- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

আর্মেনিয়া: সেন্ট ভ্যালেন্টাইন্স দিবসে নতুন আর পুরোনো ঐতিহ্যের মিলন

বিষয়বস্তু: মধ্য এশিয়া-ককেশাস, আর্মেনিয়া, ইতিহাস, জাতি-বর্ণ, ধর্ম, শিল্প ও সংস্কৃতি

Armenia
৩০১ খ্রীষ্টাব্দে প্রতিষ্ঠিত আর্মেনিয়ার সব থেকে দীর্ঘ সময় ধরে টিকে থাকা প্রতিষ্ঠান এপোস্টোলিক চার্চকে বিশ্বে সব থেকে পুরোনো জাতীয় খ্রীষ্টান ধর্মীয় প্রতিষ্ঠান মানা হয়। প্রায় ১৭০০ বছর পরেও বিভিন্ন পাগান ঐতিহ্য দেশে বেঁচে আছে যদিও খ্রিষ্টীয় ক্যালেন্ডারের মধ্যে এখন এটা ঢুকে গেছে। যখন বেশীরভাগ বিশ্ব সেন্ট ভ্যালেন্টাইন্স দিবস পালন করেছে, আর্মেনিয়ানরা একই ধাঁচের আর একটি ঐতিহ্য পালন করেছে যার নাম ট্রান্ডেজ [1]

ফেব্রুয়ারিতে আর একটি ছুটি উদযাপনের সাথে পর্যটকদের পরিচিত করার সাথে সাথে দ্যা এনভয় হোস্টেল ব্লগ ট্রান্ডেজ সম্পর্কে বিস্তারিত বর্ণনা আর কিছু ছবি দিয়েছে [2] কিভাবে তারা দিবসটি মেহমান আর কর্মী মিলে পালন করেছে:

ট্রান্ডেজ (ক্যান্ডেলমাস) আর একটা জনপ্রিয় আর্মেনীয় ছুটি যা খ্রীষ্টপূর্ব সময় থেকে প্রচলিত। এটাকে সম্পৃক্ত করা হয়েছিল আগুন/সূর্য পূজার সাথে আর তাই এটি বসন্ত আর উর্বরতার সাথে আসে। এই অনুষ্ঠানে মূলত নতুন বিবাহিত যুগল আর ভালোবাসে এমন যুগল অংশগ্রহণ করে যারা বনফায়ারের (খোলা আগুণের) উপর দিয়ে লাফ দেয়। বিশ্বাস করা হয় যে এতে শয়তান দূর হয়ে মানুষের ঘরে আনন্দ আসবে। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী গান আর নাচ হয় আগুনের চারপাশে। মানুষ আশীর্বাদ করা আগুন থেকে মোমবাতি জ্বালিয়ে পরবর্তী ট্রান্ডেজ এর ছুটি পর্যন্ত ওটা জ্বালিয়ে রাখে।

এঝেঙ্কা ট্রান্ডেজ এর আগুনের একটা ছবি দিয়েছেন [3] এটা বলে (রাশিয়ান ভাষায়) যে ‘আজকের মধুর আর গুরুত্বপূর্ণ আর্মেনীয় ছুটি ট্রান্ডেজ এ আমি উপস্থিত ছিলাম’, যেখানে ব্যক্তি বা যুগল আগুনের চারপাশে ঘোরে বা তার ভিতর দিয়ে লাফ দেয়। খ্রীষ্টান বা না এই বিতর্কের উর্ধ্বে হায়কুহি তার পাঠকদের এই ছুটির বর্তমান ব্যখ্যা প্রদান করেছেন [4]

Տյառնընդառաջ նշանակում է «ելնել Տիրոջն ընդառաջ»: Ժողովուրդն այն անվանում է նաև Տերընդեզ, Տըրընդեզ, Տըրընտես, որոնք «Տերն ընդ ձեզ» արտահայտության ձևափոխված տարբերակներն են:

Հայ Եկեղեցին Տյառնընդառաջը տոնում է փետրվարի 14-ին, Քրիստոսի Ծննդից՝ հունվարի 6-ից քառասուն օր հետո:

Տյառնընդառաջը Հայ Եկեղեցում հանդիսավորապես տոնվել է դեռևս վաղ շրջանում: Այս մասին [է] վկայում… Մովսես Խորենացու Տյառնընդառաջ տոնին նվիրված շարականը:

তিয়ারনেন্দারাখ এর মানে ‘ইশ্বরের সামনে আসুন'। মানুষ একে ‘ট্রান্ডেজ, টারন্ডেজ, ট্রানতস’ বলে যেটা’ ইশ্বর আপনার সাথে থাকুন’ এর বিভিন্ন রুপ।

আর্মেনিয়ার চার্চ তিয়ারনেন্দারাখ ১৪ই ফেব্রুয়ারি উদযাপন করে, জানুয়ারি ৬ [আর্মেনিয় ঐতিহ্যে] খ্রীষ্টের জন্মের ৪০ দিন পর।

তিয়ারনেন্দারাখ অনেক আগে থেকে আরমেনিয় চার্চ অফিসিয়ালী পালন করে। এটা একটা হাইম যা তিয়ারনেন্দারাখএর জন্য উৎসর্গকৃত তাতে স্বীকার করা আছে [৫ম শতাব্দীতে লেখা] ঐতিহাসিক মোভসেস খোরেনাতসি (চোরেন এর মুসা)।

আরমেনিয়া.রু এই ঐতিহ্যের একটা ব্যাখ্যা পোস্ট করেছেন [5]:

Трндез (Տյառնընդառաջ в переводе с армянского — «Встреча с Господом») появился еще в дохристианской — языческой Армении. В те далекие времена армяне поклонялись огню… Смысл праздника был в том, чтобы усилить тепло солнца, воздействуя на холод с помощью огня.

ট্রান্ডেজ (তিয়ারনেন্দারাখ এর মানে ‘ইশ্বরের সাথে সাক্ষাত’ [এটা খ্রীষ্ট ধারা]) পাগান আর্মেনিয়ায় খ্রীষ্ট পূর্ব কালে ছিল। সেই সময়ে আর্মেনিয়রা আগুনের উপাসনা করতো … ছুটির উদ্দেশ্য ছিল সূর্যের শক্তিকে বাড়ানো, আগুনের সাহায্যে ঠান্ডাকে প্রভাবিত করা।

এরই মধ্যে, সেন্ট ভ্যালেন্টাইন্স দিবস আর্মেনিয়াতে অলক্ষ্যে চলে যায়নি কারন আনজিপড: গে আর্মেনিয়া জানিয়েছেন যে একটা নতুন ঐতিহ্যকে পরিচিত করা হয়েছে [6]

ভ্যালেন্টাইন দিবস পালনের জন্য, ব্রাবিওন ফ্লোরা সার্ভিস ইয়েরিভানের একটা কল্পনাতীত জনসংযোগ কাজ চালু করেছে। তারা ঘোষণা করেছিল যে যে সকল পুরুষ তাদের ফ্লোরা স্যালুনে স্থানীয় সময় বিকাল ২টায় সাঁতারের পোশাক বা অর্ন্তবাস পরে আসবে তারা সকলে একটা করে বিনামূল্যে ফুলের তোড়া পাবে। আয়োজকরা ভেবেছিল ২/১ জন আসবে, কিন্তু ১০ জনের মতো সেখানে উপস্থিত ছিল।

a
b
c
d

ট্রান্ডেজ, ওশাগান, আরাগাতসোন অঞ্চল, আর্মেনিয়া প্রজাতন্ত্র ছবিগুলোর স্বত্ব অনিক ক্রিকোরিয়ান/ওয়ানওয়ার্ল্ড মালটিমিডিয়া ১৯৯৯, ক্রিয়েটিভ কমন্সের লাইসেন্সের আওতায় প্রকাশিত।