পাক টি হাউজ ব্লগে ইয়াসির আলী হামদানী জানাচ্ছেন যে আজ সকালে লাহোরে শ্রীলন্কার ক্রিকেট দলের (বাসের) উপর রাইফেল, গ্রেনেড এবং রকেট লঞ্চার দ্বারা হামলা হয়েছে। কয়েকজন খেলোয়ার আহত হয়েছে এবং তাদের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ বাহিনীর বেশ কয়েকজন মারা গেছেন। এই ব্লগার বলেছেন “যারাই এর পিছনে আছে তারা পাকিস্তানকে আস্তে আস্তে মেরে ফেলছে।”