আর্মেনিয়া: সংরক্ষিত বনে অবৈধ শিকারের খবর

অনলাইনে অ্যাক্টিভিজম কিভাবে আর্মেনিয়ার জন্য পরিবর্তন আনতে পারে এটার এক উদাহরণ হচ্ছে: খসরোভ সংরক্ষিত বনের প্রধান বনরক্ষীর জংলী শুকরকে শিকার করা অবস্থায় একটি ইউটিউব ভিডিও প্রকাশ হওয়ার পর তার চাকুরী চলে গেছে।

এ বছর ৬ই ফেব্রুয়ারি ইউটিউব ব্যবহারকারী টুগউরাতু নীচের বর্ণনাসহ ভিডিওটা পোস্ট করেন:

জানুয়ারী ২০ তারিখে, আমরা খসরোভ সংরক্ষিত এলাকায় যাই বেড়াতে। ফেরার পথে আমরা দেখলাম একজন বনরক্ষী কিভাবে শিকার করছে, এই বলে যে ‘এটা একটা বাজে পশু, জঙ্গলের ওক গাছ ধ্বংস করে'। সে আমাদের অনুরোধ উপেক্ষা করে…

সংক্ষিপ্ত ভিডিওটা দেখিয়েছে বনরক্ষী দৌড়ানো শুকরের দিকে ১৪টা গুলি ছুঁড়ছে। মহিলা ক্যামেরাম্যান বনরক্ষীকে অর্থও দেয়ার চেষ্টা করেছে কিন্তু কোন ফল হয়নি। ভিডিওটা আপলোড করার একদিন পরে, ফেসবুকে আমেরিকার পরিবেশবাদী দলের একজন উপস্থাপক সদস্যদের নীচের বাণী পাঠিয়েছিলেন:

বনরক্ষী প্রধান বন্য প্রাণী হত্যা করেছেন:

… খসরোভ সংরক্ষিত বনকে রক্ষার জন্য

“এটা একটা বোকা প্রানী যে গাছের ক্ষতি করছে,” বলেছেন বনরক্ষী প্রধান

সংরক্ষিত বন? কসাই খানা? মজা করার স্থান?

খসরোভ সংরক্ষিত বন এখন কি?

এর আসল সংরক্ষনকারী কে? কার হাতে এটা আছে? সংরক্ষিত বন বলে পরিচিত স্থানে আর কয়টা প্রাণী এখনো আছে?

আসুন প্রকৃতির সাথে সদ্ভাবে থাকার অধিকার সংরক্ষন করি।

এই বাণী আরো কয়েকটা ব্লগে প্রকাশিত হয়েছিল এবং এটি সমর্থনকারীদের অনুরোধ করে আর্মেনিয়ার প্রকৃতি সংরক্ষণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতে আর তাদের দরকারী টেলিফোন নম্বর ও ইমেইল অ্যাড্রেসও দিয়ে দিয়েছে।

পরের দিন পরিবেশবাদী ব্লগ বনামারদ ভেবেছেন যে এই ঘটনা কি কোন ক্ষমতাশালী রাজনীতিবিদের উন্নয়ন প্রকল্পের অংশ কিনা যা আর একটা লেখায় বর্ণনা করা হয়েছে।

Հայկական մամուլը ժամանակին գրեց, որ Հայաստանի մի բարձրաստիճան պաշտոնյա Խոսրովի անտառում ռեստորանա-հյուրանոցային համալիր է կառուցում, ոչնչացնելով անտառի մի մասը: Թերեւս, անտառապետը հրահանգ է ստացել անտառին զուգահեռ ոչնչացնել նաեւ այնտեղ բնակվող հատուկենտ “ախմախ կենդանիներին”:

আর্মেনিয়ার মিডিয়া জানিয়েছে কিছু সময় আগে যে আর্মেনিয়ার একজন উচ্চ পদস্থ কর্মকর্তা একটা রেস্টুরেন্ট-হোটেল কমপ্লেক্স তৈরি করছে খসরোভ সংরক্ষিত এলাকায় বনের কিছু অংশ নিয়ে। হয়তোবা বনরক্ষী প্রধানকে বলা হয়েছে বনের ওই এলাকার কিছু ‘বোকা প্রানীকে’ মেরে ফেলতে।

বনামারদ পরে জানিয়েছেন যে ওই বন কমকর্তাকে শাস্তি দেয়া হয়েছে

Տուգանք մեկ միլիոն դրամ, աշխատանքից հեռացում..

[…]

Արգելոցի գլխավոր պետին և տեղակալին խիստ նախազգուշացում
[…]

ի դեպ սա բնապահպանության նախարարության թեժ գիծն է…51 91 82…, բայց չմոռանաք հայտնել ևս մի քանի լրատվամիջոցների[….]

এক মিলিয়ন [আর্মেনিয়ান] দ্রাম জরিমানা [আমেরিকান ডলার ৩,৩০০]; চাকুরিচ্যুতি, [সংরক্ষন এলাকার] প্রধানকে আর তার ডেপুটিকে কঠোরভাবে সাবধান করা হয়েছে।

তবে, প্রকৃতি সংরক্ষণ [রিপোর্টিং] হটলাইন হচ্ছে ৫১-৯১-৮২ সেখানে এরকম ঘটনা জানাবেন এবং মিডিয়াকেও জানাতে ভুলবেন না…

কারন আসলেই এটা ঠিক যে ভিডিও এর প্রমান ছাড়া বিচার হয়ত করা যেতনা।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .