সম্পাদকের নোট: এই পোষ্টটি দুই খন্ডে লিখিত। এর প্রথম খন্ডের লেখাগুলো ল্যাটিন আমেরিকান ব্লগার লিখেছে অ্যার্ন্টাকটিকায় বসে।
চারপাশে জমে থাকা বরফ দেখে অ্যার্ন্টাকটিকাকে কেউ হয়তে ভাবতে পারে যে সেখানে ব্লগার খুঁজে পাওয়ার একেবারে অসম্ভব। তবে বেশ কিছু ল্যাটিন আমেরিকান ব্লগার সেখান তাদের ভ্রমণ ও কাজের অভিজ্ঞতার কথা প্রকাশ করেছে, সেই এক বিচ্ছিন্ন মহাদেশের কথা।
এদের কেউ সরাসরি অ্যার্ন্টাকটিকা থেকে লিখেছে। সেখান থেকে তাদের ছবি, ভিডিও পোস্ট করেছে। পাঠকদের বিষয়গুলো মনে করিয়ে দেয় যে তারা ঘর থেকে অনেক দুরে। অন্যরা অবশ্য দক্ষিণ আমেরিকার মহাদেশ থেকে ফিরে এসে নিজেদের ব্যক্তিগত ও গ্রুপে ব্লগ লেখার জন্য অপেক্ষা করেছে।
অ্যার্ন্টাকটিক ব্লগস্ফেয়ারে বেশ কয়েকটি দেশের প্রতিনিধি ছিল। চিলি তাদের চিলিয়ান এ্যার্ন্টাটিক ইনিস্টিটিউট (স্প্যানিশ ভাষায়) ওয়েবসাইট ছাড়াও তাদের অ্যার্ন্টাকটিকা এয়ার বেস প্রেসিডেন্ট ই.ফ্রাই এম (স্প্যানিশ ভাষায়) ব্লগের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করে। দুর্ভাগ্যজনকভাবে এই ব্লগে কেবল একটি মাত্র লেখা পোস্ট করা হয় এবং এই ব্লগ প্রধানত: রেডিও যোগাযোগ মাধ্যমের প্রতি উৎসর্গকৃত। টেরা অস্ট্রালিস ইন্কগনিটা ব্লগের মাধ্যমে রবার্ট ব্রাভো ভিডাল অ্যার্ন্টাকটিকা সমন্ধে তথ্য ও সংবাদ প্রদান করছেন।
পেরু প্রায় ২০ বছর যাবত মাচুপিচ্চু সায়েন্টিফিক বেস থেকে কাজ করে যাচ্ছে এবং গবেষণা করে যাচ্ছে। এই সেন্টারের প্রশাসনিক দায়িত্বে রয়েছে পেরুভিয়ান অ্যার্ন্টাকটিকা ইন্সিস্টিটিউট (স্প্যানিশ ভাষায়) এবং যার পুর্ণাঙ্গ বৃত্তান্ত তৈরী করা হয় ব্লগ ভিদা ইয়ে ফিউচুরোতে। সবশেষে পেরুর চলচিত্র নির্মাতা হুমবার্তো সাকো তার নিজের ব্লগে এক তথ্যচিত্র প্রকাশিত করেছে অ্যার্ন্টাকটিক মহাদেশে পেরুর উপস্থিতি সমন্ধে (স্প্যানিশ ভাষায়)।
উরুগুয়ের এমন অনেক ব্লগার রয়েছেন যারা অ্যার্ন্টাকটিকার প্রতি উৎসর্গকৃত। এর মধ্যে একজন নিজেকে অ্যার্ন্টাকটিক ফিলিংস (স্প্যানিশ ভাষায়) বলে ডাকেন। তিনি এই মহাদেশকে নিয়ে তার লেখা কবিতা প্রকাশ করেছেন। অন্য আরেকজন তার ব্লগের নাম দিয়েছেন অ্যার্ন্টাকটিক এসোসিয়েশন (স্প্যানিশ ভাষায়)। উভয় অবশ্য বরফের চারপাশে বসে লেখা লেখেন না, কিন্তু অভিযাত্রিক দলের সাথে অ্যার্ন্টাকটিক ভ্রমন সেরে এসেছেন। এ্যান্টারকোস ২৩ (স্প্যানিশ ভাষায়)ও এ্যান্টারকোস ২৫ (স্প্যানিশ ভাষায়) নামের দুটি অভিযান কিছুদিন আগে সম্পন্ন হয়। এখানে এক কৌতুহলজনক বস্তু (স্প্যানিশ ভাষায়) যাকে বলা হয় আইস প্রিজম তার বর্ণনা দেওয়া হচ্ছে।
আইস প্রিজমের ছবি এ্যান্টারকোস ২৩ এর তোলা এবং অনুমতি নিয়ে প্রকাশিত
En la noche del 5 de setiembre de 2007, tuvimos el privilegio de observar un Hidrometeoro poco común, llamado “Prisma de hielo”. Este fenómeno consiste en la precipitación de cristales de hielo que tienen forma de agujas, placas o columnas, normalmente muy tenues y que dan la sensación de estar en suspensión en la atmósfera los cuales al observarlos sobre un foco de luz, producen reflejos como el que se aprecia en la foto. Estos cristales de hielo pueden caer de una nube o con una situación de cielo despejado y se producen a temperaturas inferiores a -10ºC.
উরুগুইয়ান ভাল্ডেমার ফন্তেস নামক দ্বিতীয় ব্লগে জানা যাচ্ছে যে এই অভিযান কর্মীরা কিভাবে আর্টিগাস সাইয়েন্টিফিক বেইজে বড়দিন উদযাপন করেছে।
আর্টিগাস সায়েন্টিফিক বেস-এ বড়দিনে ডিনার করার ছবি। এই ছবিটি এ্যান্টারকোস ২৫ দল কর্তৃক তোলা এবং অনুমতি নিয়ে ছাপানো হলো
El 24 de diciembre de 2008, la dotación Antarkos 25, más un grupo de científicos alemanes y uruguayos, celebramos la Navidad en familia. Compartimos una cena con turrones, pan dulce y tortas alemanas y degustamos un delicioso lechón al horno. A las doce la noche, sin distinción de origen o nacionalidades, levantamos las copas y brindamos. Lo mejor de la velada, fue la llegada de Papá Noel, que viajando en la pala del tractor de la Base, llegó hasta nuestro comedor y uno a uno, fue entregando regalitos a quienes se habían portado bien.
দ্বিতীয় পর্বে থাকবে আর্জেন্টিনার ব্লগারদের অ্যার্ন্টাকটিকা সমন্ধে অভিজ্ঞতা যা পরবর্তী সপ্তাহে প্রকাশিত হবে।