হাইতিতে ২০০৮ সালে বিপর্যয়ের যে ধারা যেমন হারিক্যান আইক, হান্নাহ আর গুস্তাভ আর নভেম্বরে পেতিওনভিলে যে প্রাথমিক বিদ্যালয় ধ্বসে পড়ে, তা এই বছর হাইতিতে কার্নিভালের উদযাপন আরো যথাযোগ্য ও দরকারী করে তুলেছে।
৪ঠা জানুয়ারি থেকেই, ব্লগার ডার্লি কার্নিভালের অফিসিয়াল শুরুর কাউন্টডাউন শুরু করেন। এটি এমন একটা তারিখ যা হাইতির ব্লগার এলসি চুড়ান্ত করেছেন, যিনি একটি বাণী পোস্ট করেছেন এস্পেস লাওস সেন্টার দ'আর্ট হেশিয়ান থেকে কার্নিভালের ধর্মীয় উৎস বর্ননা করে (ফরাসী ভাষায়):
[…] La saison dite de carnaval se déroule suivant le calendrier catholique du jour des rois et a donc commencé le Dimanche après l'Epiphanie (4 Janvier) pour atteindre sa culmination le 24 février, dernier jour des “ trois jours gras ”.
হাইতিতে কার্নিভ্যালের গুরুত্ব যা আসলে ব্যাখ্যা করে তা হলো এই তথ্য যে এই ঐতিহ্য হাইতির জনপ্রিয় সংস্কৃতির মধ্যে গেঁথে আছে। এখানে মতামত এই ব্যাখ্যার যার দুইটাই এলসিতে দেয়া হয়েছে:
Le Carnaval ou « mardi-gras » demeure l'une des grandes manifestations socioculturelles du peuple haïtien.
আর ডার্লির পোস্ট:
C'est devenu au fil du temps, la plus grande manifestation culturelle haïtienne où l'on voit des millions de gens de tout âge, de toute culture, de tout horizon…
এলসির পোস্ট অনুসারে, কার্নিভালের আর একটা কাজ আছে- এটা সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক সমস্যা সত্ত্বেও ঘটবে:
[…] Comme a dit un ancien maire de Port-au-Prince, dans la société haïtienne, cette festivité n'est pas négociable.
[…] Tacitement, il y a une trêve politique; les problèmes sociaux passent au second plan pour laisser place au défoulement indispensable.
এটা একটা মৌন রাজনৈতিক সন্ধি, সামাজিক অসুবিধা দূরে রাখা হয় মুক্ত হওয়ার আসল প্রয়োজনে সামিল হওয়ার জন্য।
তবে ডার্লি কার্নিভালের আর একটা বিষয় নিয়ে কথা বলেছেন যা এটাকে কোম্পানির বাজারজাতকরন আর বিজ্ঞাপনের একটা বড় সহায়ক হিসাবে দেখা যায়:
C'est un atout majeur pour les commerçants et fabricants de faire connaître leurs produits en investissant fort dans la publicité.
জুলি হাইতিতে কারনিভালে তার অভিজ্ঞতার কথা ব্লগ করেছেন আর মন্তব্যসহ এই ছবি দেখিয়েছেন:
J'aurais pû faire un zoom sur les magnifiques costumes mais il aurait été dommage de vous priver de la grosse campagne de promo des compagnies américaines qui importent le riz en Haiti, anéantissant la production rizicole nationale.
তার ব্লগে, তিনি কার্নিভালের ছবি পোস্ট করেছেন- শুধুমাত্র পোর্ট-অ-প্রিন্সের না, বরং জ্যাকমেলের সুন্দর কার্নিভালের, তার মুখোশ, দানব বা পশুসহ।
যদিও ডার্লি প্যারেডে কিছু হিংস্রতার আর আহতদের জন্য নিন্দা জানান, তিনি দু:খ করেন যে হাইতির কার্নিভ্যাল বাইরে আরো জনপ্রিয় না আর আবারও বলেছেন তিনি এটা কতটা উপভোগ করেন।