ভিডিও: তথ্যের অভাব পূরণ করছে কমিউনিটি রেডিও

ছবি রয় কস্টেলোর সৌজন্যে (http://www.flickr.com/photos/roycostello/)

ছবি রয় কস্টেলোর সৌজন্যে (http://www.flickr.com/photos/roycostello/)

বর্তমান বিশ্বায়নের যুগে ডিজিটাল পৃথিবীতে কখনো আমরা হয়ত ভুলে যাই যে বিশ্বের কোন কোন অঞ্চলে এখনও বিদ্যুত পর্যন্ত পাওয়া যায়না। তাই বিকল্প তথ্যের সূত্র হিসাবে ইন্টারনেটকে সম্ভাব্য মাধ্যম হিসাবে ব্যবহার করা দূরের স্বপ্ন মনে হতে পারে। গুয়েতেমালা, চাদ আর ভারতের মতো এলাকায় কমিউনিটি রেডিও যোগাযোগের বিকল্প হিসাবে উঠে এসেছে। এগুলো স্থানীয়দের চিন্তাভাবনা নিয়ে পরিচালিত হয় তাদের স্থানীয় ভাষায় কথা বলার জন্য, সংবাদ আর গল্প শোনার জন্য, তথ্য পাওয়া আর অন্যান্য কাজেও ব্যবহৃত হয়।

গুয়েতেমালাতে, প্রোয়েক্তো সুরি (স্প্যানিশ ভাষায়) একটা কমিউনিটি রেডিও কর্মশালা পরিচালনা করছে সিইউসি, কৃষক সমবায় কমিটির জন্যে যাতে তারা আদিবাসী গোষ্ঠীর বিভিন্ন সদস্যকে রেডিও অনুষ্ঠান তৈরীর কারিগরি দিকের উপর প্রশিক্ষণ দিতে পারে তাদের তথ্যের চাহিদা বিশেষভাবে মনে রেখে। যে দেশে ৫৪টি জীবন্ত ভাষা আছে সেই দেশে এমন জায়গাও আছে যেখানে গুয়েতেমালার রাষ্ট্রীয় ভাষা স্প্যানিশে কথা বলা হয় না। বা যখন বলা হয় তখন তা দ্বিতীয় ভাষা হিসাবেই বলা হয়। প্রোয়েক্তো সুরি লিখেছেন কিভাবে কমিউনিটি রেডিও এইসব ভাষার বেঁচে থাকাতে সাহায্য করেছে:

Desde 1997 que el Concejo lucha por el derecho de las comunidades indígenas de comunicarse en su propios idiomas y a traves de sus propios medios de comunicación. Es por esto que en Guatemala las radios comunitarias cumplen uno de los roles mas importantes para lograr la recuperación de nuestras culturas originarias.

১৯৯৭ থেকে কাউন্সিল সংগ্রাম করছে আদিবাসীদের অধিকারের জন্য যাতে তারা নিজেদের ভাষায় যোগাযোগ করতে পারে আর নিজের যোগাযোগের মাধ্যম ব্যবহার করতে পারে। এই জন্য গুয়েতেমালাতে কমিউনিটি রেডিও আমাদের স্থানীয় সংস্কৃতির পুনরুদ্ধারে একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

প্রোয়েক্তো সুরি কর্তৃক আপলোড করা নীচের ভিডিওতে সিউসির কাজ আর কমিউনিটি রেডিও নিয়ে তাদের প্রচেষ্টার কথা ব্যাখ্যা করা হয়েছে।

চাদে ইন্টারনিউজ শরণার্থী ক্যাম্পে একেবারে গোড়া থেকে বেশ কিছু কমিউনিটি রেডিও স্টেশন তৈরি করে তাদের মিশন পূরণ করার চেষ্টা করছে। স্টেশন ও রেডিও টাওয়ার নির্মান আর অভ্যন্তরীণ স্থানচ্যুত চাদ আর সুদানিজ সাংবাদিকদের প্রশিক্ষণ দেয় তারা যাতে এরা তথ্যভিত্তিক অনুষ্ঠান নির্মাণ করতে পারে। তাদের কাজের পরিধি মহিলাদের বিষয়, মানবাধিকার সাহায্য আর তার সাথে যারা রেফিউজি ক্যাম্পকে তাদের বাড়ি বলে তাদের সংবাদের সাথে সম্পর্কিত। নীচের ভিডিও দেখিয়েছে কিভাবে কমিউনিটি রেডিও জীবনধারনের মান বৃদ্ধি করেছে তাদের যারা এটা নির্মাণ করে আর দর্শকদের জন্যও:

ভারতে, আমাদের কন্ঠ (নাম্মা ধাওয়ানি) সেই সংস্থা যারা বাধা পেরিয়ে আবিষ্কার করেছে কিভাবে নিশ্চিত হওয়া যায় যে তাদের কমিউনিটি রেডিও চাহিদা মোতাবেক জনগোষ্ঠীর কাছে পৌঁছায়। নীচে নাম্মা ধাওয়ানি কমিউনিটি রেডিও সম্পর্কে কিছু তথ্য:

সব মিলিয়ে, আটজন কমিউনিটি কর্মী নাম্মা ধাওয়ানী অডিও নির্মাণ সেন্টার চালায়। তারা নিয়মিত নির্মাণ করে আর ‘ন্যারোকাস্ট’ করে অনুষ্ঠান বেশ কিছু বিষয়ের উপরে যেমন অর্গানিক চাষ, বৃষ্টির পানি দিয়ে সেচ, এইচআইভি/এইডস, ড্রিপ সেচ আর অনেক স্থানীয় উন্নয়নের বিষয়ে। ‘ন্যারোকাস্ট’ নির্মাতাদের তৈরি করা একটা শব্দ এই বিষয়টা তুলে ধরার জন্য যে তাদেরকে তাদের নিজেদের অনুষ্ঠানকে ‘ব্রডকাস্ট’ করার অধিকার দেয়া হয়নি। এই অধিকারের অভাবে, কর্মীরা একটা প্রক্রিয়া বের করেছে যেখানে অডিও ক্যাসেট বাজানো হয় সংশ্লিষ্ট কমিউনিটি দলের কাছে বিভিন্ন গ্রামের সেন্টারে।

প্রত্যেক মঙ্গলবার বিকালে প্রায় এক ঘন্টার জন্য নাম্মা ধাওয়ানি অনুষ্ঠান লাউডস্পিকার দিয়ে প্রচারিত হয় এর নির্মাণ কেন্দ্রের ঠিক বাইরে গ্রামের বাজার স্থলে। ‘ন্যারোকাস্টে’ থাকে কি জিনিষ বিক্রি করা হচ্ছে আর ফসলের দামও থাকে, আর সামাজিক বার্তা আর জন্মদিনের শুভেচ্ছাও থাকে।

তাদের দ্বারাই প্রযোজিত ভিডিও দেখায় কিভাবে প্রোগ্রামিং বাছাই করা হয় আর কিভাবে কমিউনিটি এ থেকে উপকৃত হচ্ছে:

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .