যদি এমন হতো যে বাতাসে শুধু ভালোবাসা থাকতো। বসন্ত ধীরে ধীরে আসছে, আর জাপানী সেডার গাছ থেকে পরাগরেণু ভাসছে। জাপানে আনুষ্ঠানিকভাবে কাফুনশো (হে জ্বর) ঋতু শুরু হয়েছে। পড়ে থাকা ভ্যালেন্টাইনের চকোলেট একধারে করা হয়েছে দোকানে কাফুনশো সংশ্লিষ্ট জিনিষের জন্যে জায়গা করতে: টিস্যু, ডাক্তারি মুখোশ, মিন্টের ফোটা আর আরো অনেক কিছু।
পুরানো রুগীরা তাদের ঔষধ এনে রাখে আর নতুনরা প্রত্যেক হাঁচি পরিক্ষা করে এই ভেবে যে এই বছরে তার ‘কাফুনশো শুরু’ হবে কিনা।
“হে জ্বর ঋতু শুরু হয়েছে” কালান্দ্রাকাস এর তোলা ছবি
অনেক হিসাব আছে যে জনসংখ্যার কত ভাগ কাফুনশোতে আক্রান্ত হয়- সংখ্যাটি ১৫-৩০% এর মধ্যে ওঠানামা করে আর বড় শহরে বেশী দেখা যায় এটি। অর্থনীতির উপরে কাফুনশোর প্রভাব বেশ জোরালো বলে শোনা যায়” দায়-ইচি জীবন গবেষনা ইন্সটিটিউট এর একটা জনপ্রিয় রিপোর্ট অনুসারে কাফুনশো জিডিপির বাড়ার হার ০.৬% কমিয়ে দিয়েছিল ২০০৫ সালে। ব্যক্তিগত খরচ কমে যায় এ রোগের প্রকোপ হলে কারন মানুষ ঘরের ভিতরে থাকতে চায় আর মনোযোগ দেয়ার ক্ষমতা কমে যাওয়ার কাজের ক্ষমতা হ্রাস পায়।
১৩ই ফেব্রুয়ারি আবহাওয়া এজেন্সি ঘোষণা দিয়েছিল বছরের প্রথম জোরালো দক্ষিণা বাতাস “হারু ইচিবান” যা বাতাসের আগমনী জানায় তার আসার খবর। অনেক ব্লগার কাফুনশোর আগমনকে ভয়ের সাথে দেখছিলেন।
ইটারনাল নেম এর একটা ব্লগ পোস্ট তার উদাহরণ:
今年もこの時期がやってきました。一年間で最も憂鬱になる時期が春、花粉症の時期です。目だけ、鼻だけ、両方の人といるみたいですが、俺は両方なんでかなり辛いです。また目薬、マスク、漢方薬、ヨーグルト、色々と買い集めないといけないな…。
উচ্চ মাধ্যমিক ছাত্রী মিজুকা ইউকিজাওয়া, যে বিশ্ববিদ্যালয়ের পরিক্ষার জন্য পড়ছে, হাহাকার করেছেন:
もう花粉飛んでるのか・・・ずーん。
もし入試の日に花粉酷かったら泣きますよ。
花粉症の人はそれを考慮してもらえるとかないんですかね。
この世界で花粉症じゃないってもう凄いアドバンテージだろうな。
সো এর মন খারাপ কিন্তু একে সে মেনে নিয়েছে:
2年前からこの季節に外に出ると、目がしょぼしょぼすると思っていたのだが、今年も先日外に出た時に同様の症状になった。折しも花粉飛び始めの日。考えたくないので考えていなかったが、やっぱり花粉症か。
চিরো মামা ভাবছেন যে তার কুকুরের কাফুনশো হয়েছে কিনা। ইয়ুমিইয়ুমি ব্যাখ্যা করেছেন দই এর প্রভাব সম্পর্কে যে বিশ্বাস সেটাকে। উসাবুতা যে ঔষধ তিনি এই বছর ব্যবহার করবেন তা সম্পর্কে জানিয়েছেন আর ফলাফল জানাবার কথা দিয়েছেন।