আমেরিকান আদিবাসীরা জানাচ্ছেন: ‘হ্যাঁ আমরা পারি’

বহু শতক ধরে আড়াল করে রাখা আমেরিকার আদিবাসীরা তাদের ঐতিহ্যগত জীবনযাত্রা সংরক্ষণের অধিকার প্রতিষ্ঠা আর এ বিষয়ে প্রচারণার জন্য বর্তমানে বেশী করে ব্লগ আর অনলাইন সিটিজেন মিডিয়া ব্যবহার করছে। রাষ্ট্রপতি আওএ কুডা বিলাক্সপাক কুকশিস এর নির্বাচনের পরে (কাক গোত্র কর্তৃক দেয়া বারাক ওবামার নাম) এই আদিবাসীরা আশান্বিত হওয়ার নতুন কারন দেখছে।

রেজনেট- আমেরিকার আদিবাসীদের নিয়ে রিপোর্ট করছে

রেজনেট নামক একটি প্রকল্প বিশ্বব্যাপী আদিবাসীদের কণ্ঠ তুলে ধরে। এটি মন্টানা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা স্কুল কর্তৃক প্রকাশিত আমেরিকান আদিবাসীদের নিয়ে একটি সংবাদ, তথ্য আর বিনোদন ওয়েবসাইট। এরা দেশব্যাপী আমেরিকান ইন্ডিয়ান কলেজ ছাত্রদের প্রশিক্ষণ দেয় আর তাদেরকে সাংবাদিকতা পেশার জন্য প্রস্তুতি নিতে সাহায্য করে।

রেজনেটে প্রতিবেদন, ব্লগ আর মাল্টিমিডিয়া আর্টিকেল প্রকাশিত হয়। আদিবাসীদের বিশ্বাস ও জীবন ব্যবস্থার আধুনিক প্রয়োগের দিকে তাক করে, বিশেষ করে ভূমির ব্যাপারে, একটা প্রতিবেদন বলেছে যে ‘একটা আদিবাসী মালিকানাধীন সৌরশক্তি কোম্পানি’ আমেরিকান সরকারের জন্য পরিষ্কার শক্তি তৈরি করবে।

ব্লগ বিভাগ ট্রাইবালোগে প্রকাশিত আর একটা পোস্টে মিডিয়া ও ওয়েস্টার্ন গল্পগুলোতে নেটিভ ইন্ডিয়ানদের ভুলভাবে উপস্থাপনকে চ্যালেঞ্জ করেছে একটি এনিমেটেড ফিল্ম দ্বারা। এক আদিবাসী আমেরিকান পরিচালক তৈরি ‘সপ্তম আগুন থেকে গল্প” নামক এনিমেটেড চলচ্চিত্রটি সমসাময়িক আর ঐতিহ্যগত গোত্রীয় গল্প সঠিকভাবে বলে।

রেজকাস্ট- একটি আদিবাসী সংগীত আর ভিডিও প্রচারের সাইট

রেজকাস্ট একটি ছোট ওয়েবসাইট যা কর দোএলেনা ট্রাইবাল টেকনোলজি সেন্টার দ্বারা সৃষ্ট। এই সাইট চেষ্টা করছে আমেরিকান আদিবাসীদের মিডিয়া বার্তা ছড়িয়ে দিতে, ইউটিউবের পরিবর্তে। এখানে প্রকাশিত অনেক ভিডিও তাদের কাজ, সংস্কৃতি, ভাষা আর আশাকে উপস্থাপন করে।

এই সাইটে একটা ভিডিও আছে যেটি ওবামার একটা ভাষণের কথা নিয়ে লেখা জনপ্রিয় গান উইল.আই.অ্যাম কে তুলে ধরে। এটাকে রিমিক্স করা হয়েছে এবং সাথে আমেরিকান আদিবাসীদের জীবনের নতুন আর পুরোন সব ছবি দেখানো হয়েছে। ভিডিওটিতে আমেরিকার আদিবাসী মানুষেরা যে সব সমস্যার সম্মুখীন হয় তার একটা তালিকা করা হয়েছে- যেমন পবিত্র স্থান সংরক্ষণ আর প্রাচীন সংস্কৃতি সংরক্ষণ – আর পরিশেষে এটি বলেছে-, ”হ্যাঁ, আমরা পারবো গোত্রীয় মহত্ত্বে ফিরে যেতে।”

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .