- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

আরব ব্লগাররা জেরুজালেমের ইহুদিকরনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., ইজরায়েল, জর্ডান, প্যালেস্টাইন, সিরিয়া, ইতিহাস, ডিজিটাল অ্যাক্টিভিজম, মানবাধিকার, যুদ্ধ এবং সংঘর্ষ, রাজনীতি, সরকার

ছবি উইকিপিডিয়ার সৌজন্যেজেরুজালেম, আরবীতে আল কুডস, ইজরায়েল-ফিলিস্তিনি সংঘাতের কেন্দ্রীয় একটা বিষয়। ‘জেরুজালেম আইনের [1]‘ অধীনে পূর্ব জেরুজালেমকে [2] ইজরায়েলের দখল জাতিসংঘ আর এর অঙ্গসংস্থা দ্বারা বিশালভাবে তিরস্কৃত হয়। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল এর রেজিলিউশন ৪৭৮ [3] (১৯৮০ সালে পাশ করা) এর ফলে বেশীরভাগ বিদেশী দূতাবাসগুলো জেরুজালেম থেকে সরিয়ে নেয়া হয়।

ইহুদিদেরকে সংখ্যাগরিষ্ঠ করার তাদের লাগাতার নীতির জন্যে ইজরায়েলী কর্তৃপক্ষ সমালোচনার তোপে পরে। জেরুজালেমকে ইহুদিকরন করার জন্য আরবদের তাড়িয়ে দিয়ে পূর্ব জেরুজালেমে তাদের বাড়ি গুঁড়িয়ে দেয়া হয়। তারা এই দাবি করে যে আরবদের গৃহনির্মাণের অনুমতি নেই আর একজন আরববাসীর জন্য থাকার অনুমতি পাওয়া খুবই কঠিন করে দিয়ে। বিশ্ব ব্যাঙ্কের এক রিপোর্ট [4] অনুসারে হিসাবে রাখা বাড়ি নির্মাণের অনিয়ম ১৯৯৬ থেকে ২০০০ পর্যন্ত সাড়ে চারগুণ বেশী ছিল ইহুদি এলাকায় কিন্তু পূর্ব জেরুজালেম থেকে পশ্চিম জেরুজালেমে চার ভাগ কম গৃহ ধ্বংসের নির্দেশ দেয়া হয়েছে।

সাম্প্রতিক বলবৎ করা গৃহ থেকে উৎখাতের আইনটিকে [5] আরব ব্লগাররা ক্ষোভের সাথে দেখেছেন। শহরে আরবদের অবস্থা সম্পর্কে জর্ডান থেকে খালেদ আলসাউদ বলেছেন [6]:

20000 ألف مقدسي فقدوا حقهم بالإقامة عبر سحب البطاقات الزرقاء من 6000 رب عائلة و12000منزل مهدد بالهدم من قبل الدولة الصهيونية و جدار الفصل العنصري الذي أخرج 151423 مقدسي خارج إطار مدينة القدس ومنع التواصل بكافة أشكاله مع المقدسيين الذين احتجزوا داخل المدينة، كما في القدس 23 حاجز صهيوني يقطع أوصال المدينة ويعيق \أو يمنع\ أهلها من التواصل فيما بينهم أو مع الآخرين خارج الجدار.

والآن وجهت دولة الاحتلال الصهيوني إنذارات لـ 88 عائلة”1500 مقدسي” بالإخلاء وذلك لهدم بيوتهم بحجة التراخيص، وإنشاء حديقة عامة مكان تلك البيوت وفي أخطر وأوسع عملية تهجير منذ حي المغاربة.

জেরুজালেমের ২০,০০০ বাসিন্দা তাদের থাকার অনুমতি হারিয়েছে ৬০০০ পরিবারের নীল কার্ড প্রত্যাহারের মাধ্যমে; ইহুদি রাষ্ট্র কর্তৃক ভেঙ্গে ফেলার হুমকির মধ্যে আছে ১২০০০ বাড়ি। এপার্টহাইড ওয়াল (জাতিগত দেয়াল) ১৫১,৪২৩ জন বাসিন্দাকে শহরের বাইরে আলাদা করে রেখেছে আর তাদের সাথে শহরের মধ্যে আটকা পড়াদের যোগাযোগ নিষিদ্ধ করা হয়। আল কুদসে ২৩টা ইহুদিদের বিভাজন আছে যা নিষেধ করে এর মানুষদের দেয়ালের বাইরে অন্যদের সাথে যোগাযোগ করায়।

এখন ইহুদি দখলকারী দেশ ৮৮টা পরিবারকে খালি করার নোটিশ দিয়েছে (১৫০০ জন মানুষ) । তাদের বাড়ি ধ্বংস করা হবে ওই এলাকায় যেখানে তাদের গৃহনির্মাণের অনুমতি ছিলনা যাতে সেখানে একটা পার্ক তৈরি করা যায়। এটি মরোক্কোন কোয়ার্টাস ধ্বংস করার পরে সব থেকে ব্যাপক আর বিপদজনক উৎখাত কার্য হবে।

সিরিয়ানগাভ্রোচে এই অবস্থার তার ব্যাখ্যা দিয়েছেন: [7]

من الواضح أن كل هذه الأمور تجري بغية فرض أمر واقع قبيل أي جلسة مفاوضات مع الجانب الفلسطيني بخصوص القدس, فإفراغ القدس من سكانها العرب شكلاً و مضموناً هو إعادة بناء واقع جديد يمكن فرضه على الجانب الآخر و خصوصاً إن كان جانباً ضعيفاً مثل السلطة الوطنية الفلسطينية.
এটা পরিষ্কার যে কার্যপরিকল্পনা করা হচ্ছে যাতে যেকোন উপায়ে জোর করা যায় জেরুজালেম নিয়ে ফিলিস্তিনি পক্ষের সাথে কোন ধরনের আলোচনার আগেই, জেরুজালেমকে তার আরব বাসিন্দা থেকে খালি করা একটা সম্পূর্ন নতুন বাস্তবতা পুন:নির্মান করা যাকে একটি দুর্বল অথরিটি যেমন জাতীয় ফিলিস্তিনি কর্তৃপক্ষের উপর চাপিয়ে দেয়া যায়।

জাফ্রা স্মরণে আনেন প্রভাবশালী আরব সাহিত্যিকদের [8] যাদেরকে মোসাদ [9] দ্বারা হত্যা করা হয় যেমন ঘাসসান কানাফানি [10], ওয়াল জুয়াতের [11] আর নাজি আল আলি [12], যারা জ্ঞান আর সংস্কৃতির ব্যাপারে জোর দেন। কারন এটি গুরুত্বপূর্ণ ইজরায়েলী দখলের বিরুদ্ধে লড়তে:

الفكرة و القلم و العلم اهم من الاسوار العالية واهم و بنادق مصوبة و قناص ينتظر و طائرة تبحث عن هدف
চিন্তা, কলম আর জ্ঞান উচুঁ দেয়াল এর থেকে বেশী গুরুত্বপূর্ন আর তাক করা রাইফেল, ছুটে আসা স্নাইপার আর লক্ষ্য খোঁজা প্লেনের থেকেও গুরুত্বপূর্ন।

তিনি আল কুদস আরব সংস্কৃতির রাজধানী ২০০৯ [13] এর উৎসবের জন্য সমর্থন চেয়েছেন:

انا الان و هم ايضا في القدس لا يدعونكم لمجزرة و لا لحرب او اعلان ثورة
هو مجرد دعوة لدعم هذا الحدث لجعله يليق بالقدس
তারা আল কুদস এ আর আমি, ম্যাসাকার, যুদ্ধ বা বিদ্রোহের ডাক দিচ্ছি না।
এটা কেবলমাত্র ওই অনুষ্ঠানকে সমর্থন করা আর আল কুদস এর যোগ্য করে তোলা।

সিরিয়া থেকে আলঘায়েত সিরিয়ান ব্লগারদের অনুরোধ করেছেন [14] ‘আল কুডস সপ্তাহের জন্য ব্লগ” তৈরি করতে:

من بين الضجيج العذب للمدونات السورية أدعو نفسي وإياكم أن نخصص أسبوع للتدوين من أجل القدس كما كان الأول للجولان
أدعو نفسي وإياكم أن نعمل لإخواننا كما عملنا لأنفسنا
ولتكن من المدونات السورية أولاً
সিরিয়ান ব্লগের মিষ্টি আওয়াজ থেকে আমি আপনাদেরকে আহ্বান করছি একটা সপ্তাহ ঠিক করে আল কুডস এর জন্য ব্লগ করতে, যেমন আমরা গোলান সপ্তাহের জন্য ব্লগিং করেছিলাম।

আমি আহবান করছি আমরা সকলে আমাদের ভাইদের জন্য যেন কাজ করি যেমন নিজেদের জন্য করেছি।

সিরিয়ান ব্লগ পথ দেখাক।