বাৎসরিক ম্যারোক ব্লগ পুরষ্কারের দ্বিতীয় সংস্করণ গত ৩১শে জানুয়ারি কাসাব্লাঙ্কায় অনুষ্ঠিত হয়। এই পুরষ্কার সব থেকে সেরা মরোক্কান (এবং যাদের প্রাথমিক ব্লগিং এর বিষয় মরোক্কো থাকে সেসব) ব্লগারকে সম্মান জানায় ১৩টা শ্রেনীবিভাগে। এই বছর নীচের ক্যাটেগরীতে পুরষ্কার দেয়া হয়:
- সেরা মরোক্কান ব্লগ ২০০৯ (ব্লগ অফ দ্যা ইয়ার)
- সেরা রাজনৈতিক ব্লগ
- সেরা আইটি ব্লগ
- সেরা শৈল্পিক ব্লগ
- সেরা মজার ব্লগ
- সেরা ব্লগ ডিজাইন
- সেরা ‘স্কাইব্লগ’ (ডায়রির মতো পরিবেশিত ব্লগকে সম্মান করা)
- সেরা রুকি ব্লগ (একজন ব্লগারকে সম্মান জানানো যিনি এক বছরের কম সময় ধরে কাজ করছেন)
- সেরা বিষয়ভিত্তিক ব্লগ
- সেরা ফ্রেঞ্চ ব্লগ
- সেরা আরবি ব্লগ
- সেরা ইংরেজী ব্লগ
- সেরা স্প্যানিশ ব্লগ
আমেরিকান ব্লগার রেব, যিনি ব্লগোমা (মরোক্কোর ব্লগ জগত) নিয়ে গবেষণা করছেন, সকল বিজয়ীকে অভিনন্দন জানিয়েছেন:
একটু দেরি হলো- গত সপ্তাহে আমি শহরের বাইরে ছিলাম- কিন্তু ২০০৯ ম্যারোক ব্লগ বিজয়ী সকলকে অভিনন্দন! আপনারা সকলে অবশ্যই স্বীকৃতির দাবীদার।
বছরের সেরা ব্লগ আর সেরা ফ্রেঞ্চ ব্লগ বিভাগে বিজয়ী রবিন দেস ব্লগস অনুষ্ঠানে উপস্থিত থাকা আর পুরষ্কার পাওয়া নিয়ে লিখেছেন:
Dire que jusqu’à ce matin j’ étais un citoyen ordinaire, juste un mec avec plein d’ambitions et de rêves comme tout le monde…Ce soir, je rentre chez moi avec cette impression de pouvoir tout faire, non pas parce que je me suis découvert quelque talent caché ou des forces mystérieuses, mais parce que j’ai gagné au Maroc Blog Awards…deux titres dont l’un n’est tout autre que le prestigieux blason de meilleur blog marocain de l’année 2009, rien que ça… Tu parles d’une soirée!
এই ব্লগার অনুষ্ঠানের একটা ছবিও দিয়েছেন:
কাসাওয়েভেস, যিনি সেরা বিষয়ভিত্তিক ব্লগের পুরষ্কার পেয়েছেন, অনুষ্ঠানের ভিডিও দেখিয়েছেন, যার মধ্যে একটা ড্রামা দলেরও পরিবেশনা আছে।
সাদ এররাজি, সেরা স্কাইব্লগ বিভাগের বিজয়ী, অনুষ্ঠানের একটা ছবি পোস্ট করেছেন: