থ্যান্কসগিভিং দিবসের তাইওয়ানিজ রূপ

আমেরিকানদের থ্যান্কসগিভিং (ধন্যবাদজ্ঞাপন) দিবসের জন্য ছুটির দিন আছে দেখে, অ্যালানরু চেষ্টা করেন তাইওয়ানে একইরকম কোন উৎসব খুঁজে পেতে এবং তিনি এর সমরূপ উৎসব, ‘কল্যানের জন্য উৎসর্গ’ কে খুঁজে পান:

每年農曆十月十五前後,台灣的許多庄頭都會舉行歲末的平安祭,俗稱謝平安或拜平安。拜平安的對象是天公,謝天公其實就是表達對過去一年所有事業家庭進步的感謝,我認為這實實在在就是台灣的感恩節。

প্রতিবছর দশম চন্দ্রীয় মাসের ১৫তম দিবসে (জর্জিয়ান পঞ্জিকায় ১৫ই নভেম্বর এর কাছাকাছি) তাইওয়ানের অনেক গ্রামে পালিত হয় কল্যানের জন্য উৎসর্গ (平安醮), যা জাইপিনজান(謝平安) বা বাইপিনজান(拜平安) নামেও পরিচিত। জাইপিনজান উৎসর্গের উদ্দেশ্য হলো স্বর্গের প্রভূর প্রতি কারও আনুগত্য প্রদর্শন, যে তার ব্যবসা এবং পরিবারকে পাহারা দেয় এবং গতিশীল করে। আমি ভাবি এটা প্রকৃতপক্ষে তাইওয়ানের থ্যান্কসগিভিং দিবস।

নিচের কিছু আলোকচিত্রে দেখা যাচ্ছে ধন্যবাদজ্ঞাপনের তাইওয়ানিজ রূপটি আসলে কি রকম:

কিছু গ্রামে, অধিবাসীগণ একত্রে তিন থেকে সাতদিন দীর্ঘ কল্যানের জন্য উৎসর্গ এর আয়োজন করে তাদের দেবতাদের এবং মহাশক্তির প্রতি ধন্যবাদ প্রকাশ করার জন্য যে কিনা তাদেরকে পূর্ববর্তী বছরে দুর্ভাগ্য থেকে রক্ষা করেছে। নিচের ছবি প্রদর্শন করছে টাওইস্ট পুরহিতদের একটি প্রথা পালনের জন্য নান্দনিক সজ্জার ব্যবস্থা।


ছবি আলহর্ণের সৌজন্যে

কল্যানের জন্য উৎসর্গ কেবল মাত্র দেবতার জন্য নয় বরং অশরীরি আত্মার জন্যও, এবং এই ছবিটিতে পতাকাসহ যে বাঁশের খুঁটি দেখা যাচ্ছে সেগুলো বাসানো হয়েছে আচারঅনুষ্ঠানের কয়েকদিন আগেই যাতে করে উৎসবের জন্য মহাশক্তির মনোযোগ ধরা পড়ে।


ছবি অ্যালানরু এর সৌজন্যে

অ্যালানরুঝুড়ির ভেতরে ঘাসের প্রথাগত তাৎপর্য ব্যাখ্যা করেন:

也不能忘記給甲兵秣馬用的草料

আমাদের দেবতার ঘোড়ার খাবারের কথা ভুললে চলবেনা।


ছবি অ্যালানরু এর সৌজন্যে

বড় শুকরের বাচ্চা বলির জন্য চড়ানো হয়।

ছবি আলহর্ণের সৌজন্যে

দেবতাদের, অশরীরি আত্মাদের এবং মানুষের জন্য ‘সত্যিকারের’ খাবার থাকে এবং দেবতা ও অশরীরি আত্মাদের জন্য প্রতীকী খাবারও থাকে।


ছবি অ্যালানরু এর সৌজন্যে

সময় বদলেছে এবং সেই কারনে উৎসবে নানান বিষয়ও উপস্থাপিত হয়। প্রথাটি তার আধুনিকিকরন বজায় রেখেছে- অ্যালানরু সেইরকম কিছু নতুন প্রস্তবিত বিষয় উন্মোচিত করেছে:

糖果屋有什麼了不起,王子麵屋也很酷

ক্যান্ডি ঘর আয়োজনের ব্যাপকতা কেনো? ইনস্ট্যান্ট নুডলস এর মোড়ক দিয়ে তৈরী এই বাড়ী খুব শান্তও বটে।


ছবি অ্যালানরু এর সৌজন্যে

যেহেতু অনেক রকমের খাদ্যদ্রব্য এবং অনেক অনেক অশরীরি আত্মা, একজন আন্ডারওয়ার্ল্ড দেবতা যার নাম মাষ্টার দাসির(Dashihye, 大士爺) টেবিলের পাশে দাঁড়িয়ে থাকা খুবই দরকারী যাতে অশরীরি আত্মাদের মাঝে খাদ্যদ্রব্যগুলো সুষ্ঠভাবে বন্টন করা হয়।


ছবি আলহর্ণের সৌজন্যে

সন্ধ্যায় মহাশক্তি এবং মানুষের মনোরঞ্জনের জন্য থাকে দলগত পরিবেশনা বা চলচ্চিত্র প্রদর্শন। কল্যানের জন্য উৎসর্গর শেষের দিকে, টাইওস্ট পুরোহিতরা ঈশ্বরকে পুনরায় ধন্যবাদ প্রদান করেন এবং অতিথিদের আশীর্বাদ করেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .