- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কেনিয়া: শিংওয়ালা হরিণের জরুরী স্থান পরিবর্তন

বিষয়বস্তু: সাব সাহারান আফ্রিকা, কেনিয়া, পরিবেশ

২০০৮ সালের শেষ লগ্নে মাউন্ট কেনিয়া [1] আর আবেরদারে [2] জঙ্গল থেকে যে সব বাসিন্দাদের দুই দশক আগে সরিয়ে নেয়া হয়েছিল তাদেরকে একটি করে প্লট দেয়া হয় কেনিয়ার লাইকিপিয়ার বিস্তীর্ন সোলিও র‌্যাঞ্চে সেক্টর ডি তে। ১৫,৫০০ একরের সেক্টর ডি কিন্তু ৪৮০টি লেলোয়েল হার্টবীস্ট [3] (এক ধরনের শিংওয়ালা হরিণ), ৬০০টা সাধারণ জেব্রা; ২১০টা ইম্পালা; ১০২০টা থমসন গাজিলা; ৩৬টা ওরিক্স আর ৪১টা এল্যান্ডের আবাসভূমি।

ওয়াইল্ডলাইফ ডাইরেক্টে [4] নতুন লেওয়া বন্যপ্রাণী সংরক্ষণ ব্লগে [5] লিখতে গিয়ে এলোডি সাম্পেরে লেলোয়েল হার্টবীস্টের এর সোলিও জনসংখ্যায় গুরুত্বের কথা জোর দিয়ে বলেছেন:

কেনিয়ায় প্রায় ১০০০ লেলোয়েল হার্টবীস্ট বেঁচে আছে। এদেরকে দুইটি জায়গায় মাত্র পাওয়া যায়: ১) রুমা জাতীয় পার্ক যেখানে মাত্র কয়েক ডজন পশু আছে আর ২) প্রায় ১০০০টা লাইকিপিয়া অঞ্চলে। এই লাইকিপিয়া জনসংখ্যা দেখা গেছে বৈচিত্রপূর্ণ। এর মধ্যে ৭৫% প্রাণীকে পাওয়া যায় সোলিও র‌্যাঞ্চে।

লেলোয়েল হার্টবীস্ট আইইউসিএন রেড লিস্ট ২০০৮ এ তালিকাভুক্ত বিপন্ন প্রাণী [6] যেহেতু বিশ্বে এদের জনসংখ্যা ১৯৮০ সালের ২৮৫,০০০ থেকে কমে ৭০,০০০ এর নীচে নেমে গেছে।

মানুষ যখন সেক্টর ডি তে যাওয়া শুরু করবে তখন শিকার আর ফাঁদ পেতে ধরা অনেক বেড়ে যাবে। তাই লেওয়া বন্যপ্রাণী সংরক্ষণশালা [7], ওল পেজেতা সংরক্ষণশালা [8] আর কেনিয়া বন্যপ্রাণী সার্ভিস [9] এইসব দুর্লভ হরিণকে সোলিও সেক্টর ডি থেকে সরিয়ে নিচ্ছে। প্রথমভাগের বসবাসকারীরা এসেছেন আর তাই এখন প্রাণীদের স্থানান্তর করা জরুরী হয়ে পড়েছে।

আজ পর্যন্ত, তারা এরই মধ্যে ২৪৫টি হার্টবীস্ট; ১৪০টা সাধারন জেব্রা আর ২৫টা ইম্পালাকে সরিয়েছে। বাকি প্রাণীদের স্থানান্তরের জন্য লেওয়া বন্যপ্রাণী সংরক্ষণশালা এখন একটা আবেদন করেছে কিছু অর্থ সাহায্যের জন্য। তাদের নতুন ব্লগে [10] আপনি সাড়াটা দেখতে পাবেন।