তারা আমাদের জন্য একটি কবিতা প্রকাশ করেছে যা অনেক নারী পড়েছে। কবিতাটি পাবলো নেরুডার ‘ধোপানী’ এর ছত্র, যা আমাদের কাছে অংকিত করে রাতে একজন নারীর বাড়ীতে কাপড় ধৌত করার চিত্র, একটি জ্বলন্ত মোমবাতি এবং চাঁদ যার সঙ্গী:

La nocturna
lavandera
a veces
levantaba
la cabeza
y ardían en su pelo
las estrellas
porque
la sombra
confundía
su cabeza
y era la noche, el cielo
de la noche
la cabellera
de la lavandera,
y su vela
un astro
diminuto
que encendía
sus manos
que alzaban
y movían
la ropa,
subiendo
descendiendo,
enarbolando
el aire, el agua,
el jabón vivo,
la magnética espuma.

প্রতি রাত্রিতে
ধোপানী
অনেকসময়
উঁচু করে তোলে
আপন মাথা
এবং তার চুলে উজ্জ্বলতা বাড়ায়
তারাগুলো
কারন
ছায়া মিশে থাকে
তার মাথায়
এবং সেই তো রাত, আকাশ
সে রাতের
চুল
সেই ধোপানীর,
এবং তার মোমবাতি
একটি ক্ষুদ্র
তারা
যা আলোকিত করেছিল
তার হাত
যা উঠিয়েছিল
এবং নাড়িয়েছিল
কাপড়গুলোকে,
উপরে উঠেছিল
নিচে নেমেছিল,
তরঙ্গায়িত করছিল
বাতাস, পানি
সজীব সাবান,
আকর্ষণীয় ফেনা।

পেরুতে কালেকটিভ কান্টো আ লা ভিদা এর সদস্য নারীরা লিমাতে পদব্রজে যায় নারী অধিকারের প্রতি সম্মান দেখানোর সাথে সাথে নারীদের যৌন এবং প্রজনন অধিকার অর্থাৎ সুচিকিৎসা মাফিক গর্ভপাত, জোরপূর্বক গর্ভধারণ ক্ষমতা নষ্ট করার বিরুদ্ধাচারণ এবং পিল গ্রহণের পরের দিন প্রবেশের অধিকার এর প্রতিও সম্মান প্রদর্শনের দাবীতে।

পেরুভিয়ান নারীরাই কেবল ঐ ধরনের পদব্রজে অংশ নেয়নি, নেপালনিউজ.কম এবং আন্তর্জালিক নেপালি নিউজ চ্যানেলও রাজধানী শহর কাঠমুন্ডুর নারীদের দ্বারা আয়োজিত একটি পদব্রজের কথা বলে।

এবং সব শেষে ২০০৭ সালের একজন ইউরোভিশন প্রতিযোগী বেলারুশিয়ান গায়ক দিমিত্রি কোলডাম “পৃথিবীর সকল মেয়ের জন্য” নিজের গাওয়া একটি ভিডিও আপলোড করেন, তাদের এই দিনে।

পৃথিবীর সকল নারীকে, শুভ নারী দিবসের শুভেচ্ছা!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .