জাপানঃ আলফা ব্লগার অ্যাওয়ার্ডস ২০০৮ (পর্ব ১)

২০শে ফেব্রুয়ারীতে, ২০০৮ আলফা ব্লগার অ্যাওয়ার্ডস (এ বি এ) অনুষ্ঠিত হয়ে গেলো টোকিওতে। প্রিঙ্গল চিপস এর পৃষ্ঠপোষকতা করেছিল এবং এ বছর প্রায় ৮০ জনের মত এতে অংশ নিয়েছিল (জিভির জাপানী দল সহ)। এতে পুরষ্কৃত হয়েছে জাপান ব্লগ জগৎের বারটি সর্বোচ্চ পঠিত পোষ্ট ২০০৮ সালে জাপানী ব্লগ জগৎের পোষ্ট যেগুলো সর্বোচ্চ ভোট পেয়েছে এবিএ সাইটে। এটা ছিল পূর্ববর্তী বারের থেকে উল্লেখ্যযোগ্য পার্থক্য, যখন এটা ছিল সবচেয়ে জনপ্রিয় ব্লগারদের (ব্লগ পোষ্ট নয়) মধ্যে প্রতিযোগীতা।

আলফা ব্লগার অ্যাওয়ার্ড ২০০৮ হতে প্রাপ্য ভিডিও

এবং ২০০৮ আলফা ব্লগার অ্যাওয়ার্ড এর বিজয়ীরা হলো…

১) একটি বিচারের শেষ: বেকসুর খালাস যা (大野事件の終焉:無罪確定),, ব্লগার নানার (なな) একটি লেখা। একজন ডাক্তার (প্রসূতিবিদ্যার ডাক্তার) এর লেখা অনেক পোষ্টের শেষ পোষ্ট, যে শুরু করেছিল তার ব্লগ একটি একক উদ্দেশ্যে- একজন সহকর্মী, ডাক্তার ক্যাটো, এক রোগীর মৃত্যুর কারনে যার সাজা হয়েছিল, যে ২০০৪ এ ফুকুসিমা অঞ্চলে একটি হাসপাতালের অপারেশন বিভাগে নিয়োজিত ছিল।

無罪判決を聞いた時、涙がにじみました。
喜びの涙ではない、敢えてなぞれば安堵の涙に一番近かったと思います。

医師としての人生観を、根底から覆す事件でした。
私自身は、加藤先生とは全く面識もなく、福島県には縁もありません。
共通点は、ただ産婦人科医だということ、だけ。
しかし私だけではなく、産婦人科医だけではなく、全国の医師たちの心をあまりにも大きく揺さぶり、我が事のように必死に、真剣にさせた事件でした。
自分でも御し難いこの強烈な感情は、不思議ですらあります。

যখন আমি শুনলাম সে বেকসুর খালাস পেয়েছে, আমার চোখে জল চলে আসে। আনন্দের অশ্রু নয়, হয়তো মুক্তির।
এটি সেই কেস ছিল যা ডাক্তার হিসেবে আমার জীবনের দৃষ্টিভঙ্গী বদলে দেয় মূল ভিত্তি হতে। ব্যক্তিগতভাবে, আমি ডাক্তার ক্যাটোর সাথে কখনও দেখাও করিনি অথবা ফুকাসিমা অঞ্চলেও কিছু করিনি।

আমাদের মধ্যে কেবল একটি মাত্র বিষয়ে মিল ছিল, আমরা দুজনেই প্রসূতিবিদ্যার ডাক্তার। যাইহোক, এটা সেইরকম একটা কেস ছিল যা শুধুমাত্র আমার হৃদয়কে বা আমার সহকর্মী প্রসূতিবিদ্যার ডাক্তারদের ব্যথিত করেনি বরং দেশের সকল ডাক্তারদের হৃদয়কে ব্যথিত করেছিল, এবং আমরা সবাই [কেসটি অনুসরণ করেছিলাম] উদ্বিগ্নতায় ও মন থেকে যাতে মনে হয় আমরা সবাই ব্যক্তিগতভাবে জড়িত ছিলাম। আমি আমার নিজের জোরালো অনুভূতিতে হতভম্ব ছিলাম, নিয়ন্ত্রন করা কঠিন ছিল বেশ, তাইতো এই কেস আমকে ভীষনভাবে প্রলুব্ধ করেছিল।

২) গর্ভধারণ বিষয়ে ১১টি প্রস্তাবনা(妊娠の心得11か条), লিখেছে লুপো: লেখক অন্যান্য সংশ্লিষ্ট মহিলাদের গর্ভধারণ এবং প্রসব বিষয়ে উপদেশ দিয়েছেন। এখানে মূল কথার একটি সার সংক্ষেপ রয়েছে (প্রতিটি পয়েন্টের ব্যখার জন্যে মূল পোষ্টে দেখুন)

1. セックスをしたら妊娠します。

১. যদি সহবাস করেন গর্ভধারণ হবে।

2.「この男の子供を産むためなら死んでもいい!」と思うような男の子供しか妊娠してはいけません。

২. তোমার একমাত্র তখনই একটি সন্তান প্রসব করা উচিৎ যদি তার পিতা এমন কেউ হয় যার সম্পর্কে তুমি ভাব, “আমি এই মানুষটির সন্তান প্রসব করার জন্য যে কোন কিছু করব।”

3.妊娠しただけでは喜ばない。安易に他人に言わない。

৩. তুমি গর্ভধারণ করেছো বলে অত্যাধিক খুশি হয়োনা। এই বিষয় অন্যকে জানানোর জন্য তাড়াহুড়া করো না।

4.神様から授かったら、それがどんな赤ちゃんでも、あなたの赤ちゃんです。

৪. যে ধরনের সন্তানই সে হোক না কেনো, সন্তান তোমাকে স্বর্গ হতে নিশ্চয়তা দেয় যে সে তোমার সন্তান।

5.産む、産まないは自分たち夫婦で決めましょう。

৫. জন্ম দেবে কি দেবেনা সেটা তোমরা দু’জন স্ত্রী এবং স্বামীকে সিদ্ধান্ত নেবে।

6.かかりつけ医をもちましょう。

৬. তোমার নিজস্ব ডাক্তার থাকার বিষয় নিশ্চিত করতে হবে।

7.赤ちゃんは全ての運命をあなたに預けていることを忘れないで。

৭. ভুলে গেলে হবে না যে সন্তানের ভাগ্য তোমার হাতে।

8.赤ちゃんが完全に元気であるか分かる方法はありません。

৮. ১০০% সুনিশ্চিত কোন পন্থা নেই যাতে জানা যায় সন্তান সম্পূর্ণ সুস্থ।

99.出産は出来うる限り安全な場所でしましょう。

৯. সন্তানকে যতটা সম্ভব নিরাপদ স্থানে প্রসব করতে হবে।

10.下から産んでも、お腹から産んでも、あなたはお母さん。

১০. সন্তান স্বাভাবিক ভাবে বা সি-সেকশন এর মাধ্যমেই জন্মাক না কেনো, তুমিই তাদের মা।

11.妊娠・出産は一つとして同じものはありません。

১১. গর্ভধারণ করা এবং প্রসব করা দুটো আলাদা জিনিস।

৩) আমার চিন্তাভাবনা(思うこと), মাঙ্গা শিল্পী মাইয়ু সিনজোর(新條まゆ) লেখা: লেখক মাঙ্গা শিল্পে তার অভিজ্ঞতার প্রতিচ্ছবি এবং শিল্পী এবং সম্পাদকের কঠিন সম্পর্ক তুলে ধরে। কেন সে শোগাকুকান(小学館) এ তার চাকুরী ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তা তার পাঠকদের কাছে ব্যাখ্যা করতে, সে তার কাজের কঠোরতা এবং তার সমঝোতার বিষয়েও বলে।

やはり、編集者と漫画家は対等な立場でありたいと思っています。
気持ち的には、漫画家は編集者に対して「お仕事をもらっている」と思っていたいし、
編集者は漫画家に対して「漫画を描いてくれている」と思っていてもらいたい。
そんな気持ちでずっとお仕事をさせていただいていました。

আমার নিঃসন্দেহ যে সম্পাদক এবং শিল্পীদের সমানভাবে দেখা উচিৎ। মাঙ্গা লেখককে তার সম্পাদক সম্পর্কে ভাবা উচিৎ “এমন একজন যার থেকে আমি কাজ গ্রহণ করি” এবং, উল্টোভাবে, সম্পাদকেরও মাঙ্গা শিল্পী সম্পর্কে ভাবা উচিৎ “এমন একজন যে [মাঙ্গা] আমাদের জন্যই উপস্থাপন করে।”

এটাই সেই অনুভূতি যা আমাকে পুনরায় আমার কাজ শুরু করতে বাধ্য করেছে।

ただ、そんな状況が、「描いてといえば、描く作家」「注文通りの漫画を描く作家」ととらえられたとき、
その関係は崩壊します。
半年間コンビニにも行けず、月産120ページをこなし、睡眠時間の平均が3時間を割るような状況は当たり前ではないんです。
感謝しろとは言いません。そういう気持ちは、言われて持つべきものではないと思うので。
そんな関係のひずみを感じると、それはストレスになってしまいます。
やりたいことを我慢する必要があるのか。ネタもないのに身を削ってまで、新しい作品を発表しなきゃいけないのか。

যাই হোক, এই সম্পর্ক থেমে যায় যখন এটা শুরু হয় এইরূপে পরিবর্তিত হয়ে যে “শিল্পী [যে কেউ] যে উপস্থাপন করে যখন তাকে উপস্থাপন করতে বলা হয়” অথবা “চাহিদা অনুযায়ী শিল্পী মাঙ্গা উপস্থাপন করে।”

একটি পরিস্থিতি যেখানে [একজন মাঙ্গা শিল্পী], ছয় মাসের সময়কালে, প্রতি মাসে প্রস্তুত করে ১২০ পাতা, এমনকি [খাদ্য কিনতে] সুবিধাজনক দোকানে যাওয়া ব্যতিরেকে, ঘুমায় প্রতিরাতে গড়ে ৩ ঘন্টা-এটা স্বাভাবিক নয়। আমি অব্যশই বলছি না তাদের উচিৎ আমাকে ধন্যবাদ দেয়া। কারন তাদের উচিৎ নিজেদের প্রতি কৃতজ্ঞ হওয়া, এইভাবে অনুভব করতে বলা ব্যতিত।

এবং এটা হয় যখন তুমি অনুভব করতে শুরু করবে যে সম্পর্কটা বিনষ্ট হয়েছে অর্থাৎ এটি কষ্টকর হয়ে উঠতে শুরু করে।

এ সব সহ্য করা এবং যা তুমি করতে চাও তা না করা কি অবশ্যই প্রয়োজনীয়?

৪) ইয়ারু এর সাথে সাবপ্রাইম বিষয়গুলো সম্বন্ধে শিক্ষা (やる夫で学ぶサブプライム問題):এই পোষ্টে একজন অজ্ঞাত ব্লগার একত্রিত করেছে ইয়ারু সম্পর্কিত লেখাগুলো, যা [ইয়ারু] একটি মজার ASCII চিত্রকর্ম যাতে ইয়ারু ব্যাখ্যা করে সেইসব সাধারন কথা যা সাবপ্রাইম ঋণের ইস্যুগুলো তুলে ধরে:

プライム層とは?
————————————————————————————————–
プライム層とは、ローン会社にとって優良顧客という意味。
つまり、確実に返済が見込める顧客のことです。

といっても、お金持ちに限るわけではありません。
きちんとした職業に就いていて、収入もそこそこある人ならばプライム層に該当します。

প্রাইম ক্লাস (প্রধান শ্রেণী) কি?
“প্রধান শ্রেণী” মানে একটি ঋণদাতা কোম্পানীর জন্য মূল ভোক্তা। সংক্ষেপে, এমন এক ভোক্তা যে অবশ্যই টাকা ফেরত দিতে সক্ষম।
অবশ্যই এই কথা সম্পূর্ণ ভাবে বিত্তবান ব্যক্তিদের নির্দেশ করেনা। যে কেউ যে একটি স্থায়ী চাকুরী এবং স্থির আয় আছে সে “প্রধান শ্রেণী”র অন্তর্ভূক্ত বলে বিবেচিত হতে পারে।
৮৪名前:১[] 投稿日:২০০৮/০১/২৪(木) ২২:০৬;০৬.৫৫ আইডি:৭৭WKU/rz0
        ____
      /⌒  ⌒\
    /( ●)  (●) \
  /::⌒(__人__)⌒::\ হ্যালো. আমি আবেদন করতে ইচ্ছুক
  |     |r┬-|      |  একটি বাড়ীকরার ঋণ.
  \      `ー'´     /

৫) একক- স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ! “চার্টার ০৮” চাহিদাপূর্ণ গণতন্ত্রায়ন। ব্লগার জোকেনিন১৬৮ এর লেখা: এটি বিগত ডিসেম্বরে চায়নীজ বুদ্ধিজীবীদের করা চার্টার ০৮ এর খসড়া বিষয়ে, যেরূপ নির্দেশ করে এর শিরোণাম।

目下のところは、「08憲章」という今回の大胆な行動に対し、中共政権がどこまで無茶をするか、といったところが焦点ではないかと。その次第によっては国際社会が動くかも知れませんから。

同時に「08憲章」が中国国内の庶民レベルに浸透するかどうかも、まあポイントでしょうか。

 ……天下を引っくり返そうという檄文だというのに私のノリが悪くて申し訳ありません(笑)。大事件ではあるのですが、インテリ主導のままでは社会を揺るがす動きにはなりませんから。

 それ故に、「08憲章」がどのレベルまで浸透するかが一応のポイント。すでにある程度組織化され官民衝突も経験している労働者や農民が署名に続々と加わるようになったら、私も慌てて顔を洗いに行かなければならないでしょう。

বর্তমানে, মনে হচ্ছে সকলের মনোযোগ নিবিষ্ট এই সাহসী কর্ম, “০৮ চার্টার” এর প্রতি যে চায়না সমাজতান্ত্রীক দলের সাড়া কতটা হতাশজনক হবে। কারন পরবর্তীতে আন্তর্জাতিক সংগঠনের অগ্রগতি হয়তো এই সাড়ার উপর নির্ভর করেই হবে। একই সাথে, সম্ভবত, এটা দেখাও গুরুত্বপূর্ণ যে কিভাবে “০৮ চার্টার” সাধারণ চাইনীজদের মাঝে সাড়া জাগাবে।

…আমি দুঃখিত যদি আমার কথাগুলো ভয়াবহ ভাবে আগ্রহব্যঞ্জক না শোনা যায় (হাসি), এই সত্ত্বেও যে তারা বলে এই প্রস্তাবনা সেই রকম যা কর্তৃপক্ষকে ছাড়িয়ে যায়। কোন সন্দেহ নেই যে এটা একটা বিশাল ঘটনা, কিন্তু বাস্তবতা হলো এটা গড়ে উঠবে না যা [পুরো] সমাজকে নাড়াবে যতক্ষণ পর্যন্ত এটা ইন্টেলিজেনশিয়ার কর্তৃত্বে থাকবে।

এই কারনে, “০৮ চার্টার” এর অনুপ্রবেশের মাত্রা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি বেশী বেশী শ্রমিক এবং কৃষক যোগ দেয়, [তারমানে সেই সব লোক] যারা কোননা কোন ভাবে সরকার আর প্রাইভেট সেক্টরের মধ্যকার সাংগঠনিক সংঘর্ষ সম্পর্কে অবগত, তাই আমি ভাবি আমি কষ্ট পাব এবং আমাকে আমার বদনও ধুতে হবে, তাই নয় কি?

৬)

    গুগলের লোকজনকে চিঠি

, ওসামু হিগুচি(樋口理) লিখেছেন: এই পত্রে ( পূর্বে জিভি জাপান কর্তৃক অনুদিত হয়েছে) হিগুচি-সান সাংস্কৃতিক কারনসমূহ ব্যাখ্যা করে কেনো গুগল স্ট্রিট ভিউ [জিএসভি] জাপানীদের সম্পর্কে বেশ অনেক সমালোচনা উপস্থাপন করে এবং, তার মন্তব্যগুলো সরাসরি গুগলকে নির্দেশ করে, জিএসভি হতে কিছু আবাসিক এলাকা বাতিল করার কথা বলে। (জাপানের “গুগল স্ট্রিট ভিউ ইস্যু” কে আরও ভালভাবে বুঝতে, দেখুন জিভির বিশেষ প্রচ্ছদ পাতা।)

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .