- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ক্যাম্বোডিয়া: সম্ভ্রান্তকে চুরির জন্য অভিযুক্ত করা হয়েছে রিপোর্টে

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, ক্যাম্বোডিয়া, উন্নয়ন, পরিবেশ, ব্যবসা ও অর্থনীতি, রাজনীতি, সরকার

গ্লোবাল উইটনেস [1] নামে লন্ডনে অবস্থিত একটা বেসরকারী সংস্থা ফেব্রুয়ারি ৫, ২০০৯ এ মুক্ত করেছে ‘বিক্রির জন্য দেশ [2]‘ নামে একটি রিপোর্ট। এটি সাবধান করে দিয়েছে যে ক্যাম্বোডিয়া চৌর্যবৃত্তি দ্বারা ছেঁয়ে যাচ্ছে। এটি আরও অভিযোগ করে যে বিদেশ থেকে সরকারকে দেয়া বিপুল পরিমানে অর্থের সুবিধা ক্যাম্বোডিয়ার সাধারণ মানুষ না পেয়ে শুধু সম্ভ্রান্ত্ররা পাচ্ছে।

ভুতাসার্ফ [3] রিপোর্টের অভিযোগ পুন:ব্যক্ত করে তুলে ধরেছেন বিভিন্ন বেসরকারী কোম্পানীর ভূমিকা:

প্রাইভেট সেক্টরের কোম্পানিগুলোর একটা ভুমিকা আছে ক্যাম্বোডিয়ার ধুঁকতে থাকা ইন্ডাস্ট্রির পরিচালনাকে উন্নত করতে। এই পর্যন্ত ৭৫টা কোম্পানি ক্যাম্বোডিয়ায় এই ধরনের ক্ষেত্রে কাজ করছে, যার মধ্যে আর্ন্তজাতিকভাবে পরিচিত কিছু অপারেটর যেমন শেভরন আর বিএইচপি বিলিটন আছে। ‘বিক্রির জন্য দেশ’ রিপোর্টটি নথিভুক্ত করেছে যে এদের মধ্যে কতোগুলো কোম্পানি সরকারকে এরই মধ্যে মোটা অঙ্কের টাকা (ঘুষ) দিয়েছে।

কেআই মিডিয়াতে [4] ভয়েস অফ আমেরিকা [5] থেকে হেং সোয় একটা আর্টিকেল পোস্ট করেছিলেন। কেআই মিডিয়াতে মন্তব্য এর সমর্থন আর ক্ষোভ প্রকাশ করে। একজন অজ্ঞাতনামা মন্তব্যকারী ভুতাসার্ফ এর মতো প্রাইভেট কোম্পানীর কাজের উপর জোর দিয়েছেন:

যদি এটা একটুও সত্যি হয় যেসব কোম্পানি বিনিযোগ এর অধিকার কিনেছে বা মনোপলি কিনেছে তারাই দোষী দূর্নীতিকে উস্কানো আর সহ্য করার জন্য।

আল জাজিরার কভারেজের মধ্যে গ্লোবাল উইটনেসের গেভিন হেম্যানের একটা সাক্ষাৎকার আছে:

২০০৭ এ বেয়াইনি গাছ কাটা নিয়েও গ্লোবাল উইটনেস একটা রিপোর্ট করেছিল ক্যাম্বোডিয়ার ফ্যামেলি ট্রি [6] নামে। ক্যাম্বোডিয়া সরকার ওই রিপোর্টটি নিষিদ্ধ করে দেয় [7]